Jubear The Sailor

Jubear The Sailor -যেখানে সমুদ্র সেখানেই আমরা -
🌊 We - are one with the - sea⚓

28/09/2025
- রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্ত...
07/09/2025

- রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

📚(সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

প্রকৃতার্থে "মার্চ ফর গা'জা" এটাকেই বলে।আজ বার্সেলোনা বন্দর থেকে “অটলতার নৌবহর” যাত্রা শুরু করেছে, যেখানে প্রায় ৭০টি জা...
03/09/2025

প্রকৃতার্থে "মার্চ ফর গা'জা" এটাকেই বলে।

আজ বার্সেলোনা বন্দর থেকে “অটলতার নৌবহর” যাত্রা শুরু করেছে, যেখানে প্রায় ৭০টি জাহাজ ও নৌকা অংশ নিয়েছে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী ও সংহতি প্রকাশকারীরা যুক্ত হয়েছেন। এ আন্তর্জাতিক উদ্যোগের লক্ষ্য হলো গা. জা উপত্যকায় আরোপিত অবরোধ ভাঙা।

নৌবহরটি গা. জার সাধারণ নাগরিকদের প্রতি সংহতির বার্তা বহন করছে, পাশাপাশি সেখানে চলমান মানবিক দুর্দশার প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করছে। আশা করা হচ্ছে, নৌবহরটি ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পৌঁছাবে।

“উন্নয়নে তত্ত্ব ও বাস্তবের সমন্বয় জরুরি: BUET ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একে অপরের পরিপূরক”বাংলাদেশের দ্রুত শিল্পোন্নয়ন ও অবক...
27/08/2025

“উন্নয়নে তত্ত্ব ও বাস্তবের সমন্বয় জরুরি: BUET ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একে অপরের পরিপূরক”

বাংলাদেশের দ্রুত শিল্পোন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে প্রকৌশল খাত। এখানে যেমন প্রয়োজন হয় তাত্ত্বিক পরিকল্পনা ও গবেষণার, তেমনি অপরিহার্য মাঠপর্যায়ে বাস্তবায়নের দক্ষতা। বিশেষজ্ঞদের মতে, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে BUET গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বিত প্রচেষ্টা ছাড়া বিকল্প নেই।

---

তত্ত্বের কারিগর BUET

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) দীর্ঘদিন ধরে দেশের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। এখানে শিক্ষার্থীরা আধুনিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং জটিল প্রকৌশল কাঠামোর নকশা তৈরি করে।
একজন BUET ইঞ্জিনিয়ার ডিজাইন করেন—

সেতু, ফ্লাইওভার ও হাইওয়ে

বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানা

আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো প্রকল্প

---

বাস্তবায়নের হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

ডিজাইন তৈরি হলেও তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যেত, যদি মাঠ পর্যায়ে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা না থাকত। তারা হাতে-কলমে কাজের মাধ্যমে সেই তত্ত্বকে বাস্তবে রূপ দেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করেন—

নির্মাণ সাইটে সুপারভিশন

মেশিন স্থাপন ও রক্ষণাবেক্ষণ

পাওয়ার প্ল্যান্ট ও ফ্যাক্টরি পরিচালনা

অবকাঠামো প্রকল্পের দৈনন্দিন কার্যক্রমে

---

তত্ত্ব ও বাস্তবের পারস্পরিক নির্ভরশীলতা

বিশেষজ্ঞদের মতে—
“তত্ত্ব ছাড়া প্র্যাকটিক্যাল অচল, আর প্র্যাকটিক্যাল ছাড়া তত্ত্ব নিছক ধারণা মাত্র।”
অর্থাৎ উন্নয়নযাত্রায় একপক্ষ অপর পক্ষ ছাড়া এগোতে পারে না। BUET সরবরাহ করছে ব্রেইন (Brain), আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিচ্ছেন হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স (Hands-on Experience)।

---

ভুল ধারণা ভাঙতে হবে

এখনও অনেকেই মনে করেন শুধুমাত্র BUET মানেই প্রকৌশল খাতের সাফল্য। কিন্তু বাস্তবতা হলো—
👉 BUET তৈরি করে তাত্ত্বিক মেধা।
👉 ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মাঠে গিয়ে সেই মেধাকে কাজে লাগান।
👉 দুই শ্রেণি একে অপরের প্রতিযোগী নয়, বরং পরিপূরক।

---

উন্নয়নের আসল ছবি

বাংলাদেশের বিদ্যুৎ খাত, গ্যাস ও তেলশিল্প, টেলিকমিউনিকেশন, সড়ক ও সেতু নির্মাণ, জাহাজ ও শিল্পকারখানা—সবখানেই BUET ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যৌথ অবদান রয়েছে।

একজন পরিকল্পনা করেন, আরেকজন তা বাস্তবায়ন করেন।
এই সমন্বয়েই গড়ে উঠছে টেকসই উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ।

---

👉 বার্তা স্পষ্ট:
ডিপ্লোমাকে হেয় করা মানে দেশের বাস্তব উন্নয়নকে ছোট করা। BUET এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার—দুটো একসঙ্গে কাজ করলেই সম্ভব হবে প্রকৃত সমৃদ্ধি।

মমতা ব্যানার্জি 🫡
27/08/2025

মমতা ব্যানার্জি 🫡

30/07/2025

আলহামদুলিল্লাহ্ ফারাবী৷

25/07/2025
05/06/2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাসিক বেতন হল ৩৩,৩৩৩ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৪০ লাখের মতো।

সজীব জানোয়ার জয়.. আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তিনি!
বাংলাদেশ থেকে মাসিক বেতন নিতেন ১কোটি ৬০লক্ষ টাকা।
২০১৪ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুলাই এ পর্যন্ত দায়িত্বে ছিলেন।

অর্থাৎ ১১৬ মাস তিনি দায়িত্বে ছিলেন । সে অনুসারে তিনি এদেশ থেকে বেতন নিয়েছে ১৮৫ কোটি ৬০ লক্ষ টাকা।

তাঁর মা গত ১৬ বছরে এ দেশের টাকা পাচার করেছেন ১১লক্ষ কোটি টাকা। যা দিয়ে ২বার বাজেট পাস করা যেত ।।
আপনার বিবেকে যদি কুত্তায় পস্রাব না করে থাকে তাহলে এদেশে আর কোনদিনই আওয়ামী শাসন আমল ফিরে চাইবেন না?
#মাননীয়
#ফেরাউনের_বংশধর

05/04/2025

Power of youth✊

29/03/2025
13/03/2025

Address

Dhaka
1218

Telephone

+8801720966671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jubear The Sailor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jubear The Sailor:

Share