
17/09/2025
২০২৬ ক্যাডেট ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা জানো- ক্যাডেট কলেজগুলো বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীই স্বপ্ন দেখে এই কলেজগুলোতে ভর্তি হওয়ার। তাছাড়া সুশৃঙ্খল জীবনব্যবস্থা, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যতে সামরিক বাহিনীতে যোগদানের সুবিধাসহ ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে এই কলেজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে, শিক্ষার্থীরা এই কলেজগুলোতে পড়ার জন্য আরও বেশি আকৃষ্ট হয়।✨
আর শিক্ষার্থীদের এই ব্যাপক চাহিদার কারণেই প্রতিবছর ক্যাডেট ভর্তি পরীক্ষা হয় তুমুল প্রতিযোগিতাপূর্ণ। সর্বশেষ ক্যাডেট ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছিল প্রায় ৫০ জন মেধাবী শিক্ষার্থী। এজন্য এই কলেজগুলোতে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা যাচাই এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষায় সফল হওয়ার এখনই উৎকৃষ্ট সময়। মূলত এ লক্ষ্যেই ২০২৬ ক্যাডেট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী ৬৪ জেলায় অফলাইনে উদ্ভাস এর আয়োজন- “ক্যাডেট ভর্তি সম্ভাবনা পরীক্ষা-২০২৬”। আর হ্যাঁ, উপরন্তু দেশসেরা প্রথম ৩০০ জনের জন্য ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি তো থাকছেই। তাই দেরি না করে, ক্যাডেট ভর্তিতে তোমাদের সম্ভাবনা যাচাইয়ে সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করো এখনই।👇
✍️ পরীক্ষার তারিখ: ০৩ অক্টোবর, ২০২৫ (শুক্রবার)।
একনজরে “ক্যাডেট ভর্তি সম্ভাবনা পরীক্ষা-২০২৬”:
✅ পরীক্ষার উদ্দেশ্য: ক্যাডেট ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন ও প্রস্তুতি যাচাইকরণ।
✅ পরীক্ষার সিলেবাস: ক্যাডেট ভর্তি পরীক্ষা অনুরূপ।
✅ পরীক্ষার ধরন: লিখিত ৩০০ নম্বর; সময়- ৩ ঘণ্টা।
✅ পাস নম্বর: ৪০% (বিষয়ভিত্তিক)
✅ যারা অংশগ্রহণ করতে পারবে: ২০২৬ ক্যাডেট ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী।
✅ ব্যাচের সময়সূচি: ছেলে-মেয়ে আলাদা ব্যাচ (সময় SMS-এ জানানো হবে)।
✅ মেধাবৃত্তি: প্রথম ৩০০ জনের জন্য ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি!
✅ সম্মাননা পুরস্কার: প্রথম ৩০০ জনের প্রত্যেকের জন্য বই।
✅ পার্টিসিপেন্ট গিফট: পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকে পাবে- কলম, স্কেল।
✅ পরীক্ষার কেন্দ্র: ৬৪ জেলায় উদ্ভাস-উন্মেষ এর ১১৩টি শাখা।
সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করো👉 https://cutt.ly/CadetSom26
📲 09666775566
#ক্যাডেট_ভর্তি_সম্ভাবনা_পরীক্ষা