Electrician Family

Electrician Family Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Electrician Family, Video Creator, Dhaka.

Electrician Family
26/06/2024

Electrician Family

🈵I.P.S ট্রান্সফরমার তৈরির সূত্রঃ◼ ১০০০ ওয়াটের জন্য।কোরের ক্ষেত্রফল: ⏩A=√P/৫.৫৮⏩A=√১০০০/৫.৫৮⏩A=(৫.৬) বর্গইঞ্চি⏩A= ( ২×২.৮...
16/05/2024

🈵I.P.S ট্রান্সফরমার তৈরির সূত্রঃ

◼ ১০০০ ওয়াটের জন্য।
কোরের ক্ষেত্রফল:
⏩A=√P/৫.৫৮
⏩A=√১০০০/৫.৫৮
⏩A=(৫.৬) বর্গইঞ্চি
⏩A= ( ২×২.৮ ) ৫.৬ বর্গইঞ্চি

১০০০ ওয়াট ট্রান্সফরমার তৈরির জন্য কোর সাইজ হবে ৫.৬ বর্গইঞ্চি।

ধরি,
কোর এর ক্ষেত্রফল = ৫.৬ বর্গইঞ্চি
তাহলে,
৭.৫/৫.৬=১.৩৪ প্যাচ।
প্রতি ভোল্ট এর জন্য ১.৩৪ প্যাচ দিতে হবে ।

⚫ তাহলে, প্রাইমারী,০ ,১৫০, ১৮০, ২২০, ২৮০ ভোল্ট এর জন্য প্যাচ সংখ্যা হবে।
১৫০×১.৩৪= ২০১ প্যাচ ।
১৮০×১.৩৪=২৪১ "
২২০×১.৩৪=২৯৫ "
২৮০×১.৩৪=৩৭৫ "

🍎যেহেতু এ ১৮০ ও ২২০ ভোল্ট ব্যাবহৃত হয়। তাই আমরা এই ভোল্ট অনুযায়ী হিসাব করব।

🍎 বিঃদ্রঃ অনেক সময়ে ১৪০ ও ২৬০ ভোল্ট ব্যবহার হয়, আপনাদের সুবিধা মত করে নিবেন )

⚫ প্রাইমারী অ্যাম্পিয়ার নির্বাচনঃ
ভোল্ট=১৮০+২২০=৪০০
অ্যাম্পিয়ার=ওয়াট/ভোল্ট
=>১০০০/৪০০=২ .৫ অ্যাম্পিয়ার
তাহলে আমাদের প্রাইমারীতে অ্যাম্পিয়ার হল ২ .৫।

⚫ আমরা ওয়্যার এর ডায়া বের করব প্রাইমারীর জন্য।
সূত্রঃ
D=√I÷২
=>√২.৫ ÷২
=> ১.১১ মিঃ মিঃ
=> ১.২২ (যেহেতু ১.১১ মিঃ মিঃ নাই, সেহেতু ১.২২ ধরব।)
⛎ আমরা বেশি মানটা সব সময় ধরব।)
🔷 প্রাইমারীতে ১৮ নং ওয়্যার গেজ ব্যবহার করব

⚫ Wire এর দৈর্ঘ্য বের করব।
ক্ষেত্রফল ছিল,
⏩২×২.৮ বর্গইঞ্চি
তাহলে,(২×২+২.৮×২)= ৯.৬ ইঞ্চি
প্রতি প্যাচ এর দৈর্ঘ্য ৯.৬ ইঞ্চি।
প্রাইমারীতে প্যাচ সংখ্যা।
আমরা সর্বোচ্চ প্যাচ সংখ্যা ধরব।
৩৭৫×৯.৬=৩৬০০ ইঞ্চি।
১০% অতিরিক্ত ধরব,
৩৬০০+১০%=৩৯৬০ ইঞ্চি

⚫ Inches কে m করব।
৩৯৬০÷৩৯.৩৭=১০০.৫৮=>১০১ m.

⚫ ওজন এর সূত্রঃ
প্রাইমারী তামার জন্য।
=> (D)²×L (m)×০.০০৭
=> (১.২২)²×১০১×০.০০৭
=>=১০.০৫ কেজি।
তাহলে প্রাইমারীতে ১.০৫কেজি তামা লাগব

🌎 এখন আমরা সেকেন্ডারির অ্যাম্পিয়ার নির্বাচন করব।

ভোল্ট =>১২+১২=২৪
অ্যাম্পিয়ার=ওয়াট/ভোল্ট
=>১০০০/২৪=৪১.৬৭ অ্যাম্পিয়ার।

🌍 যেহেতু ১২+০+১২ ভোল্ট, তাই আমরা অ্যাম্পিয়ার ২ ভাগে ভাগ করব।
৪১.৬৭/২=‌২০ .৮৪
তাহলে আমাদের সেকেন্ডারিতে অ্যাম্পিয়ার হল ২০ .৮৩।

🌏 সেকেন্ডারি,
১২-০ -১২ ভোল্ট।
বা, ১২×১.৩৪=১৬ প্যাচ ডাবল দিতে হবে।

🌍 আমরা ওয়্যার এর ডায়া বের করব সেকেন্ডারির জন্য।
সূত্রঃ
D=√I÷২
=>√২০.৮৪ ÷২
=> ৩.২২ মিঃ মিঃ
=> ৩.২৫ মিঃ মিঃ

🔷 সেকেন্ডারিতে ১০ নং ওয়্যার গেজ ব্যবহার করব

🌍 Wire এর দৈর্ঘ্য বের করব।
ক্ষেত্রফল ছিল,
২×২.৮ বর্গইঞ্চি
তাহলে,(২×২+২.৮×২)= ৯.৬ ইঞ্চি
প্রতি প্যাচ এর দৈর্ঘ্য ৯.৬ ইঞ্চি।

🌏 সেকেন্ডারির প্যাচ সংখ্যা ৩২।
৩২×৯.৬=৩০৭ ইঞ্চি।
১০% অতিরিক্ত ধরব,
৩০৭+১০%=৩৩৮ ইঞ্চ।
🌎 Inches কে m করব।
৩৩৮÷৩৯.৩৭=৮.৫৮=>৯ m.

🌎 ওজন এর সূত্রঃ
সেকেন্ডারি তামার জন্য।
=> (D)²×L (m)×০.০০৭
=> (৩.২৫)²×৯×০.০০৭
=>০.৬৬ কেজি।
তাহলে সেকেন্ডারিতে ০.৬৬ কেজি তামা লাগব।

⭕ অতিরিক্ত ০-১২ ভোল্ট ১ অ্যাম্পিয়ার এর জন্য
=১২×১.৩৪=১৬ প্যাচ।

( বিঃ দ্রঃ ভুল হলে আমাকে জানাবেন, সবাইকে ধন্যবাদ। )

৫০ কেজি কম ওজনের ব্যক্তি সাবস্টেশনে প্রবেশ করতে পারবেনা"------কিন্তু এর রহস্য কি?এখন নিশ্চয়ই ব্যাপারটা অনেকের কাছেই আশ্চ...
19/04/2024

৫০ কেজি কম ওজনের ব্যক্তি সাবস্টেশনে প্রবেশ করতে পারবেনা"------কিন্তু এর রহস্য কি?

এখন নিশ্চয়ই ব্যাপারটা অনেকের কাছেই আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। আশ্চর্যের কিছুই নেই। এর পেছনে লুকায়িত কারিগরি রহস্য বুঝিয়ে বলা যাক।

আচ্ছা, মানবদেহ নিশ্চয়ই ক্যাপাসিটরের ন্যায় কাজ করে? উত্তর অবশ্যই হ্যা। কারণ মেটালিক লেয়ারের মধ্যবর্তী ইন্সুলেশন সিস্টেমই ক্যাপাসিটর বলে আমরা আখ্যা দিয়ে থাকি। তেমনি মানবদেহ হল ফাপা ও বায়ুপূর্ণ। আর বায়ু হল উত্তম ইন্সুলেটর। তাই মানবদেহ একটি ক্যাপাসিটরের মতই আচরণ করতে পারে। অর্থাৎ তার ক্যাপাসিট্যান্স ইফেক্ট রয়েছে।

আচ্ছা বুঝা গেল। কিন্তু উক্ত ঘটনার সাথে এর সম্পর্ক কি?

সাধারণত ৫০ কেজি অল্প ওজনের মানুষের উপর বৈদ্যুতিক ক্যাপাসিট্যান্স প্রতিক্রিয়া তুলনামূলক বেশি। আর এই ক্যাপাসিটিভ ডিসচার্জ কারেন্টের পরিমাণ 116 mA। যা তার উপর খুব অল্প সময়ে প্রতিক্রিয়া করে তার কার্ডিয়াক এরেস্ট পর্যন্ত হতে পারে।

একথা শুনে, একটু সিল্ম ফিগারের ভাইয়েরা হয়ত টেনশনে পড়ে গেলেন যে, তাহলে কি আমি সাবস্টেশনে জব পাব না?

অবশ্যই পাবেন। নাহলে সার্কুলারেই এমন লিখা থাকত যে প্রার্থীর ওজন ৫০ কেজির বেশি হতে হবে। সাধারণত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের (পুরুষ) ওজন ৫০ কেজির বেশি হয়ে থাকে। যদি ব্যতিক্রম হয় তাহলে তাকে এক্সট্রা সেফটি ও প্রটেকশন নিতে হবে।

কারণ ইলেকট্রিক্যাল কাজ করার আগেই শপথ নিতে হবে, "Safety first, then Duty"

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই বাস্তবের রসাত্নক আলোচনার সাথে তুলনা করে পড়া। আর এতে খুব সহজে বুঝা যায় এবং মনেও থাকে। কেমন হবে যদি এরকম গল্পে গল্পে ইলেকট্রিক্যাল এর ৬টি ইবুক পাওয়া যায়?

নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি রিভাইস করা লাগে!
Electrician Family

25/03/2024
25/11/2023
02/06/2023

পুরুষ বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই এমন ছেলেবন্ধু রয়েছে, যাদের কাছে নিজেদের আবেগ-অনুভূতি, চিন্তাভাবনা ও মতাদর্শ শেয়ার করেন। মাঝেমধ্যে দূর-দূরান্তে ঘুরতে যান। কিন্তু আপনি কি জানেন, নারী বন্ধু থাকা জরুরি। আশেপাশে চোখ বুলালেই দেখতে পাবেন, অনেকের সেরা বন্ধুটিই নারী।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই এক প্রতিবেদনে জানিয়েছে, পুরুষের জীবনে সেরা নারী বন্ধু থাকা যে জরুরি, তার আট কারণ রয়েছে। আসুন, সেগুলো সম্পর্কে জেনে নিই—

# # # আপনাকে দেবে ফ্যাশন সেন্স

নারী বন্ধু আপনার ফ্যাশন সেন্স উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেবে। আপনার চুলের স্টাইল কেমন হবে, ক্যাজুয়াল ও বিশেষ অনুষ্ঠানে কেমন পোশাক পরবেন, তার সবই আপনাকে বুঝতে সহায়তা করবে নারী বন্ধু। তার সাহায্যে আপনি সহজে বুঝতে পারবেন, কোন রং আপনাকে বেশি মানায়। আর নিয়মিত এসব পরামর্শ আপনার জীবনধারাই পাল্টে দেবে।

# # # # সম্পর্ক বিষয়ে পরামর্শ

আপনি ও আপনার সঙ্গীর কেমন সম্পর্ক চলছে, বনিবনা হচ্ছে কি না, ইত্যাকার নানা বিষয়ে সঠিক পরামর্শ দেবে সেরা নারী বন্ধুটি। আপনার প্রেমিকার সঙ্গে যদি সম্পর্ক খারাপ যায়, তবে কী করতে হবে, তার উপায়ও বাতলে দেবে নারী বন্ধুটি। এককথায় সে হবে আপনার রিলেশনশিপ কাউন্সেলর। কারণ, নারীর মনপড়া সেই তো ভালো জানে। আপনার পুরুষ বন্ধু হয়তো সমস্যা চিহ্নিত করতে পারবে না ঠিকঠাক, তবে নারী বন্ধু ঠিকই চিহ্নিত করতে পারবে।

# # # আপনার সমস্যা মনোযোগ দিয়ে শুনবে

আপনার যাবতীয় সমস্যা মনোযোগ দিয়ে শুনবে নারী বন্ধু। কোনো প্রকার সংকোচ ছাড়াই আপনি আপনার নারী বন্ধুকে নিজের সমস্যা সম্পর্কে বলতে পারেন। সে ধৈর্য সহযোগে শুনবে আর সঠিক পরামর্শ দেবে।

# # # অনেকের সঙ্গে পরিচিত করাবে

সেরা নারী বন্ধু থাকার আরেকটি সুবিধা হলো, সে আপনাকে অনেকের সঙ্গে পরিচিত করাবে। পুরুষের তুলনায় নারীরা বন্ধুত্ব তৈরিতে বেশি পারঙ্গম। তাই আপনার যদি সেরা নারী বন্ধু থাকে, সে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত করাবে। এভাবে আপনারও নতুন বন্ধু তৈরি হবে।

# # # # কেনাকাটায় সহযোগিতা করবে

আপনার কাছে যদি শপিং বিরক্তিকর মনে হয়, তবে নারী বন্ধুর ওপর সম্পূর্ণ নির্ভর করতে পারেন। সে আপনাকে সহযোগিতা করবে। কোন পোশাক আপনাকে মানাবে, রংই বা কী হবে, এমন সব বিষয়ে তার ওপর নির্ভর করতে পারেন। সে আপনাকে সব সময় সঠিক স্থানে নিয়ে গিয়ে আপনার বাজেটের মধ্যে সঠিক পণ্যটি কিনে দেওয়ার চেষ্টা করবে।

# # # একইসঙ্গে বোন ও মায়ের ভূমিকায়

একজন সেরা নারী বন্ধু থাকা মানে তার কাছ থেকে আপনি বোন ও মায়ের মতো সাপোর্ট পাবেন। সে শুধু আপনার যত্নই নেবে না, সেরা উপদেশটাও দেবে। কোন খাবারটি আপনার জন্য অস্বাস্থ্যকর, তাও বাতলে দেবে নারী বন্ধুটি। আর বোনের মতো খুনসুটি তো করবেই।

# # # প্রেরণাদাতার ভূমিকায়

আপনার সেরা নারী বন্ধুটি সব সময় আপনাকে প্রেরণা জোগাবে। একজন ভালো ও সংবেদনশীল মানুষ হতে যা করা দরকার, তার পরামর্শ দেবে। আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং যে কাজটি করা দরকার, তা বারবার স্মরণ করিয়ে দেবে। যখন আপনি হতাশ হবেন, সে সময় আপনার পাশে থাকবে।

# # #. আপনার পাশে থাকবে

আপনার দুঃসময়ে পাশে থাকবে নারী বন্ধুটি। নতুন নতুন জীবন অভিজ্ঞতা আপনাকে শেয়ার করবে, যা জেনে আপনি উপকৃত হবেন।

উক্ত অংশগুলো নিশ্চয়ই আপনাকে বুঝতে সাহায্য করেছে, কেন একজন সেরা নারী বন্ধু জীবনে প্রয়োজন। তো আর দেরি কেন, একজন নারীর সঙ্গে সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।
NOMAN OBD

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Electrician Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category