Thoughts of Hasibur

Thoughts of Hasibur “আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফসল নষ্ট করে পরীক্ষা করবো, আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো।’’ সূরা আল বাকারা

01/07/2025

৪৪ তম বিসিএস উত্তীর্ণ
শুভকামনা

12/06/2025

ইদ পূর্ণমিলণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন

11/06/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি মোজাহিদ ফয়সালের ভাইরাল বক্তব্য

হাড়িভাঙ্গা আমের বৈশিষ্ট্য,,,
02/05/2025

হাড়িভাঙ্গা আমের বৈশিষ্ট্য,,,

হাড়িভাঙ্গা আম রংপুরের বিখ্যাত আম। খেতে হলে অর্ডার করতে হবে,,, order now
02/05/2025

হাড়িভাঙ্গা আম রংপুরের বিখ্যাত আম। খেতে হলে অর্ডার করতে হবে,,, order now

গাইবান্ধার সর্বস্তরের ছাত্রজনতার বিক্ষোভ কর্মসূচি। গাজা উপত্যকায় ইসরাইলি হানাদারদের নৃশংসতা ও হামলার প্রতিবাদে এই বিক্ষো...
07/04/2025

গাইবান্ধার সর্বস্তরের ছাত্রজনতার বিক্ষোভ কর্মসূচি। গাজা উপত্যকায় ইসরাইলি হানাদারদের নৃশংসতা ও হামলার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সেখানে জেলার ডিসি উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন এবং ইসরাইলি পণ্য বাজার থেকে সরানোর সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন।এছাড়াও বিকেলে বাদ আসর বিক্ষোভ হবে বলে জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ।
হাসিবুর রহমান - গাইবান্ধা।

06/04/2025

আর কয়েক ঘন্টা তারপর হয়তো গাজাবাসীরা মানব শূন্য হয়ে যাবে।আল্লাহ গাজাবাসীকে হেফাজত করুন।

03/04/2025

New Job start,,,,

12/05/2024

GST গুচ্ছ C ইউনিট ফলাফল বিশ্লেষণঃ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ)
👉 মোট আবেদনকারী- ৪০,১১৬ জন
👉 উপস্থিতি- ৩৫,১৬৮ জন
👉 পাসের হার- ৬০.৪২ %
👉 সর্বোচ্চ নম্বর- ৮৬
👉 ১ম হয়েছেন- মোঃ রাশেদ ফরাজি, চাঁদপুর সরকারি কলেজ। ❤

✍ ৮৫ নম্বরের উপরে পেয়েছেন ২ জন,
✍ ৮০ নম্বরের উপরে পেয়েছেন ২৯ জন,
✍ ৭৫ নম্বরের উপরে পেয়েছেন ১৬৭ জন,
✍ ৭০ এর উপরে ৫৮৬ জন,
✍ ৬৫ এর উপরে পেয়েছেন ১৪৭৭ জন,
✍ ৬০ এর উপরে ২৯৩২ জন,
✍ ৫৫ এর উপরে ৫০০৩ জন,
✍ ৫০ এর উপরে পেয়েছেন ৭৬২৭ জন,
✍ ৪৫ এর উপরে পেয়েছেন ১০,৬৯৩ জন,
✍ ৪০ এর উপরে পেয়েছেন ১৪,০১৩ জন,
✍ ৩৫ এর উপরে পেয়েছেন ১৭,৪৯৩ জন,
✍ ৩০ এর উপরে পেয়েছেন ২১,২৪৮ জন।

আজ রাত ১২টা বাজার পূর্বে যেকোনো মুহূর্তে ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

10/05/2024

নিউজ

গুচ্ছ অধিভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একযোগে ক্লাস শুরু জুলাইয়ে ২য় সপ্তাহে।

08/05/2024

🟩➖➖➖রাজশাহী বিশ্ববিদ্যালয়➖➖➖🟩

🟥এ ইউনিটের ভর্তি ও বিস্তারিত তথ্যঃ

🔺১ম মেরিটে সাবজেক্ট পেয়েছেঃ
✍️শিফট-০১ পজিশনঃ ৩৭২
✍️শিফট-০২ পজিশনঃ ৩৮৪
✍️শিফট-০৩ পজিশনঃ ৩৮৩
✍️শিফট-০৪- পজিশনঃ ৩৭৩
কম বেশি হতে পারে তবে এর বাইরে যারা পেয়েছে তারা বিভিন্ন কোটা ও ইংরেজি লিখিত/চারুকলা/নাট্যকলা/সংগীতে প্রাকটিক্যালে উত্তীর্ণ।

✅ভর্তি প্রক্রিয়া শুরুঃ ১২ মে থেকে ১৪ মে
🔺প্রক্রিয়া সমূহঃ
✍️১২-১৪ তারিখ অনলাইনে ভর্তি ফরমে নিজের সব তথ্য দিয়ে,ভর্তির টাকা(৫২০০+) প্রদান সাপেক্ষে পূরণ করে তিন কপি প্রিন্ট করে নিতে হবে এ-৪ সাইজের খামে।

✅ভর্তির পূর্বে সাক্ষাৎকার (ভাইবা) দিতে হবে।
🔺সাক্ষাৎকারে যা যা লাগবেঃ
✍️রাবির এডমিট কার্ড(স্টুডেন্ট কপি)
✍️এসএসসি ও এইচএসসির মেইন মার্কশীট
✍️এইচএসসির মেইন রেজিষ্ট্রেশন কার্ড
✍️সাবজেক্ট চয়েজ লিস্ট

✅সাক্ষাৎকার শেষ হলেই সাথে সাথে ভর্তি হতে পারবে।

✅অনলাইনে ৫২০০+ টাকা জমা দিতে হবে।
✅সাক্ষাৎকার শেষে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকে ১৭০০+ টাকা জমা দিয়ে সব কাগজ ডিনসে জমা দিলেই ভর্তি চূড়ান্ত হবে।

✅মাইগ্রেশন অটো তবে কেউ বন্ধ করতে চাইলে কেবল ভর্তি ফরম পূরণের সময় অফ করা যাবে।

✅১ম মেরিটে সাবজেক্ট পেয়ে ভর্তি না হলে ২য় বার আর সুযোগ থাকবে না।
✅প্রথম মেরিটের ৯০% সাবজেক্ট পরিবর্তন হবে মাইগ্রেশনে।

✅দ্বিতীয় মেরিট ও ১ম মাইগ্রেশনের ফলাফল ১৬ মে।

🟥মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী/উপজাতী কোটার নোটিশ দিবে এবং ভাইবা নিবে তারপর নতুন করে মেরিট প্রকাশ করবে। মোটামুটি ১ মাসের প্রক্রিয়া তাই ধৈর্য ধরুন।

08/05/2024

🟩➖➖➖রাজশাহী বিশ্ববিদ্যালয়➖➖➖🟩

✅সাবজেক্ট চয়েজের ফলাফল ও বিস্তারিত

✍️ফলাফলঃ আগামীকাল বিকেলের পর।
➖দেখতে হবে ওয়েবসাইটে লগ ইন করে।

✅১ম মেরিটে যারা সাবজেক্ট পাবেঃ
✍️এ ইউনিটে ৩৭০+ পজিশন
✍️বি ইউনিটে ৩৮০+ পজিশন
✍️সি ইউনিটে ৩৫০+ পজিশন পর্যন্ত ১ম মেরিটে সাবজেক্ট পেতে পারো।

✅বাকি পজিশন গুলো ওয়েটিং এ থাকবে।

✅১ম/২য়/৩য় মেরিটে টপ ১০০ পজিশন ব্যতিত কাঙ্ক্ষিত সাবজেক্ট কেউ পাবে না। ভর্তি হলেই কেবল মাইগ্রেশনে কাঙ্ক্ষিত সাবজেক্ট পাবে।

✅মাইগ্রেশন সিস্টেম অটো মানে যে সাবজেক্টে ভর্তি হবে পরবর্তীতে প্রতিবারই মাইগ্রেশন হয়ে উপরের সাবজেক্ট পাওয়ার সুযোগ থাকবে।

✅ভর্তি ব্যতিত মাইগ্রেশনের সুযোগ নেই।

✅ভর্তিতে ও ভাইবা তে যা যা লাগবেঃ
✍️প্রথম মেরিটে সাবজেক্ট পেলে অনলাইনে ভর্তি ফরম আসবে,সেখানে বিস্তারিত তথ্য এবং বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি(৫২০০+) টাকা অনলাইনে পেইড করে ২ কপি ফরম বের করতে হবে।
✍️এইচএসসি ও এসএসসি পরীক্ষার মেইন মার্কশীট
✍️এইচএসসি পরীক্ষার মেইন রেজিষ্ট্রেশন কার্ড
✍️রাবির এডমিট কার্ড

✅ভাইবাতে শুধু কাগজপত্র চেক করবে। কোনো প্রশ্ন করবে না এবং নকল ব্যতিত বাদ যাওয়ার সুযোগ নেই।

✅প্রথম মেরিটে ভর্তির না হলে দ্বিতীয়বার আর কোনো সুযোগ থাকবে না।
✅ভর্তির ক্ষেত্রে প্রার্থী কে নিজেই এসে কাগজ জমা দিতে হবে।
✅১ম মেরিটে ভর্তি শেষ হলেই ১দিন পর দ্বিতীয় মেরিট ও ১ম মাইগ্রেশনের ফলাফল দিবে।
✅আসন ফাঁকা সাপেক্ষে এভাবেই চলতে থাকবে।

✅কোটার ভাইবা ও ভর্তি প্রক্রিয়া আলাদা এবং দেরিতে হবে।

Address

Dhaka
1200

Telephone

+8801957631395

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Hasibur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thoughts of Hasibur:

Share

Category