07/11/2025
ছোট বাচ্চারা আসলে জাত, ধর্ম, ভাষা—এসবের কোনও ভেদাভেদ বোঝে না। ওদের চোখে শুধু বন্ধুত্ব আর আনন্দের রঙ। ❤️
আমার ছোট্ট দিয়া, তখন ওর বয়স মাত্র তিন বছর। ২০১৭ সালের কথা—আমরা সিঙ্গাপুর আর মালয়েশিয়া ভ্রমণ শেষে দেশে ফিরছিলাম। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ইমিগ্রেশন শেষ করে এয়ারলাইন্সের ফ্লাইটের অপেক্ষায় আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম। ঠিক তখনই এক চাইনিজ ছোট্ট বাচ্চার সঙ্গে দিয়ার দেখা হয়।
অচেনা দেশ, অচেনা ভাষা—তবু ওরা দু’জন এমনভাবে মিশে গেল, যেন বহুদিনের বন্ধু। কেউ কারো ভাষা বোঝে না, তবু হাসিতে, চোখে, খেলায়—সবকিছুই কত সহজে বোঝাপড়া হয়ে গেল!
আমরা দুই প্যারেন্টই পাশে বসে সেই মুহূর্তের ভিডিও করছিলাম, কিন্তু মজার ব্যাপার হলো—আমরা কেউই একে অপরের সঙ্গে একটা কথাও বলিনি। অথচ আমাদের বাচ্চারা ওখানেই এক অদ্ভুত বন্ধুত্বের সেতু তৈরি করে ফেলল।
বাচ্চারা কতটা নিষ্পাপ, কতটা নির্মল—ওদের মধ্যে নেই অহংকার, নেই বিভেদ। কেবল আছে ভালোবাসা আর আন্তরিকতা। কখনও কখনও মনে হয়, পৃথিবীটা যদি ওদের চোখ দিয়ে দেখা যেত—তাহলে হয়তো সবকিছুই কত সুন্দর হতো।