
04/05/2023
বহু বছর পর কলেজ রি-ইউনিয়নে একত্র হয়েছে ছয় বন্ধু। আনন্দের বিষয়, তা-ই না? কিন্তু না, অমীমাংসিত এক পুরানো খুনের রহস্য হতে দিল না সেটা। দীর্ঘ দশটি বছর ধরে অন্ধকার কোন অতীত লুকিয়ে রেখেছে ওরা একে অপরের কাছ থেকে?
গ্র্যাজুয়েশনের এক দশক পর জেসিকা মিলার যখন ফিরে এল দক্ষিণের অভিজাত ডুকেট ইউনিভার্সিটিতে, ফিসফাস শুরু হলো ওকে নিয়ে। ক্যাম্পাস ছাড়ার সময় যে-মেয়েটিকে দেখেছিল ওরা, আমূল বদলে গেছে সেই জেসিকা। পরিণত হয়েছে সুন্দরী, আত্মবিশ্বাসী, ড্যাম-কেয়ার ধরনের এক চরিত্রে। দশ বছর আগে হিদারের মৃত্যুটা চুরমার করে দিয়েছিল ওর সব কিছু। ভেঙে গিয়েছিল ছয় দোস্তের সঙ্গে নবীণ বরণের সময় থেকে গড়ে ওঠা মজবুত বন্ধুত্বের সম্পর্কও। জেসিকা মিলারের আজন্মলালিত স্বপ্নসৌধ আর ভালোবাসার মঞ্জিলও তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সেসময়।
কিন্তু সবাই-ই কি ওদের মতো ডুকেট ছেড়ে চলে গিয়েছিল দশ বছর আগে? না, পাঠক! হিদারের মৃত্যুরহস্যের কিনারা করার জন্য উঠেপড়ে লেগেছে একজন। আসল অপরাধীকে শাস্তি দিতে মরিয়া সে। গেট টুগেদারে এসে এক পর্যায়ে বাধ্য হলো ছয়জন সেই কালরাত্রির স্বীকারোক্তি দিতে—কেন তারা মুখ বন্ধ রেখেছিল এতগুলো বছর ধরে!
গা শিউরে ওঠার মতো টান টান উত্তেজনাময় উপন্যাস।