24/09/2025
                                            মোবাইল বন্ধ না করেও যদি কল আসা বন্ধ করতে চান, তাহলে Call Forwarding  কোড ব্যবহার করতে পারেন। এগুলো সব GSM অপারেটরে কাজ করে (GP, Robi, Banglalink, airtel, Teletalk)।
1️⃣ সব কল ফরোয়ার্ড করা (কল সরাসরি অন্য নম্বরে যাবে)
চালু: **21*নম্বর #
বন্ধ:  # #21 #
👉 উদাহরণ: **21*01700 #
2️⃣ ব্যস্ত থাকলে কল ফরোয়ার্ড
চালু: **67*নম্বর #
বন্ধ:  # #67 #
3️⃣ কল রিসিভ না করলে ফরোয়ার্ড
চালু: **61*নম্বর #
বন্ধ:  # #61 #
4️⃣ ফোন বন্ধ/নেটওয়ার্ক না থাকলে ফরোয়ার্ড
চালু: **62*নম্বর #
বন্ধ:  # #62 #
5️⃣ সব ফরোয়ার্ড একসাথে বন্ধ করতে 
কোড:  # #002 #
⚠️ মনে রাখবেন
Call Forwarding করলে কল অন্য নম্বরে চলে যাবে।
Call Barring করলে একেবারেই কল আসবে না।
PIN কাজ না করলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।