Nahid

Nahid সাংবাদিক ও একজন সমাজকর্মী।

30/11/2025

মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটি MRU এর বার্ষিক শিক্ষা সফর কক্সবাজার | আয়োজনে মানিকগঞ্জ সংবাদপত্র মালিক কল্যাণ সমিতি আজকে আমাদের দ্বিতীয় দিন।

মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটি MRU এর বার্ষিক শিক্ষা সফর ২০২৫ রং ইং কক্সবাজার।
30/11/2025

মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটি MRU এর বার্ষিক শিক্ষা সফর ২০২৫ রং ইং কক্সবাজার।

30/11/2025

মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটি MRU এর বার্ষিক শিক্ষা সফর কক্সবাজার | আয়োজনে মানিকগঞ্জ সংবাদপত্র মালিক কল্যাণ সমিতি
আজকে আমাদের প্রথম দিন।

30/11/2025

ডিডিপি মাল্টিমিডিয়া কোম্পানির প্রিয় সম্পাদক স্যার, সাংবাদিকতায় আমার শিক্ষাগুরু।

27/11/2025

Cox's bazar...

দুনিয়াতে অতিরিক্ত ভালো আর অতিরিক্ত নরম হয়ে থাকা—এটা সত্যিই এক লস প্রজেক্ট।নরম মানুষকে সবাই সুযোগ খুঁজে পেয়ে বসে,তার ভেতর...
15/11/2025

দুনিয়াতে অতিরিক্ত ভালো আর অতিরিক্ত নরম হয়ে থাকা—
এটা সত্যিই এক লস প্রজেক্ট।
নরম মানুষকে সবাই সুযোগ খুঁজে পেয়ে বসে,
তার ভেতরকার শান্তিকে ভেঙে খায়।

যতদিন তুমি কারো বাজে ব্যবহারের বিপরীতে
মুখের ওপর স্পষ্ট জবাব দিতে শিখবে না—
ততদিন মানুষ তোমাকে
অপমানের জন্যই বেছে নেবে।

কেউ চড় মারার মতো কথা বললে,
সেই কথার উপযুক্ত জবাব ফিরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ।
“ভালো মানুষী” নামের pending জবাব
তোমার সম্মানকেই আঘাত করে।

আজকে তুমি চুপ থেকে গেলে,
কাল সে আরও বাজে কথা বলবে।
আর তখন নিজের মানসিক যন্ত্রণার দায়
তোমার নিজের মাথাতেই পড়বে।

তাই স্ট্রেইট–ফরোয়ার্ড হও,
স্পষ্টবাদী হও।
মানুষ বলবে তুমি রুড,
বলবে arrogant,
বলবে বেয়াদব—
বলুক।

কারণ মাঝে মাঝে
আত্মসম্মানকে রক্ষা করতে
এই ‘রুড’ হওয়াটাই প্রয়োজন।

এই পৃথিবীতে
অনেক কিছুর সঙ্গে আপোষ চলে—
কিন্তু নিজের আত্মসম্মানের সঙ্গে
কখনোই নয়।

11/11/2025

মানিকগঞ্জে সাংবাদিক ঐক্যের প্রশংসা করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত

09/11/2025

সারাদেশে সাংবাদিকদের মধ্যে পেশাগত প্রতিযোগিতা, মতবিরোধ এবং ব্যক্তিগত বিরোধ বাড়ছে।

08/11/2025

নিউজ ও ইনফরমেশন — পার্থক্য কোথায়?

আমরা প্রতিদিন অসংখ্য তথ্য দেখি, শুনি, পড়ি। কেউ কিছু বলে, কোথাও কিছু ঘটে— এ সবই আসলে “তথ্য”।
কিন্তু সব তথ্যই সংবাদ (News) নয়।
একটি তথ্য সংবাদে পরিণত হয় তখনই, যখন সেটি যাচাই করা হয়, প্রমাণ খুঁজে দেখা হয়, এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করে উপস্থাপন করা হয়।

“তথ্য” হতে পারে কারো বক্তব্য, গুজব, বা অনুমান। এটি কাঁচা উপাদান— এখনো যাচাই হয়নি।
অন্যদিকে, “সংবাদ” হলো সেই তথ্যের পরিশোধিত ও দায়িত্বশীল রূপ।
একজন সাংবাদিক যখন তথ্য সংগ্রহ করেন, উৎস যাচাই করেন, সময়, স্থান, ও প্রভাব বিশ্লেষণ করে তা লিখেন, তখনই সেটি হয় একটি বিশ্বাসযোগ্য নিউজ।

তথ্য কেবল জানায় “কি ঘটেছে”, কিন্তু সংবাদ ব্যাখ্যা করে “কেন ঘটেছে, কীভাবে ঘটেছে, এবং এর প্রভাব কী”। এই যাচাই ও বিশ্লেষণ প্রক্রিয়াটাই সাংবাদিকতার মূল শক্তি।

তাই সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশন নয়— এটি তথ্যকে সত্যে রূপ দেওয়ার শিল্প।
যেখানে প্রতিটি শব্দের পেছনে থাকে দায়বদ্ধতা, প্রতিটি সূত্রের পেছনে থাকে বিশ্বাসযোগ্যতার পরীক্ষা।

সংক্ষেপে বলা যায়:
তথ্য (Information) হলো কাঁচা উপাদান,
আর সংবাদ (News) হলো যাচাই, বিশ্লেষণ ও প্রমাণের পর তৈরি সত্যের প্রতিবেদন।

08/11/2025

অপমান জিনিসটা, পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে, কিন্তু পচে না!

08/11/2025

সংবাদ পাঠের সময় টেলড্রপ-
শব্দের শেষাংশের অস্পষ্টতা,
যা সংবাদকে কম স্পষ্ট ও প্রভাবহীন করে তোলে।

08/11/2025

আমি
দুঃখগুলো
টাকার মতো
গুনে দেখতে চাই

Address

Patgram

Alerts

Be the first to know and let us send you an email when Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share