Probash-প্রবাস

Probash-প্রবাস জীবনে অর্থের মূল্য আছে,কিন্তু অর্থই সব নয়।
There is value of money in life,But mny is not evrything
(4)

বিয়ের পর একটা বিশেষ চুক্তি করেছিলাম স্ত্রীর সঙ্গে সে যতগুলো ইসলামিক বই পড়বে, প্রতি বইয়ের জন্য তাকে ৫০০ টাকা হাদিয়া দিবো।...
23/11/2025

বিয়ের পর একটা বিশেষ চুক্তি করেছিলাম স্ত্রীর সঙ্গে সে যতগুলো ইসলামিক বই পড়বে, প্রতি বইয়ের জন্য তাকে ৫০০ টাকা হাদিয়া দিবো।

শর্ত একটাই – ঘুমানোর আগে বইয়ের মূল কথা (তালখিস) আমাকে শুনাতে হবে।

শুরুতেই দেখলাম, মাত্র তিন মাসে স্ত্রী প্রায় ১১ হাজার টাকা নিয়ে নিলো। বইগুলো ছিলো সব তাঁর প্রিয়-ইমাম গাজ্জালী, ইবনে কাইয়্যিম, কিংবা সমসাময়িক ইসলামী সাহিত্য।

আমি তো চিন্তায় পড়ে গেলাম! মাসিক বাজেটের তছনছ দশা!

এভাবে চললে টাকাপয়সা সামলানো কঠিন হয়ে যাবে। চুক্তি বাতিলও করতে পারি না- কারণ "মুমিনের ওয়াদা ওয়াজিব!"

তাই ডিলে কিছু পরিবর্তন আনলাম-একই লেখকের পাঁচটির বেশি বই টানা পড়া যাবে না।

তাতেও মানিব্যাগ খুব একটা সুস্থ হলো না।

অবশেষে একদিন বললাম-তোমার জন্য আজ ধামাকা অফার! একটি বই শেষ করতে পারলে পাবে একসাথে ৫০০০ টাকা! শুধু বইয়ের মূল বক্তব্যটা আমাকে জানাবে।স্ত্রী সানন্দে রাজি হলো। আমি হাতে ধরিয়ে দিলাম ইমাম গাজ্জালীর 'ইহইয়াউ উলূমিদ্দীন'।

আজ চার মাস ষোলো দিন পার হলো... স্ত্রী এখনও পড়ছে, আর আমি ভাবছি-জ্ঞানার্জনের এই প্রতিযোগিতা চলুক, এটাই হবে সংসারের সবচেয়ে বরকতময় সম্পদ ইন শা আল্লাহ।

লিখা: সংগৃহীত [মডিফাইড]

ভেবে দেখেছেন কি? আজ ভূমি/কম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থা...
21/11/2025

ভেবে দেখেছেন কি? আজ ভূমি/কম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর 'না' হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।

''তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?'' [সূরা আল-মুলক : ১৬]

মিজানুর রহমান আজহারী

প্রতিদিন এরকম সুন্দর সুন্দর পাখি মা/রা যায় সুইমিং পুলের পানি পান করে। পানি স্বচ্ছ এবং নীল রাখার জন্য বিভিন্ন রকমের রাসা...
07/11/2025

প্রতিদিন এরকম সুন্দর সুন্দর পাখি মা/রা যায় সুইমিং পুলের পানি পান করে। পানি স্বচ্ছ এবং নীল রাখার জন্য বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য এবং কেমিক্যাল ব্যবহার করা হয়, যা পান করে ছোট ছোট অনেক পাখি মা/রা যায়,মানুষের সামান্য রং তামাশার জন্য যে রং তামাশা চিরস্থায়ী নয়। কতশত প্রাণীর জীবন উৎ/সর্গ হয় এরকম সুশীল সমাজের মানুষদের জন্য। মাঝে মাঝে আমার মনে হয় এরা কি আদৌ সুশীল। ছোট ছোট কাপড় পড়ে সুইমিং পুলে শুয়ে থাকা সুশীল সমাজের মানুষের প্রতি আমার প্রাণভরা ঘৃ/ণা।

06/11/2025
31/10/2025

তরুণ প্রজন্মের প্রথম ভো'ট "হ্যাঁ" দিয়ে শুরু হোক।

30/10/2025

জামায়েত ইসলামের আমির ডঃ শফিকুর রহমান বলেছেন, তারা ক্ষমতায় আসলে নারী চাকরিজীবীদের ডিউটি তিন ঘন্টা কমিয়ে ৫ ঘন্টা করবেন। এটা ঠিক হবে নাকি ভুল কমেন্ট করে আপনার মতামত জানাবেন। #বাংলাদেশ #গ্রাম #নারীরঅধিকার

26/10/2025

এক নজরে ৩০০ আসনের জামাতের চূড়ান্ত প্রার্থী। পার্ট ২।
#বাংলাদেশ #বাংলা

সৌদি আরবের ২০০ টাকার নোটে ২০৩০ সাল লেখা কেন কারো জানা থাকলে জানাবেন।
26/10/2025

সৌদি আরবের ২০০ টাকার নোটে ২০৩০ সাল লেখা কেন কারো জানা থাকলে জানাবেন।

26/10/2025

এক নজরে 300 আসনে জামাতের চূড়ান্ত প্রার্থী।
#বাংলাদেশ #বাংলা

26/10/2025

শিয়াল যখন মুরগির স্বাধীনতা চাই।

Address

Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Probash-প্রবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category