21/12/2025
আমার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা কি জানেন?
আমি কখনো কারো মন থেকে আসা ভালোবাসাটুকু পাইনি! যারা “ভালোবাসি” বলেছে, তারা বলেছে দয়া থেকে, করুনা করে। আমি যেন তাদের জীবনে একটুখানি সহানুভূতির জায়গা দখল করা
একজন মানুষ মাত্র।
আর যখনই বুঝেছি আমি কারো দয়ার পাত্র হয়ে আছি, সেই মুহূর্তেই নিজেকে সরিয়ে এনেছি নীরবে।
এ কথা শোনার পর হয়তো বলবেন,
“এতটা নিশ্চিত হলেন কি করে? কেউ না কেউ তো আপনাকে সত্যিই ভালোবাসতে পারে!”
কিন্তু সত্যিটা হলো—
তিন বছরের একটা শিশুও বুঝতে পারে তাকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না। সেখানে আমি তো আর শিশু নই, আমার বয়স, অভিজ্ঞতা, উপলব্ধি—সবই তো যথেষ্ট হয়েছে!
হয়তো ভুল আমারই ছিল।
আমি ভালোবাসা আর করুনার ব্যবধান বুঝতেই পারিনি। যে স্নেহটুকু ছিল দয়ার, আমি তাকেই বুকে আগলে রেখেছি ভালোবাসা ভেবে। এবং সেই ভুলেই পেয়েছি সবচেয়ে বড় যন্ত্রণাগুলো।
কারণ ভালোবাসা সারাজীবন থাকে—
কিন্তু করুনা? সেটা একসময় হারিয়ে যায়, রঙচটা পাতার মতো শুকিয়ে যায়।
কখনো কখনো নিজেকেই বোঝাতে পারি না—কারো করুনাকে ভালোবাসা ভেবে বেঁধে ফেলা কতটা বিড়ম্বনার, কতটা ছুরির মতন ব্যথা, তা আমার মতো আর কে বুঝবে!
আমি ভালোবাসা নিয়ে এত লিখি, এত বার বার লিখি,
শুধুমাত্র একটাই কারণে—পৃথিবীর কেউ কাউকে ভালোবাসতে না পারুক, অন্তত ভালোবাসার অভিনয় করে কাউকে যেন না ঠকায়। কারো অনুভূতির সাথে প্রতারণার চেয়ে নিকৃষ্ট কিছু নেই!
আপনি যদি কাউকে ছাড়া ভালো থাকতে না পারেন,
তবেই তাকে ভালোবাসেন। কিন্তু মানুষটা আপনাকে বাদেও ভালো থাকুক বলে করুনা দেখিয়ে পাশে রাখা—
এটা কখনোই ভালোবাসা নয়। যদি ভালো না লাগেই,
তাহলে সোজাসাপটা বলে দিন, আপনি তাকে ভালোবাসেন না।”
অনেক সময় “না” বলাটা “হ্যাঁ” বলে প্রতারণা করার চেয়ে অসংখ্য গুণে ভালো, সৎ এবং পরিষ্কার।
আর যদি দেখেন—
যাকে ভালোবাসি বলেন, তার থেকেও অন্য কারো প্রতি আপনার টান, আগ্রহ, শ্বাস-প্রশ্বাস বেশি, তাহলে বুঝে যাবেন আপনার ভালোবাসা অন্যখানে। সেই অনুভূতি থাকা অবস্থায় একজন মানুষকে মিথ্যে স্বপ্ন দেখানো
বিশেষ নিষ্ঠুরতার নামই প্রতারণা।
কারণ ভালোবাসার লোভ টাকার লোভের থেকেও ভয়ানক! টাকার লোভ মানুষকে অন্ধ করে,
আর ভালোবাসার লোভ মানুষকে ভিখারি বানিয়ে দেয়! কাঙ্গাল করে ফেলে অল্প একটু অনুভূতির জন্য।
আমি সারাজীবন ভালোবাসা নিয়ে লিখে গেলাম, মানুষকে শেখাতে চাইলাম ভালোবাসা কেমন হওয়া উচিত।
(ফাহাদ মিয়া)