পিপলস পাবলিকেশন্স

পিপলস পাবলিকেশন্স People's Publications

বহু বছর পর কলেজ রি-ইউনিয়নে একত্র হয়েছে ছয় বন্ধু। আনন্দের বিষয়, তা-ই না? কিন্তু না, অমীমাংসিত এক পুরানো খুনের রহস্য হতে দ...
04/05/2023

বহু বছর পর কলেজ রি-ইউনিয়নে একত্র হয়েছে ছয় বন্ধু। আনন্দের বিষয়, তা-ই না? কিন্তু না, অমীমাংসিত এক পুরানো খুনের রহস্য হতে দিল না সেটা। দীর্ঘ দশটি বছর ধরে অন্ধকার কোন অতীত লুকিয়ে রেখেছে ওরা একে অপরের কাছ থেকে?

গ্র্যাজুয়েশনের এক দশক পর জেসিকা মিলার যখন ফিরে এল দক্ষিণের অভিজাত ডুকেট ইউনিভার্সিটিতে, ফিসফাস শুরু হলো ওকে নিয়ে। ক্যাম্পাস ছাড়ার সময় যে-মেয়েটিকে দেখেছিল ওরা, আমূল বদলে গেছে সেই জেসিকা। পরিণত হয়েছে সুন্দরী, আত্মবিশ্বাসী, ড্যাম-কেয়ার ধরনের এক চরিত্রে। দশ বছর আগে হিদারের মৃত্যুটা চুরমার করে দিয়েছিল ওর সব কিছু। ভেঙে গিয়েছিল ছয় দোস্তের সঙ্গে নবীণ বরণের সময় থেকে গড়ে ওঠা মজবুত বন্ধুত্বের সম্পর্কও। জেসিকা মিলারের আজন্মলালিত স্বপ্নসৌধ আর ভালোবাসার মঞ্জিলও তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সেসময়।

কিন্তু সবাই-ই কি ওদের মতো ডুকেট ছেড়ে চলে গিয়েছিল দশ বছর আগে? না, পাঠক! হিদারের মৃত্যুরহস্যের কিনারা করার জন্য উঠেপড়ে লেগেছে একজন। আসল অপরাধীকে শাস্তি দিতে মরিয়া সে। গেট টুগেদারে এসে এক পর্যায়ে বাধ্য হলো ছয়জন সেই কালরাত্রির স্বীকারোক্তি দিতে—কেন তারা মুখ বন্ধ রেখেছিল এতগুলো বছর ধরে!

গা শিউরে ওঠার মতো টান টান উত্তেজনাময় উপন্যাস।

30/04/2023

বই পড়ার জন্য দিনের কোন সময় আপনার সবচেয়ে প্রিয়?

23/04/2023

আজ বিশ্ব বই দিবস।

আপনার প্রিয় বই কোনটি?

'দ্য ফ্যান্টম অব দি অপেরা' সর্বপ্রথম ১৯০৯ সালে ফরাসি ভাষায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সুইডিশ তরুণী ক্রিস্টিন দা'কে ঘিরে ...
17/04/2023

'দ্য ফ্যান্টম অব দি অপেরা' সর্বপ্রথম ১৯০৯ সালে ফরাসি ভাষায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সুইডিশ তরুণী ক্রিস্টিন দা'কে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনা ফুটে উঠেছে এ গল্পে।

ক্রিস্টিনের বাবা ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। তিনি মারা যাবার পর প্যারিস অপেরা হাউজেই বেড়ে ওঠে মেয়েটা। কিছুদিন অপেরা হাউজে থাকার পর হঠাৎ করেই সে একটা গলার আওয়াজ শুনতে শুরু করে। গলার স্বরটা তাকে আন্তরিকভাবে গান গাইতে শেখায়।

ঠিকঠাকই চলছিলো সবকিছু। হঠাৎ একদিন ক্রিস্টিনের ছোটোবেলার বন্ধু রাউল এলো অপেরায়। রাউলের বাবা-মা অপেরা হাউজ দেখাশোনা করেন। মঞ্চে ক্রিস্টিনকে অসম্ভব সুন্দরভাবে গান গাইতে দেখে সে। কিন্তু অপেরা হাউজের বিকৃত, খুনি প্রেতাত্মা- ভয়াবহ পৈশাচিক ঈর্ষায় হিংস্র হয়ে ওঠে। এরপর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলো ক্রিস্টিন। প্রেতাত্মার নির্মম ভালোবাসা ভয়ানক বিপর্যয় নিয়ে এলো অপেরা হাউজে।

গাস্তোঁ লিরুখের অসামান্য এ কাজ স্মরণীয় হয়ে রয়েছে- কার্লোটার মত নষ্টা গায়িকা থেকে শুরু করে এরিকের অতীত থেকে ভেসে আসা রহস্যময় পার্সিয়ান চরিত্রের মধ্য দিয়ে। গথিক হরর সাহিত্যের এক উল্লেখযোগ্য অংশ হিসাবে রয়ে যাবে এ গল্প, যুগের পর যুগ।

11/04/2023

আপনার সংগ্রহে থাকা সবচেয়ে পুরাতন বই কোনটা?
কত সালের?

09/04/2023

আপনার কোন ফ্রেন্ড বই ধার নিয়ে আর ফেরত দেয়নি?

🤣🤣🤣
08/04/2023

🤣🤣🤣

ভিক্টোরিয়ান যুগের লন্ডনে এলো সাদাসিধে যুবক ডোরিয়ান।লর্ড হেনরি ওটনের মাধ্যমে লন্ডনের নতুন পরিবেশের সাথে পরিচয় ঘটলো তার। ড...
06/04/2023

ভিক্টোরিয়ান যুগের লন্ডনে এলো সাদাসিধে যুবক ডোরিয়ান।
লর্ড হেনরি ওটনের মাধ্যমে লন্ডনের নতুন পরিবেশের সাথে পরিচয় ঘটলো তার। ডোরিয়ানের বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হেনরির বন্ধু চিত্রকর বেসিল হলওয়ার্ড তার একটি প্রতিকৃতি আঁকলেন।
ছবিটি দেখার পর কেমন যেন ঘোরের মধ্যে পড়ে গেলো ডোরিয়ান! যেভাবেই হোক, আজীবন ওই ছবির মতোই থাকতে চায় সে, এজন্য কোনোকিছুই ত্যাগ করতেও পিছপা হবে না...
এমনকি নিজের আত্মাও!

Address

৩৮/৪, বাংলাবাজার
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when পিপলস পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category