27/03/2024
-চিনু মিয়ার চটি-
চিনু মিয়া ইদানিং বোধকরি গাঁজা খাওয়ার পরিমান বাড়িয়ে দিয়েছে। কি সব আবোল তাবল প্রশ্ন নিয়ে সামেনে আসে তার উত্তর দেয়া আমার জন্য কস্টসাধ্য। কিন্তু পীরের নাতী হিসেবে যেহেতু সে আমায় খুব মান্য করে উত্তর তো দিতেই হবে। তার দৃষ্টিতে আমি তার পীর। আর সে আমার একমাত্র মুরিদ।
বাড়ির সামনের কাচারি ঘরে বসে বসন্তের হাওয়া খাচ্ছিলাম। রোজার মাসে দিনের বেলায় খাবার হিসেবে এই বাতাস, বস আর বউয়ের ঝাড়ি খেলে রোজা ভাঙ্গে না। চিনু মিয়া কিঞ্চিত টলতে টলতে যখন সামনে এস সালাম দিলো, বুঝলাম এই বান্দা দিয়ে আর যাই হোক ধর্ম কর্ম হবে না। সালামের উত্তর দিয়ে হাতের ইসারায় বসতে বললাম। ইদানিং চিনু মিয়া সামনে আসলেই নিজের বেতর কেমন একটা আসল পীরের ভাব আসে।
চারিদিক খোলা টিনের কাচাবী ঘরে একটাই খাট পাতা গরমের দিনে একটু প্রশান্তির জন্য। দুপুর গড়িয়ে গিয়েছে। আমি বগলের নিচে বালিস দিয়ে কাত হয়ে একটু পীর কায়দায় শুয়ে আছি। সামনে চিনু মিয়া বসা। একটু রাগতঃ সরে বললাম,
-কিরে রোজা রাখিস না আবার খেযে দেয়ে সামনে দিয়ে ঘুরিস, এইটা তো রোজার মাসে বেয়াদবি।
মাথা চুলকানো দেখে বুঝলাম আমার খবর আছে। চিনু প্রশ্ন করবে।
-মাথা চুলকাইতেছো কেন মিয়া। কইয়া ফালাও।
-না মানে ছোট হুজুরের কাছে কিছু জানার ছিলো।
-বলে ফেলো।
-হুজুর, বর্তমানে তো বোজার মাস চলো। আমি নাহয় পাগল ছাগল মানুষ। ধম্ম-কম্ম করি না। যারা ধম্ম পালন করে তারা কেন এমন?
আমার শরীরের রক্ত প্রবাহ বাড়ছে। ও নিশ্চই ধর্ম নিয়ে প্রশ্ন তুলবে। কি বলতে কি বলি আর কে কি বোঝা, শেষে না কল্লাটা হারােই। আমি তাকে জিজ্ঞেস করলাম,
-কেমন? (গলাটা মনেহয় একটু কাপলো। ইদানিং এই বিষয়ে কথা বলতে ভয় লাগে)
-এই ধরেন রমজান মাস সংযোমের মাস। মানে আপনি রোজা রাখবেন আপনার সোয়াবের আশায়, জান্নাতের আশায়। করেন, ভালোকথা।কিন্তু আপনি আমারে নিয়া টানাটানি কেন করতেছেন?
-তোরে টানলাম কই?
-এই যে ধরেন আপনি রোজা রাখবেন, আপনার সামনে খাওয়া যাবে না। আপনার কাজের টাইম কমায় দিতে হবে, আপনার জন্য আমার উৎসব বাদ দিতে হবে, আপনার সকল কষ্ট অর্ধেক করে দিতেহবে, আর আপনি কি করবেন? সামান্য কয়েক ঘন্টা না খেয়ে এমন ভাব করবেন যে ইফতার থেকে সেহরী পর্যন্ত এক দিনে এক সপ্তাহের খাবার খেয়ে সংযোম করবেন। এতে কি আল্লাহ সোয়াব আপনারে দিবে নাকি আপনার জন্য অন্য যারা কষ্ট করলো তাদের দেবে?
এই এ্যঙ্গেল থেকে প্রশ্ন আসবে ভাবিনি। কিছুটা ইতস্তত করে বললাম,
তউ এখন যা। আমি একটু ঘুমানোর চেষ্টা করি। দেখি নানাজান খোয়াবে এসে কোন উত্তর দেন কি না ।
চলবে.......
পলাশ আহমেদ