Tikly Toma

Tikly Toma personal blog

14/10/2025

নিঃসন্দেহে যারা বাংলায় টাইপিং করে তারা অনেক ক্লাসিক এবং ম্যাচিওর হয়। আমি এটাকে স্মার্টনেস মনে করি।🤍

10/10/2025

আভিজাত্য, শিক্ষ‍া, background এগুলো show করার দরকার পরে না, এগুলো এমনিই বোঝা যায়! এগুলোর আলাদা একটা essence আছে, সৌন্দর্য আছে, value আছে।

10/10/2025

আমার ব্যাটা কি উরফি জাবেদ কে ফলো করে নাকি কে জানে।

বিশ্বাস করেন তার এই আলখাল্লায় আমার কোন হাত নাই।তিনি নিজেই এই ড্রেসের ডিজাইনার।
10/10/2025

বিশ্বাস করেন
তার এই আলখাল্লায় আমার কোন হাত নাই।
তিনি নিজেই এই ড্রেসের ডিজাইনার।

09/10/2025

আপনি ক্লান্ত বলে থেমে যাবেন, তখনই থামবেন যখন আপনার যাত্রা শেষ হয়েছে।

08/10/2025

কম খরচে বেশি পুষ্টিকর খাবারের রেসিপি।

08/10/2025

মাত্র ১০ টাকায় অসাধারণ চিকিৎসা সেবা পাওয়া যায় ঢাকার এই হাসপাতালগুলোতে । নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর দেওয়া হলো, যেখানে মাত্র ১০ টাকার টিকিটে চিকিৎসা সেবা পাওয়া যায় ।

১. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানা: কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬
ফোন: +880-2-55062350
ওয়েবসাইট: http://kurmitolahospital.gov.bd

২. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন: 02-58151368, 02-48120079
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: https://www.nins.gov.bd

৩. ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি (নাক-কান-গলা) অ্যান্ড হসপিটাল
ঠিকানা: লাভ রোড, বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২০৮
ফোন: 02-8878155
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: https://nient.gov.bd

৪. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (DMCH)
ঠিকানা: বকশিবাজার, ঢাকা-১২০৩
ফোন: 02-9668690
ওয়েবসাইট: https://www.dmc.gov.bd

৫. মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা: মুগদা, ঢাকা-১২১৪
ফোন: 02-7215400
ওয়েবসাইট: https://mmch.gov.bd

৬. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
ফোন: 02-9122560
ওয়েবসাইট: https://shsmc.gov.bd

৭. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন: 02-9137292
ওয়েবসাইট: https://www.nhf.gov.bd

৮. জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা: মহাখালী, ঢাকা-১২১২
ফোন: 02-9893491
ওয়েবসাইট: https://www.nicrh.gov.bd
এই হাসপাতালগুলোতে সকাল বেলা বহির্বিভাগে (OPD) মাত্র ১০ টাকায় টিকিট কেটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যায় । ওষুধও অনেক সময় বিনামূল্যে সরবরাহ করা হয় ।

৯. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ
ফোন নম্বর:
০২-৫৮১৫১৩৬৮
০২-৪৮১২০০৭৯
০২-৪৮১১৮৮০৮
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: https://www.nins.gov.bd

১০. ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি (নাক-কান-গলা) অ্যান্ড হসপিটাল
ঠিকানা: লাভ রোড, বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২০৮, বাংলাদেশ
ফোন নম্বর: ০২-৮৮৭৮১৫৫
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: https://nient.gov.bd

জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন

08/10/2025

দেখবেন অনেকে নিজেকে বিশাল কিছু ভেবে মানুষকে ইগনোর করে স্মার্টনেস দেখাতে চায়। খোঁজ নিলে দেখা যাবে এদের অনেকেরই ঘরে শোয়ার জায়গা নেই।

07/10/2025

দেশে আমজনতা বলতে আর কেউ নাই। সবাই কেক বিক্রেতা, সবাই কাপল ব্লগার, সবাই টিক'ট'কার আর বাদ বাকিরা 10 seconds back to back. 🙂

তুমি এত সুন্দরীকিন্তু পায়ের তলায় থাকো কেন?তোমার ভাষায় আমি তো সেরা অসুন্দরী তবুও কিন্তু আমার স্বামীর মাথার তাজ।আফসোস হায় ...
07/10/2025

তুমি এত সুন্দরী
কিন্তু পায়ের তলায় থাকো কেন?
তোমার ভাষায় আমি তো সেরা অসুন্দরী তবুও কিন্তু আমার স্বামীর মাথার তাজ।

আফসোস হায় সুন্দরী 🤪🤪

07/10/2025

সেই সকল সচেতন মা বাবাকে দেখতে চাই, যারা ফার্মেসিওয়ালার পরামর্শে বাচ্চাকে ঔষধ খাওয়ান না।

06/10/2025

২,০০,৭২৬ টাকা স্বর্ণের ভরি আজকে!😓 অবশেষে হয়েই গেলো….. 💔

Address

House-31, Road-S5, Block-L, Eastern Housing, Mirpur-11. 5, Dhaka-1216
Dhaka
02

Telephone

+8801822592639

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tikly Toma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tikly Toma:

Share