Newsッ

Newsッ Welcome to Copy News Channel ! Daily Update Copy News, Any Channel !

প্রতারণা-কাণ্ডে জামিন পেলেন নুসরাত জাহানবিনোদন ডেস্ক  ২১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ফ্ল্যাট প্রতারণা মামলায় শেষপর্যন্ত আলিপুর ...
21/01/2024

প্রতারণা-কাণ্ডে জামিন পেলেন নুসরাত জাহান
বিনোদন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯

ফ্ল্যাট প্রতারণা মামলায় শেষপর্যন্ত আলিপুর আদালতে হাজিরা দিলেন সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান। শনিবার (২০ জানুয়ারি) নিম্ন আদালতে হাজিরা দেন তিনি।

এর আগে আদালতে সশরীরে হাজিরা দিতে না চেয়ে আলিপুর জজ কোর্টে আবেদন করেছিলেন নুসরাত। তবে সেই আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতে হাজিরার নির্দেশ বহাল রাখেন বিচারক। এরপর অবশেষে আদালতে হাজির হয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী।

যদিও আগামী ২৪ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। তবে তার আগেই নিজের আইনজীবীকে নিয়ে আলিপুর আদালতে পৌঁছে যান নুসরাত।

আলিপুর আদালত সূত্রে ভারতীয় গণমাধ্যমের খবর, ফ্ল্যাট প্রতারণার মামলায় এ দিন ৪ হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন নিয়েছেন নুসরাত। ফলে আপাতত এই মামলায় স্বস্তি পেলেন তিনি।

রবিবার, ২১ জানুয়ারি ২০২৪, ৭ মাঘ ১৪৩১
সর্বশেষ জাতীয়রাজনীতিবাণিজ্যরাজধানীসারাদেশবিশ্ববিনোদনখেলাপ্রবাসতথ্যপ্রযুক্তিলাইফ স্টাইল
প্রচ্ছদ
বিনোদন
প্রতারণা-কাণ্ডে জামিন পেলেন নুসরাত জাহান
বিনোদন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯
facebook sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttonmessenger sharing button

নুসরাত জাহান । ছবি: ফেসবুক
ফ্ল্যাট প্রতারণা মামলায় শেষপর্যন্ত আলিপুর আদালতে হাজিরা দিলেন সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান। শনিবার (২০ জানুয়ারি) নিম্ন আদালতে হাজিরা দেন তিনি।

এর আগে আদালতে সশরীরে হাজিরা দিতে না চেয়ে আলিপুর জজ কোর্টে আবেদন করেছিলেন নুসরাত। তবে সেই আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতে হাজিরার নির্দেশ বহাল রাখেন বিচারক। এরপর অবশেষে আদালতে হাজির হয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী।

যদিও আগামী ২৪ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। তবে তার আগেই নিজের আইনজীবীকে নিয়ে আলিপুর আদালতে পৌঁছে যান নুসরাত।

আলিপুর আদালত সূত্রে ভারতীয় গণমাধ্যমের খবর, ফ্ল্যাট প্রতারণার মামলায় এ দিন ৪ হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন নিয়েছেন নুসরাত। ফলে আপাতত এই মামলায় স্বস্তি পেলেন তিনি।

নুসরাত জাহান । ছবি: ফেসবুকপ্রসঙ্গত, ২০১৪ সালে ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর ছিলেন নুসরাত। সেসময় ফ্ল্যাট দেওয়ার নাম করে অবসরপ্রাপ্ত ৪২৯ জন ব্যাংককর্মীর কাছ থেকে টাকা তোলে সেই প্রতিষ্ঠানটি

আন্তর্জাতিক ডেস্ক২১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৫স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ।মার্কিনিদের চাপ তোয়াক্কা করছেন না নেতানিয়...
21/01/2024

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৫

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ।

মার্কিনিদের চাপ তোয়াক্কা করছেন না নেতানিয়াহু !
ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্ব তাদের হাতেই থাকবে।
নেতানিয়াহু বলেছেন, তাদের এ পরিকল্পনার সঙ্গে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি পুরোটাই ‘পরিপন্থি।’

যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো বলছে, এই অঞ্চলের নিরাপত্তার জন্য আলাদা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। এক্ষেত্রে ইসরায়েলকে তারা চাপও দিচ্ছে। কিন্তু গতকাল শনিবার (২০ জানুয়ারি) নেতানিয়াহু তার বক্তব্যে এসব চাপকে ‘বৃদ্ধাঙ্গুল’ দেখিয়েছেন।
গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে কথা বলেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর এমন কথা স্পষ্ট করেছে— গাজায় যুদ্ধ পরবর্তী সরকার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের প্রকাশ্য বিরোধ আরও ঘনীভূত হয়েছে।
যুক্তরাষ্ট্র মনে করে ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা রাষ্ট্র গঠনের মাধ্যমেই এই অঞ্চলে স্থিতিশীলতা আনা সম্ভব। তবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ স্বীকার করে নিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ‘পুরো বিষয়টি সম্পূর্ণ ভিন্নভাবে দেখে।’

শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর বাইডেন বলেন, ‘দ্বি-রাষ্ট্র সমাধানের বিভিন্ন পদ্ধতি আছে। জাতিসংঘের অনেক দেশ আছে যাদের কোনো সামরিক বাহিনী নেই।’

তবে এরপর এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর বলে, ‘প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার নীতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হামাস পরাজিত হওয়ার পর গাজার নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে। যেন গাজা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি না হতে পারে। এ বিষয়টি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিপন্থি।’

পরবর্তীতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, জর্ডানের পশ্চিমাঞ্চলের অঞ্চলগুলোর নিরাপত্তার দায়িত্বও থাকবে ইসরায়েলের হাতে। এই অঞ্চলের সঙ্গেই ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরের অবস্থান।

সূত্র: বিবিসি


'এলএনজির দুটি ভাসমান টার্মিনালই অচল, দেশব্যাপী গ্যাসের তীব্র সংকট'এলএনজির দুটি ভাসমান টার্মিনালই অচল, দেশব্যাপী গ্যাসের ...
20/01/2024

'এলএনজির দুটি ভাসমান টার্মিনালই অচল, দেশব্যাপী গ্যাসের তীব্র সংকট'

এলএনজির দুটি ভাসমান টার্মিনালই অচল, দেশব্যাপী গ্যাসের তীব্র সংকট – বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।

বলা হয় আমদানীকৃত এলএনজি রিগ্যাসিফিকেশনের পর পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দেশে ভাসমান টার্মিনাল (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ) আছে দুটি। সংস্কারজনিত কারণে এর একটি থেকে সরবরাহ বন্ধ রয়েছে নভেম্বর থেকে। কারিগরি ত্রুটির কারণে গতকাল অন্যটি থেকেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

এতে আকস্মিকভাবেই জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যায়। আরো তীব্র আকার ধারণ করে দেশব্যাপী বিদ্যমান গ্যাস সংকট। বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রামে সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকরা।

চট্টগ্রাম গ্যাসশূন্য, ঘরে বাইরে দুর্ভোগ – সমকালের শিরোনাম। খবরে বলা হচ্ছে চট্টগ্রামের মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে আজ শুক্রবার সকাল থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার পেট্রোবাংলার পক্ষ থেকে পাঠানো ক্ষুদেবার্তায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধের তথ্য জানানো হয়েছে।

গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় শুক্রবার গোটা চট্টগ্রামের ঘরে ও বাইরে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আগে থেকে কোনো বিজ্ঞপ্তি প্রচার না করায় এ নিয়ে গ্রাহকদের কোনো প্রস্তুতি ছিল না। ফলে রান্না করতে না পেরে অনেকে দোকান থেকে শুকনো খাবার কিনে খেয়ে দিন পার করেন। অনেক জায়গায় হোটেলে দীর্ঘ সময় লাইনে থেকে লোকজনকে খাবার সংগ্রহ করতে দেখা গেছে। সিএনজি ফিলিং স্টেশনগুলো ঘিরে গাড়ির সারি এত বড় হয়, যেন দূর থেকে পিঁপড়ার সারি মনে হয়েছে। রাস্তায় সিএনজিচালিত গাড়ির সংকট থাকায় নগরীর মোড়ে মোড়ে শত শত মানুষকে কর্মস্থলে যেতে ও বাসায় ফিরতে অপেক্ষা করতে হয়।

গ্যাস সংকটে শুধু আবাসিক কিংবা বাণিজ্যিক নয়, বন্ধ হয়ে পড়ে নগরীর বিভিন্ন শিল্পকারখানা। এছাড়া দেশের অন্যান্য এলাকায় শীতের কারণে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে বলেও জানায় পেট্রোবাংলা।

রমজানের একমাস বাকি, নিত্যপণ্যের দাম কমছেই না উল্টো বাড়ছে – দৈনিক সংবাদের প্রধান শিরোনাম এটি।

বলা হচ্ছে হঠাৎ করে বৃদ্ধি পাওয়া চালের দাম একটুও কমেনি, এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। নতুন করে বাড়ছে গরুর মাংসের দাম। ডিমের দামও বাড়তি। এমনকি ভরা মৌসুমেও কমেনি সবজির দাম। চিনি, আটা, ডালসহ অন্যান্য নিত্যপণ্যও বাড়তি দামে বিক্রি হচ্ছে। দাম নিয়ে নানা ধরণের কথা হচ্ছে, খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকও হয়েছে। অভিযান চলছে। বারবার বলা হচ্ছে রমজানের আগেই নিত্যপণ্যের দাম কমার কথা। কিন্তু রমজানের একমাস বাকি থাকতে দাম তো কমছেই না উল্টো বাড়ছে।
BBC

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801404660949

Website

Alerts

Be the first to know and let us send you an email when Newsッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newsッ:

Share