23/11/2025
বিয়ের পর একটা বিশেষ চুক্তি করেছিলাম স্ত্রীর সঙ্গে সে যতগুলো ইসলামিক বই পড়বে, প্রতি বইয়ের জন্য তাকে ৫০০ টাকা হাদিয়া দিবো।
শর্ত একটাই – ঘুমানোর আগে বইয়ের মূল কথা (তালখিস) আমাকে শুনাতে হবে।
শুরুতেই দেখলাম, মাত্র তিন মাসে স্ত্রী প্রায় ১১ হাজার টাকা নিয়ে নিলো। বইগুলো ছিলো সব তাঁর প্রিয়-ইমাম গাজ্জালী, ইবনে কাইয়্যিম, কিংবা সমসাময়িক ইসলামী সাহিত্য।
আমি তো চিন্তায় পড়ে গেলাম! মাসিক বাজেটের তছনছ দশা!
এভাবে চললে টাকাপয়সা সামলানো কঠিন হয়ে যাবে। চুক্তি বাতিলও করতে পারি না- কারণ "মুমিনের ওয়াদা ওয়াজিব!"
তাই ডিলে কিছু পরিবর্তন আনলাম-একই লেখকের পাঁচটির বেশি বই টানা পড়া যাবে না।
তাতেও মানিব্যাগ খুব একটা সুস্থ হলো না।
অবশেষে একদিন বললাম-তোমার জন্য আজ ধামাকা অফার! একটি বই শেষ করতে পারলে পাবে একসাথে ৫০০০ টাকা! শুধু বইয়ের মূল বক্তব্যটা আমাকে জানাবে।স্ত্রী সানন্দে রাজি হলো। আমি হাতে ধরিয়ে দিলাম ইমাম গাজ্জালীর 'ইহইয়াউ উলূমিদ্দীন'।
আজ চার মাস ষোলো দিন পার হলো... স্ত্রী এখনও পড়ছে, আর আমি ভাবছি-জ্ঞানার্জনের এই প্রতিযোগিতা চলুক, এটাই হবে সংসারের সবচেয়ে বরকতময় সম্পদ ইন শা আল্লাহ।
লিখা: সংগৃহীত [মডিফাইড]