Move With Modu Sheikh

Move With Modu Sheikh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Move With Modu Sheikh, Media/News Company, Kamrangir Char, Dhaka.

Many unknown mysteries remain unknown to us.Our main objective is to make videos about famous people of the world,natural resources,unknown mysteries of different countries and thrilling information.

21/06/2024
20/01/2023

আমেরিকা কেন এত শক্তিশালী | যুক্তরাষ্ট্রের ইতিহাস | Why is America so powerful?

09/12/2022

ফিফা বিশ্বকাপ আয়োজনে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ আয়োজন করেছে কাতার। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করতে যেয়ে কাতার নানামুখী সমালোচনার শিকার হয়েছে। বাজেটের দিক থেকে কাতার বিশ্বকাপ অতীতের সকল বিশ্বকাপের রেকর্ড ভেঙেছে। কাতার বিশ্বকাপ আয়োজন করতে খরচ হয়েছে 220 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমান 22 লক্ষ কোটি টাকা। অতীতে রাশিয়া বিশ্বকাপ আয়োজনে এই অর্থের দশভাগের একভাগও খরচ হয়নি। অনেকের মনেই প্রশ্ন কাতারের এত ব্যয়বহুল বিশ্বকাপ আয়োজন করে তাদের কি পরিমান লাভ বা ক্ষতি হবে। কাতার বিশ্বকাপের লাভ বা ক্ষতি সম্পর্কে আলোচনা করা হবে Move With Modu Sheikh এর এই ভিডিওতে।

04/12/2022
27/11/2022
23/11/2022

প্রতি চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ আয়োজন করে বিশ্ব ফুটবল ফেডারেশন ফিফা। এই আয়োজনকে সাদরে গ্রহণ করতে বিশ্বের বিভিন্ন দেশ অবেদন করে ফিফার কাছে। ফিফার সুনির্দিষ্ট প্রতিনিধি দ্বারা ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় আয়োজক দেশকে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার জন্য আবেদন করেছিল ৫ টি দেশ। নানা চড়াই উতরাই পার করে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনে জন্য নির্বাচিত হয়েছিল কাতার। কাতার বিশ্বকাপ ফিফার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। মরুর বুকে অবস্থিত উপসাগরীয় দেশ কাতার ২২০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আয়োজন করতে যাচ্ছে এই বিশ্বকাপ। বাংলাদেশী টাকায় যার পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৩০ হাজার কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল বিশ্বকাপের চেয়ে কাতার বিশ্বকাপে ১০ গুণের বেশি খরচ হয়েছে। কাতার বিশ্বকাপে রেকর্ড পরিমাণ এই ব্যয়ের পেছনে রয়েছে একাধিক কারণ। এই রেকর্ড পরিমাণ খরচের একটি অংশ ব্যয় হয়েছে স্টেডিয়াম নির্মাণে। বিশ্বকাপের জন্য নতুন ৮টি স্টেডিয়াম তৈরি করেছে কাতার। স্টেডিয়াম গুলো অত্যন্ত চোখ ধাঁধালো ভাবে তৈরি করা হয়েছে। এই স্টেডিয়ামগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। প্রিয় দর্শক Move With Modu Sheikh এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম।

18/11/2022
14/11/2022

ফুটবল, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। মাত্র 90 মিনিটের এই খেলায় - খেলোয়াড় থেকে দর্শক সকলের মনেই থাকে টান টান উত্তেজনা। ফুটবল খেলার সবচেয়ে বড় জনপ্রিয় আসর হলো ফিফা বিশ্বকাপ। ফুটবল খেলা এতো বেশি জনপ্রিয় হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে বিশ্ব ফুটবল ফেডারেশন ফিফার। ফিফা এখন এমন একটি সংগঠন যা জাতিসংঘ থেকেও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। জাতিসংঘের সদস্য দেশ 193 টি হলেও ফিফার সদস্য দেশ 211 টি। প্রথম দিকে ফুটবল এত বেশি জনপ্রিয় ছিল না। প্রথমদিকে ফুটবল খেলাকে পেশাদারী খেলার মর্যাদাও দিতে চাইনি অলিম্পিক। এমন অবস্থা থেকে কিভাবে ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে আজকের অবস্থানে এসেছে সেসব বিষয় জানবো আমাদের আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, Move with modu sheikh এর নতুন ভিডিওতে আপনাদের কে স্বাগতম।

11/11/2022
04/11/2022

Address

Kamrangir Char
Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Move With Modu Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share