Al Amin Travel's Kite

Al Amin Travel's Kite Hey Everybody this is Al Amin, it is a page that where i upload about some video documentary or travels vlogs, so follow me and with us.

If you are interested of my content i will try to creat more and more clip from my heart only for you.

30/08/2025

কু ঝিকঝিক ট্রেন চলেছে ট্রেন চলেছে,
ট্রেনের বাড়ি কই?
উপভোগ করুন বাংলাদেশের বিভিন্ন রূটে ছুটে চলার ট্রেনের ঝিকঝিক শব্দ।

31/05/2025

বৃষ্টি সে তো কখনো দুঃখের, কখনো সুখের।
যেন রহমত নিয়ে ঝরে পড়ুক।

30/05/2025

বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে। এর আয়তন ৬.৬৮ বর্গ কিলোমিটার।

27/04/2025

মেট্রোরেল, উত্তরা উত্তর, ঢাকা
#যান্ত্রিক_ঢাকা

বিরকুটশা জমিদার বাড়ি, বাগমারা, রাজশাহী।
25/04/2025

বিরকুটশা জমিদার বাড়ি, বাগমারা, রাজশাহী।

যথাসম্ভব বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল গাছ। নকলা, শেরপুর।
23/04/2025

যথাসম্ভব বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল গাছ।

নকলা, শেরপুর।

জীবন যুদ্ধে বয়স কোন বাধা মানে না।নাকুগাঁও ব্রিজ।
23/04/2025

জীবন যুদ্ধে বয়স কোন বাধা মানে না।

নাকুগাঁও ব্রিজ।

20/04/2025

বিজয়পুর সাদা পাহাড়।

পাহাড় উদারতার এক অনন্য উদাহরণ। আমিতো তোমার রূপ দেখেছি আপন নয়নে। পাহাড়ের সবুজ আজ যেন মলিন হয়ে আছে। রাগে, ক্ষোভে পাহাড় নিজ রুপকে বিবর্ণ করে রেখেছে। বৃষ্টি কি আজ ছোঁয় না তোমায়, তার আপন শীতল হাতে?

সাদা মাটির পাহাড়গুলো একটার পর একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। উঁচু, মাঝারি, ছোট সবগুলোর মাটিই একেবারে মিহি দানার ট্যালকম পাউডারের মতো। আবার অনেক পাহাড়ে বিভিন্ন রঙের সমারোহও দেখতে পাওয়া যায়। কোন কোন পাহাড়ের মাটি লাল, বেগুনি এমনকি গোলাপিও। বিভিন্ন রঙ থাকলেও সাদার পরিমাণটাই বেশি লক্ষ করা যায়। এটাই সেই সাদা মাটির পাহাড়।

ছোটবেলায় পরিবেশ পরিচিতি সমাজ বইয়ে পড়েছিলাম চিনামাটির পাহাড় বিজয়পুরের কথা। এই চিনামাটির পাহাড়টিই হল সাদা মাটির পাহাড়।

পাহাড়ি রাস্তায় চোখে পড়ল আদিবাসীদের যাতায়াত। নারী আর শিশুই বেশি। পিঠে ঝুড়ি নিয়ে তারা যাচ্ছে সীমান্তের বাজারে। পাহাড় চূড়ায় গড়ে ওঠা মিশনটির পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা পাহাড়ি নদী সোমেশ্বরী। পা বাড়ালেই ভারতের মেঘালয় রাজ্য। এখান থেকেই উপভোগ করা যায় পাহাড় আর মেঘের খেলা।
বিজয়পুরে ঢুকতেই সোমেশ্বরী নদীর পাড়। তার টলটলে পানি দেখে মন ভরে যাবে। এলাকাবাসীর কাছ থেকে জানা গেল এই নদীর বালু দিয়ে বেশ কার্যকর দালানকোঠা নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে নদীর বালুতে মিশে থাকে কয়লা। শুধু নদীর বালু নয় পাহাড় থেকে মাটি নিয়েও বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। এই মাটির উপরেই নির্ভর করে আছে বাংলাদেশের সিরামিক কোম্পানিগুলো।

অঞ্চলটির এক পাশে সরু ফালির মতো বয়ে যাচ্ছে খরস্রোতা নদীটি। খেয়া নৌকায় পার হচ্ছে অসংখ্য মানুষ। এই জায়গাটা নতুন যে কারও কাছেই অপূর্ব লাগবে। নদী-চর-গ্রাম নিয়ে যারা ‘অভিজ্ঞ’, তাদেরও ভালো লাগবে সোনালি-লাল বালু। ভারতের সীমান্তবর্তী বিজয়পুর এবং আরও কিছু এলাকায় আছে সাদামাটির পাহাড়।

যেভাবে যাবেন: বিরিশিরি যাওয়ার জন্য ঢাকার মহাখালীর টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে সরাসরি বাস পাবেন। রাতে থাকার জন্য ওয়াইএমসিএ, ওয়াইডব্লিউসিএ, সরকারি ডাকবাংলো কিংবা দুর্গাপুর বাজারে অল্প খরচে থাকার ও খাবারের মোটামুটি ভালো ব্যবস্থা রয়েছে। মনে রাখবেন, রিকশা, মোটরসাইকেল ও নৌকাই হচ্ছে ওখানে ঘুরে বেড়ানোর বাহন। সঙ্গে কিছু খাবার রাখা ভালো, কারণ, ওখানে যখন-তখন, যেখানে-সেখানে আপনি খাবারের দোকান পাবেন না।

কপি/পেস্ট

সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে, আমিও হারিয়ে যাই।
19/04/2025

সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে, আমিও হারিয়ে যাই।

19/02/2025

শুভ সকাল, একটি আরাম দায়ক যাত্রার প্রত্যাশী।

জি এস রাবার বাগান, ঝিনাইগাতী,শেরপুর।
17/02/2025

জি এস রাবার বাগান, ঝিনাইগাতী,শেরপুর।

সবুজে ঘেরা সড়ক,গৌড়দ্বার,নকলা,শেরপুর।
16/02/2025

সবুজে ঘেরা সড়ক,গৌড়দ্বার,নকলা,শেরপুর।

Address

Motijheel
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Al Amin Travel's Kite posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Amin Travel's Kite:

Share

Category