TaSu's Story

TaSu's Story Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de TaSu's Story, Création digitale, Democratic Republic of the.
(11)

(حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ)
অর্থ , "আল্লাহ তা'আলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক, আল্লাহ তা'আলাই উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী"

07/01/2026

""পৃথিবীতে সব মানুষের আবেগ অনুভূতি প্রকাশ ভঙ্গি এক রকম নয়,
কেউ আপনাকে যতটা না ভালোবাসবে তার চাইতে বেশি শোঅফ করবে,
মুখে তো বলবে তুমিই আমার সব, জান,প্রাণ, কলিজা, গুরদা, ফেপসা,ফুসফুস, রক্তকণিকা আত্মা সব কিন্তু বাস্তবে আপনার শরীরের একটা ঝরে পরা পশমের মূল্য ও তার কাছে নাই,
এরা্ মুখেই আপনাকে তাজমহল বানিয়ে দেয় কিন্তু বাস্তবে একটা খেলনা ঘর কিনে দিতেও হাজারবার চিন্তা করবে,
আমরা মেয়ে মানুষ গুলো তাদের এসব কথায় অতি আবেগে হয়ত জমে বরফ হয়ে যাই নয়তো মোমের মত গলে যাই,
হায়রে মাইয়া মানুষ!

""আবার অনেকে আছে প্রকাশ করতে পারেনা তবে আপনার ছোট ছোট চাওয়া পাওয়া গুলেকে সম্মান করবে, আপনি কিসে খুশি হোন তার কদর করবে,
কিসে আপনার মন খারাপ হয় সেটা থেকে বিরত থাকবে, আপনার আত্মসম্মানে আঘাত হানে এমন কাজ থেকে বিরত থাকবে,
আপনাকে সব ধরনের বাজে পরিস্থিতি বা অন্য কারো দ্বারা অপমান অপদস্ত হওয়ার হাত থেকে প্রটেক্ট করবে কোনো রকম শোঅফ ছাড়াই।

""এই দুই ক্যাটাগরির মানুষ গুলোর মধ্যে একটি মেয়ে অলওয়েজ দ্বিতীয় শ্রেনীর মানুষদেরই বেশি পছন্দ করে যে নিরবে নিজের একান্ত মানুষটিকে ভালোবেসে যাবে, তাকে মূল্যায়ন করবে তার খেয়াল রাখবে।

""আসলে কি জানেন?
একটা মেয়ে চায় তার বয়ফ্রেন্ড হোক বা হাজবেন্ড যতোটা না রিচ বা হ্যান্ডসাম হোক তারচাইতে বেশি কেয়ারিং হোক যে সব ধরনের পরিস্থিতিতে তাকে আগলে রাখবে পাখির বাচ্চার মতো বুকের মাঝে পরম ভালোবাসায়।

06/01/2026

যাঁদের বিবেক ঘুমিয়ে থাকে "
তাদের কাছে সত্য চিৎকার করে বললেও 😔
সেটা মিথ্যাই মনে হয়....!!

06/01/2026

ক'দিন আগে অসাবধানতায় তারকাঁটার সাথে আঁচড় লেগে খুব বাজেভাবে হাতের চামড়া ছিঁড়ে গেছে। প্রথম প্রথম জ্বালাপোড়া করেছে অনেক। আস্তে আস্তে সয়ে গেছে। তারপর টান ধরতে শুরু করলো চামড়া। কোথাও ঘষা লাগা থেকে বাঁচাতে হাতটা আমি সাবধানে আগলে রাখতাম। খানিক আগে হাতের ছিঁড়ে যাওয়া সেই জায়গাটায় চুলকাচ্ছিল। অন্যমনস্ক হয়ে অন্য স্বাভাবিক জায়গার মতো চুলকাতে গিয়ে নখের সাথে হালকা টান ধরা চামড়াটা তুলে ফেলছি। আবার ব্লিডিং। দগদগে ঘা। অসহ্য যন্ত্রণা!

কিছু মানুষ, কিছু সম্পর্ক, কিছু সময়, কিছু স্মৃতিও এমন। ছিঁড়ে যাওয়া ক্ষতের মতো। প্রথমে অসহ্য যন্ত্রণা হয়। ধীরে ধীরে সয়ে আসে। একটা সময় গিয়ে যখন শুকিয়ে টান ধরতে শুরু করে ঠিক তখনই অন্যমনস্ক হয়ে হাত চুলকানোর মতো করে নখের আঁচড়ে টান ধরতে থাকা চামড়া উঠে যাবার মতই ক্ষতগুলোকেও জাগিয়ে তুলি। আবার যন্ত্রণা। স্মৃতির দহন।

06/01/2026

যতটা সুখ ছিলো ততটাই শোক,যতটা তুমি-হীনতা ততটা তুমিময় হোক!

06/01/2026

তুমি দুঃখ পাবে ভেবে
তোমাকে বলিনি যেসব কথা,
অথচ আমার বেলায় তুমি
কী নির্দ্বিধায় বলে গেলে
সেইসব কটুকথা!

ফুল দিতে গিয়েও
তোমার হাতে ফুটতে পারে ভেবে
সে কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি
গোলাপের গা থেকে—
আমার বেলায় তুমি তাতে
ইচ্ছেকৃত গেঁথে দিলে
অবহেলার সুঁই।

তোমার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে ভেবে
রাত ন'টার পর যে সব দুঃশ্চিন্তা
আমি তোমার মাথায় দিইনি
অথচ সামান্য সুযোগে
কী নির্দ্বিধায় শুনিয়ে গেলে
আমিই নাকি তোমার
মাথা ব্যথার কারণ!

শুধু ভালোবাসি বলে—
যেসব অপমান উপেক্ষা
চোখ বুজে সয়ে যাই,
তুমি সেই ভালোবাসার
ব্যাসার্ধ ভেঙে দিলে
বিনা দ্বিধায়!

আমি বুঝলাম;
ভালোবাসলে মানুষ
সর্বোচ্চ অসহায় হয়ে যায়।

#সালমান_হাবীবের_কবিতা
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

29/12/2025

মেয়েদের, শুধুমাত্র মেয়ে থাকা পর্যন্তই জীবন টা সহজ।😥

28/12/2025

কে কার খোঁজ রাখেনি
কে-বা কার রাখেনি খেয়াল,
সেই কথা না জানলেও— আমরা জেনেছি;
অভিমান বাড়ায় দূরত্বের দেয়াল।

24/12/2025

পরিবার জন্য নিজের জীবনটা শেষ করে দিলাম 😥

24/12/2025

সন্ধ্যা যার
বুক কাঁপার
শোক মহল।

চক্ষু তার
দুঃখ ভার
ঘুম দখল।

শব্দহীন
রাত গহীন
কাঁদছে কেউ।

চুপ কথার
দুঃখ তার
তুলছে ঢেউ।

একলা কাচ
কার আওয়াজ
চুপ লুকায়?

একলা মন
কোন দহন
খুব শুকায়?

আমরা সব
জ্যান্ত শব
ঘর জুড়ে।

দেখছে কে
কার পোড়ে
বুক খুঁড়ে?

বাড়ছে রাত
শূন্য হাত
বাড়ছে খুব।

জমছে জল
কার কাজল
ভাসছে খুব!

24/12/2025

হে আল্লাহ্!🤲
নিজেকে কন্ট্রোল করার শক্তিটুকু দাও।

22/12/2025

রিক্ত হস্তে দাড়িয়ে আমি💔😢

22/12/2025

তারপর দেখলাম আমি যাদের আপন ভাবি, তারা আমারে মানুষও ভাবে না।😊💔

Adresse

Democratic Republic Of The
1234

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque TaSu's Story publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager