Rubayet Vai

Rubayet Vai আমি সফলতা বলতে চিরস্থায়ী জান্নাত পাওয়াকেই বুঝি। দুনিয়াবি সফলতা আমার কাছে অপশনাল।
(8)

07/11/2025

আমাদের রাস্তাগুলো গাড়ি চলাচলের জন্য না, ব্যবসায়ীদের জন্য

05/11/2025

সবার কাছে পৌছে দিন, নিজে সচেতন হোন

05/11/2025

হাদি ভাইয়ের এই কাজ নিয়ে অনেকেই বাযে বলতেচে। আপনার মতামত কি

03/11/2025

এটা দেখে আমি টিক নেই

03/11/2025

এয়ার বেলুনের ভিতর পেদে দিয়েছে বন্ধ, অবশেষে যা হল

02/11/2025

সবার সাথে পুংটামি চলেনা। খাইছে ক--ট

02/11/2025

ওভারটেকের কারণে এই গটনা হল

01/11/2025

বাংলা দে-শে এমন গটনা এই প্রথম

31/10/2025

কেউ এগিয়ে আসছেনা

আমি এখন যে বাসায় থাকি তাতে আমার ছেলে প্রতিদিন রাতে হঠাৎ চিৎকার করে উঠে যেত। বুঝতে পারলাম এই বাসায় জ্বীন আছে। যদিও প্রত্য...
31/10/2025

আমি এখন যে বাসায় থাকি তাতে আমার ছেলে প্রতিদিন রাতে হঠাৎ চিৎকার করে উঠে যেত। বুঝতে পারলাম এই বাসায় জ্বীন আছে। যদিও প্রত্যেক বাড়িতেই জ্বীন থাকে। প্রত্যেক বাথরুমেই জ্বীন থাকে; প্রত্যেক বেসিনের ভিতর জ্বীন থাকতে পারে, শহর হোক বা গ্রাম। এমন না যে শহরের বাথরুমে জ্বীন থাকবেনা। এজন্যই বাথরুমে প্রবেশের সময় বিসমিল্লাহ অথবা বাথরুমের দোয়া পড়ে ঢুকা উচিত। অনেকেই মনে করে এই যুগে জ্বীন নেই। তারা মূলত কুরআনের বিপরীতে কথা বলে।

তো যাই হোক, পরপর ৩/৪ দিন এভাবে চিৎকার করে আমাকে অথবা তার মাকে ধরে ফেলত। তারপর সেদিন রাত থেকে টানা সুরা বাকারা চালাতে থাকি মোবাইলে। আল্লাহর রহমতে আমার ছেলে তখন থেকে এই এক মাসের মধ্যে আর কখনো চিৎকার করেনি। সুরা বাকারা এখনো প্রতিদিন সকাল-সন্ধ্যা এবং ঘুমানোর সময় চালিয়েই ঘুমাই।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন —

> "তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে ঘরে সুরা আল-বাকারা পাঠ করা হয়, সে ঘরে শয়তান প্রবেশ করে না।"
— (সহীহ মুসলিম, হাদীস: 780)

🔹 অর্থাৎ:
যে ঘরে নিয়মিতভাবে সুরা আল-বাকারা পাঠ করা হয়, সেখানে শয়তান (বা জিন জাতীয় অশুভ আত্মা) অবস্থান করতে পারে না।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন —

> "যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে, আর প্রবেশের সময় আল্লাহর নাম (বিসমিল্লাহ) উচ্চারণ করে এবং খাওয়ার সময়ও আল্লাহর নাম উচ্চারণ করে, তখন শয়তান বলে: ‘আজ রাতে তোমাদের জন্য না আশ্রয় আছে, না খাদ্য।’ কিন্তু যদি কেউ ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম উচ্চারণ না করে, তখন শয়তান বলে: ‘তোমরা আশ্রয় পেয়েছ।’ আর যদি খাওয়ার সময়ও আল্লাহর নাম উচ্চারণ না করে, তখন সে বলে: ‘তোমরা আশ্রয় ও খাদ্য দুটোই পেয়েছ।’”
— (সহীহ মুসলিম, হাদীস: 2018)

🔹 অর্থাৎ:

যদি কেউ “বিসমিল্লাহ” না বলে ঘরে প্রবেশ করে, তখন শয়তান সেই ঘরে প্রবেশ করে।

যদি খাওয়ার সময়ও বিসমিল্লাহ না বলে, তখন শয়তান তার সাথে খেয়ে ফেলে।

এছাড়াও ঘরে জ্বীন শয়তান থাকার আরো কিছু কারণ আছে। যেমন:

√ ঘরে বাদ্যযন্ত্র থাকলে।

√ ঘরে ছবি, মূর্তি, পুতুল, ছবি সম্বলিত কাপড়, জীব-জন্তুর ছবি ইত্যাদি।

√ ঘরে বিসমিল্লাহ বলে বা সালাম দিয়ে প্রবেশ না করলে।

💭 চাকরি করি, কিন্তু দাসত্ব করিনা...আমি চাকরির মাধ্যমে আমার মেধা বিক্রি করি,কিন্তু মালিকের দাসত্ব করে নিজের স্বাধীনতা বিক...
30/10/2025

💭 চাকরি করি, কিন্তু দাসত্ব করিনা...

আমি চাকরির মাধ্যমে আমার মেধা বিক্রি করি,
কিন্তু মালিকের দাসত্ব করে নিজের স্বাধীনতা বিক্রি করি না।
দাসত্ব করতে পারি না বলেই মালিকের প্রিয় হতে পারি না।

আমরা আসলে এক দাস জাতি।
ব্রিটিশরা শুধু আমাদের দেশ দখল করেনি, তারা আমাদের চিন্তা করার ক্ষমতাও বন্দী করে দিয়েছিল।
আমাদের শেখানো হয়েছে, “উর্ধ্বতন মানেই দেবতা”, “মালিক মানেই কুরআনের আয়াত”।
এই মানসিক দাসত্ব আজও আমাদের মধ্যে বেঁচে আছে।

আজ এই দেশে যখন কেউ একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে,
সে তার কর্মচারীদের মানুষ হিসেবে নয় — দাস হিসেবে দেখে।
কারণ আমাদের মেরুদণ্ড একদিন ভেঙে দেওয়া হয়েছিল,
আর আমরা এখনো সেটি সোজা করতে পারিনি।

চাকরি করুন, পরিশ্রম করুন — কিন্তু কারো দাস হয়ে নিজের স্বাধীনতা বিক্রি করে নয়।
মালিকের কথা কুরআনের আয়াত নয়,
সে যদি দিনকে রাত বলে, আপনাকেও চাকরি হারানোর ভয়ে রাত বলতে হবে না।

ভুলে যাবেন না — আপনার রিজিক আপনি সৃষ্টি হওয়ার ৫০ হাজার বছর আগেই আল্লাহ তাআলা লিখে রেখেছেন।
কোন মালিক বা প্রতিষ্ঠান আপনার রিজিকের মালিক নয়।
তাকদিরে বিশ্বাস রাখুন, কারণ দুনিয়া অনেক প্রশস্ত।
একটা দরজা বন্ধ হলে, আল্লাহ আরও অনেক দরজা খুলে দেন।

তাই আসুন,
দাস নয় — মানুষ হিসেবে বাঁচি।
চাকরি করি সম্মানের সাথে, স্বাধীনতার সাথে, ঈমানের সাথে।

27/10/2025

মোবাইলটি নিয়ে গেল

Address

Chittagong

Telephone

+8801575379760

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubayet Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share