
20/05/2025
বৃষ্টি
বৃষ্টির মধ্যে একটা ক্ষমতা রয়েছে। পরিবেশ-পরিস্থিতি যেমনই হোক, একবার বৃষ্টি শুরু হলে সেই জগৎ থেকে আমাদের মন সড়িয়ে নিয়ে আসে বৃষ্টি। বৃষ্টির শুরুর পূর্বের শীতল হাওয়া আমাদের ভুলিয়ে কোলাহল।
বৃষ্টি শুরু হলে সেই কোলাহল থেকে মুক্তি মেলে। যখন সারাদিনই থেমে থেমে বৃষ্টি পরে তখন এই ক্লান্তি কোলাহল কোথাও যেন হারিয়ে যায়। শীতল আবহাওয়ায় শীতল বাতাস যখন গায়ে লাগে তখন মনে আসে চিন্তা। সেই চিন্তা হয় আমাদের কবি বানায় নাহয় বাড়িয়ে দেয় মনের বিরহ।