07/01/2026
""পৃথিবীতে সব মানুষের আবেগ অনুভূতি প্রকাশ ভঙ্গি এক রকম নয়,
কেউ আপনাকে যতটা না ভালোবাসবে তার চাইতে বেশি শোঅফ করবে,
মুখে তো বলবে তুমিই আমার সব, জান,প্রাণ, কলিজা, গুরদা, ফেপসা,ফুসফুস, রক্তকণিকা আত্মা সব কিন্তু বাস্তবে আপনার শরীরের একটা ঝরে পরা পশমের মূল্য ও তার কাছে নাই,
এরা্ মুখেই আপনাকে তাজমহল বানিয়ে দেয় কিন্তু বাস্তবে একটা খেলনা ঘর কিনে দিতেও হাজারবার চিন্তা করবে,
আমরা মেয়ে মানুষ গুলো তাদের এসব কথায় অতি আবেগে হয়ত জমে বরফ হয়ে যাই নয়তো মোমের মত গলে যাই,
হায়রে মাইয়া মানুষ!
""আবার অনেকে আছে প্রকাশ করতে পারেনা তবে আপনার ছোট ছোট চাওয়া পাওয়া গুলেকে সম্মান করবে, আপনি কিসে খুশি হোন তার কদর করবে,
কিসে আপনার মন খারাপ হয় সেটা থেকে বিরত থাকবে, আপনার আত্মসম্মানে আঘাত হানে এমন কাজ থেকে বিরত থাকবে,
আপনাকে সব ধরনের বাজে পরিস্থিতি বা অন্য কারো দ্বারা অপমান অপদস্ত হওয়ার হাত থেকে প্রটেক্ট করবে কোনো রকম শোঅফ ছাড়াই।
""এই দুই ক্যাটাগরির মানুষ গুলোর মধ্যে একটি মেয়ে অলওয়েজ দ্বিতীয় শ্রেনীর মানুষদেরই বেশি পছন্দ করে যে নিরবে নিজের একান্ত মানুষটিকে ভালোবেসে যাবে, তাকে মূল্যায়ন করবে তার খেয়াল রাখবে।
""আসলে কি জানেন?
একটা মেয়ে চায় তার বয়ফ্রেন্ড হোক বা হাজবেন্ড যতোটা না রিচ বা হ্যান্ডসাম হোক তারচাইতে বেশি কেয়ারিং হোক যে সব ধরনের পরিস্থিতিতে তাকে আগলে রাখবে পাখির বাচ্চার মতো বুকের মাঝে পরম ভালোবাসায়।