21/09/2025
আহারে জীবন, আহারে জীবন! (মগবাজার, ঢাকা)
প্রতিদিন চোখের সামনে অসংখ্য বৈষম্য বা অন্যায় দেখি যার কারনে মাঝে মাঝে কাঁদি এবং নীরবে ভাবি আমাদের এই ফুটপাতে জীবন যাপন করা মানুষগুলোকে নিয়ে অনেক আলোচনা বা সমালোচনা থাকতে পারে তবে এদের জন্য রাষ্ট্রের কি কোন দায় নেই?
ফুটপাতে জীবনযাপনকারী গৃহহীন মানুষের দায় মূলত রাষ্ট্রের, কারণ প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা ও আশ্রয় নিশ্চিত করা। রাষ্ট্রের উচিত কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান তৈরিতে সহায়তা এবং নাগরিকদের জন্য পর্যাপ্ত আশ্রয় ও অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা। যখন রাষ্ট্র এই দায়িত্বগুলো পালনে ব্যর্থ হয়, তখনই মানুষ গৃহহীন হয়ে ফুটপাতে আশ্রয় নিতে বাধ্য হয়।
আল্লাহ আমি খুবই ক্ষুদ্র মানুষ হিসেবে নীরবে নিভৃতে দোয়া করা এবং স্বল্প পরিসরে চেষ্টা ব্যতিত অন্য কোন কিছু করার সুযোগ নাই।
©️ Md Nuruzzaman ভাই