Nurnabi Islam

Nurnabi Islam কঠোর পরিশ্রম করুন সফলতা আসবেই
🚀 শিখুন একদম সহজ ভাষায় — বাংলায়!
🎁 Telegram Group:
👉 https://t.me/+UdAi1EvYQDo2ODk1
(1)

💼 “বেতন হচ্ছে একটা নেশা, যা দেওয়া হয় তোমার স্বপ্ন ভুলে থাকার জন্য।” — ওয়ারেন বাফেটএই কথাটার গভীরতা অনেক বেশি।আমরা প্রায়ই...
05/11/2025

💼 “বেতন হচ্ছে একটা নেশা, যা দেওয়া হয় তোমার স্বপ্ন ভুলে থাকার জন্য।” — ওয়ারেন বাফেট
এই কথাটার গভীরতা অনেক বেশি।
আমরা প্রায়ই দেখি — মানুষ তাদের প্রতিভা, আবেগ, আর স্বপ্নগুলোকে আটকে রাখে একটা মাসের শেষের স্যালারির মধ্যে।
ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয়, আর তারপর নেশায়।
বেতন দরকার, স্থিতি দরকার — কিন্তু যখন সেটাই তোমার একমাত্র প্রেরণা হয়ে যায়,
তখন তুমি ধীরে ধীরে হারিয়ে ফেলো সেই মানুষটাকে,
যে একসময় বড় কিছু করার সাহস রাখত।
💭 ওয়ারেন বাফেট শিখিয়েছেন — টাকাকে ভয় পেও না, কিন্তু টাকাকে ঈশ্বর বানিও না।
বেতনকে গন্তব্য ভাবলে তুমি সেখানে আটকে যাবে,
কিন্তু যদি একে শুধু একটা ধাপ ভাবো,
তাহলে তুমি তৈরি করবে এমন একটা জীবন, যেখানে কাজ আর ভালোবাসা এক হয়ে যায়।
🔥 জীবনের সত্যিটা সহজ:
বেতন তোমাকে বাঁচায়,
কিন্তু স্বপ্ন তোমাকে জীবিত রাখে।

এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন.. তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন । একদিন কৃষকের স্ত্রী মাখন ...
02/11/2025

এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন.. তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন । একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে । কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন । মাখন গুলো গোল-গোল রোল আকৃতিতে রাখা ছিল । যার প্রত্যেকটির ওজন ছিল ১ কেজি করে । শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখন গুলো দিয়ে পরিবর্তে লবন, তেল, চিনি, মসলা ও তার সংসারের প্রয়জনীয় সদাই নিয়ে আসতেন ।
একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানো রোল গুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন ওজন ঠিক আছে কিনা? একবার পরীক্ষা করে দেখা যাক, মাখনের রোল গুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে আছে ১০০০ গ্রাম নয়, প্রতিটা আছে ৯০০ গ্রাম করে । পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন.. দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন.. ‘বেরিয়ে যাও আমার দোকান থেকে.. এবার থেকে কোন বেঈমান চিটিংবাজের সাথে ব্যাবসা করব না । আমার দোকানে আর কোনদিন পা রাখবে না.. ৯০০ গ্রাম মাখন ১ কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাইনা ।
কৃষক বিনম্র ভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন- দাদা! দয়া করে রাগ করবেন না.. আসলে আমি একজন খুবই গরিব মানুষ, দাড়িপাল্লা বা বাটখারা কেনার মতো পয়সা আমার নেই । তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লার একপাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম।
এই গল্পের শিক্ষণীয় বিষয় হলোঃ
অন্যায়ের প্রতিফলন অবশ্যম্ভাবী। অসততা শেষ পর্যন্ত নিজের দিকেই ফিরে আসে।
গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ন্যায্যতা ও দায়িত্বশীলতা ছাড়া ব্যবসা বা সম্পর্ক টিকতে পারে না। অন্যকে ঠকানোর চেষ্টা নিজের জন্যই বিপদ ডেকে আনে।
সংগৃহীত

কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না? অকারণে সময় নষ্ট হচ্ছে? তাহলে আজ থেকেই 5 সেকেন্ড রুল অনুসরণ করুন।5 সেকেন্ড রুল কি?কোনো ক...
01/11/2025

কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না? অকারণে সময় নষ্ট হচ্ছে? তাহলে আজ থেকেই 5 সেকেন্ড রুল অনুসরণ করুন।
5 সেকেন্ড রুল কি?
কোনো কাজ শুরু করার আগে সিদ্ধান্ত নেয়ার জন্য আপনার কাছে মাত্র ৫ সেকেন্ড সময় থাকে! বাস্তবে আমাদের ব্রেন খুব কমফোর্টেবল জোনে থাকতে চায়। আমরা যাতে রিলাক্সে থাকি, আনন্দ ফুর্তি করি, তার জন্য ব্রেন আমাদের সারাক্ষণ প্ররোচিত করে। আমরা যখন বিশ্রাম করি, কিংবা যখনই মজার খাবার খাই বা ফানি ভিডিও দেখি, তখন ব্রেনে ডুপামিন নামক কেমিক্যাল রিলিজ হয়। ফলে আমাদের মধ্যে একটা আরামদায়ক অনুভূতি তৈরি হয়।
এই অবস্থা থেকে বের হবার জন্য আপনার কিছুটা এক্টিভ এনার্জির প্রয়োজন হয়, যেটা আপনাকে তখনই কাজ শুরু করতে বাধ্য করবে। কিন্তু আপনার ব্রেন চায় না আপনি ওই এনার্জিটা খরচ করেন। তাই, কাজটি না করার জন্য ব্রেন অসংখ্য অজুহাত তৈরি করে, কাজ করার সময় কি কি সমস্যা হতে পারে তা বড় করে দেখায়। তত্ত্বটি দিয়েছেন মার্কিন লেখক মেল রবিনস।
ব্রেনের এই অজুহাত বন্ধ করার জন্য ৫ সেকেন্ডের জন্য সচেতন হয়ে যান। নিজেকে বলুন, "ইয়েস, এক্ষুণি এই মুহূর্তে আমি এটা করবো।" কোনো কাজ যদি ৫ সেকেন্ডের মধ্যে শুরু না করেন, তাহলে আপনার ব্রেন আপনার সাথে ট্রিকস্ খেলতে শুরু করবে। আপনার মনে হবে, ঠিক আছে, আর দশ মিনিট যাক, সময় তো আর চলে যাচ্ছে না! এতে দেখা যায় আপনি দশ মিনিটের বদলে এক ঘন্টা সময় পার করে দিয়েছেন, কিন্তু কাজ শুরু করতে পারেননি। ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন, আজ থেকে প্রতিদিন ১ ঘন্টা করে হাঁটবেন। ভোরে যখন আপনার ঘুম ভাঙল আপনি ভাবলেন, একটু পরেই না হয় বের হই, সকালে না হেঁটে বিকেলে হাঁটলেও তো অসুবিধা নেই! আমি নিশ্চিত থাকুন, বিকেলেও আপনার ব্রেন কোনো না কোনো অজুহাত তৈরি করবেই। এর থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে ঘুম ভেঙে যাওয়ার ৫ সেকেন্ডের মধ্যে হাঁটতে বেরিয়ে যাওয়া।
সারাদিনে আপনার সামনে এরকম অনেক পরিস্থিতি তৈরি হয়, যেখানে এক্টিভ এনার্জি প্রয়োগ করার প্রয়োজন পড়ে। সেজন্য কোনো কাজ করতে সিদ্ধান্ত নেবার ৫ সেকেন্ডের মধ্যে কাজটি শুরু করে দিন। যদি আপনি এটা বার বার করতে থাকেন, তখন এটা আপনার অভ্যাসে পরিণত হবে। ভুলবেন না, আপনার সাফল্য অর্জনের পথে অলসতাই হচ্ছে সবচেয়ে বড় বাধা।

*"অস্থির এক জেনারেশনের সাথে আছি আমরা। বিলিভ ইট অর নট, এই জেনারেশনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আদর্শিক কোনো এমবিশান নেই,...
31/10/2025

*"অস্থির এক জেনারেশনের সাথে আছি আমরা। বিলিভ ইট অর নট, এই জেনারেশনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আদর্শিক কোনো এমবিশান নেই, পবিত্র কোনো মিশন নেই।*"......
*"এরা রোদে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন।*"..
*"এরা গান শোনে না, সিনেমা দেখে না, খেলাধুলাতেও এদের অনীহা। এরা এক্সারসাইজ করে না, সকালে ব্রেকফাস্টও করে না।*"....
*"এরা সিনিয়রদের সম্মান করে না — না দেখার ভান করে পাশ কাটিয়ে হেঁটে চলে যায়, গায়ে ধাক্কা দিয়ে বা পায়ে পাড়া দিয়ে দাঁত কেলিয়ে হাসে। সরি বলার টেণ্ডেন্সিও এদের মধ্যে নেই। গুরুজনদের সাথে অনর্থক তর্ক জুড়ে দিতে এদের জুড়ি মেলা ভার।*".....
*"এদের মাঝে না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, ড্যাম কেয়ার অ্যাটিটিউডে আপনি পদে পদে বিব্রত হবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, অপর পক্ষের নাজেহাল হওয়ার সম্ভাবনা একশোতে একশো।*".....
*"আপনি পাবলিক বাসে চড়ছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটাই বেশি প্রতিযোগিতা করছে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুণ হয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আপনার তেমন কিছু করার থাকে না।*"......
*"বলছিলাম বর্তমান জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ কথা, যে আসরে এদের দাঁড়িয়ে থাকার কথা, সেই আসরে এরা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।*"......
*"সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।*"....
*"এরা মোবাইল গেমস আর ফার্স্টফুডে আসক্ত। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম, ফেসবুক, ইউটিউব, রিলস দেখা এদের ফার্স্ট প্রায়োরিটি।*"..
*"এরা ইতিহাস জানে না, সাহিত্য বোঝে না, শিল্প সংস্কৃতি কি বস্তু তা চেনে না। এরা বই কেনে না, এরা বই পড়ে না, বই বোঝে না।*".........
*"এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না, গান গাইতে পারে না, ছবি আঁকতে পারে না। এদের মধ্যে সাগর পাড়ি দেওয়ার দু:সাহস নেই, পাহাড় কেটে পথ তৈরি করার অদম্য মনোবল নেই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, ভালোবাসা নেই। এদের একটাই স্কিল, স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷*"......
*"এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলা। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে, এরা জানে না। এরা কি যে জানে না সেটাও জানে না।*"......
Collected post.......

নিজেকে আপডেট রাখতে এই ৫ কাজ করুনদ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে নিজেকে প্রাসঙ্গিক রাখার সেরা উপায়বর্তমান যুগ তথ্যের এবং দ্রু...
29/10/2025

নিজেকে আপডেট রাখতে এই ৫ কাজ করুন

দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে নিজেকে প্রাসঙ্গিক রাখার সেরা উপায়
বর্তমান যুগ তথ্যের এবং দ্রুত পরিবর্তনের। আজ যা নতুন, কাল তা পুরোনো হয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফল হতে হলে নিজেকে ক্রমাগত আপডেট রাখা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কীভাবে রাখবেন নিজেকে আপ-টু-ডেট? এখানে এমন ৫টি জরুরি কাজের কথা বলা হলো যা আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে।

১. নিয়মিত পড়ার অভ্যাস করুন
জ্ঞান অর্জনের সবচেয়ে পুরোনো এবং কার্যকর উপায় হলো পড়া। প্রতিদিন অন্তত ৩০ মিনিট পড়ার জন্য বরাদ্দ রাখুন। এটি হতে পারে সংবাদপত্র, ভালো কোনো ম্যাগাজিন, আপনার কাজের ক্ষেত্রের সাথে সম্পর্কিত কোনো ব্লগ বা পেশাগত জার্নাল। বই পড়ার কোনো বিকল্প নেই। নন-ফিকশন বই আপনাকে নতুন ধারণা দেবে, আর ফিকশন আপনার চিন্তাশক্তি ও সৃজনশীলতা বাড়াতে সাহায্য করবে। পড়ার মাধ্যমে আপনি বিশ্বের সাম্প্রতিক ঘটনা, নতুন প্রযুক্তি এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে জানতে পারবেন।

২. নতুন কিছু শিখুন
একই কাজ দিনের পর দিন করতে থাকলে আমাদের দক্ষতা সীমাবদ্ধ হয়ে যায়। তাই প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করুন। এটি হতে পারে একটি নতুন ভাষা, কোনো সফটওয়্যার, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং বা কোডিং। বর্তমানে Coursera, Udemy, Skillshare-এর মতো অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ঘরে বসেই বিশ্বের সেরা প্রশিক্ষকদের কাছ থেকে যেকোনো বিষয়ে জ্ঞান অর্জন করা সম্ভব। নতুন দক্ষতা আপনাকে কেবল চাকরির বাজারে এগিয়েই রাখবে না, আপনার আত্মবিশ্বাসও বাড়াবে।

৩. প্রযুক্তির সাথে থাকুন
আমরা এক ডিজিটাল যুগে বাস করছি। প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে এবং কাজের ধরনও বদলে দিয়েছে। তাই প্রযুক্তির সাম্প্রতিক ট্রেন্ডগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা জরুরি। নতুন কোন অ্যাপস কাজের গতি বাড়াতে পারে, কোন সফটওয়্যার আপনার পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বা সোশ্যাল মিডিয়ার কোন প্ল্যাটফর্মটি যোগাযোগের জন্য বেশি কার্যকর—এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখুন। প্রযুক্তিকে ভয় না পেয়ে একে নিজের উন্নতির কাজে লাগান।

৪. নেটওয়ার্কিং ও আলোচনা করুন
আপনি যাদের সাথে মেশেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন। নিজের পেশা বা আগ্রহের ক্ষেত্রের মানুষদের সাথে যোগাযোগ বাড়ান। বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ বা অনলাইন ফোরামে অংশ নিন। সহকর্মী, সিনিয়র বা বিশেষজ্ঞদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করুন। অন্যের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করা নিজেকে আপডেট রাখার অন্যতম সেরা উপায়। একটি শক্তিশালী নেটওয়ার্ক আপনাকে নতুন সুযোগ খুঁজে পেতেও সাহায্য করবে।

৫. নিজের জগৎকে বড় করুন
মাঝে মাঝে নিজের পরিচিত গণ্ডির বাইরে বের হয়ে আসা দরকার। নতুন জায়গায় ভ্রমণ করুন, ভিন্ন ধরনের পডকাস্ট শুনুন, বিভিন্ন বিষয়ের ওপর নির্মিত ডকুমেন্টারি দেখুন। যা কিছু আপনার মধ্যে কৌতুহল জাগায়, সে সম্পর্কে জানতে চেষ্টা করুন। আপনার আগ্রহের বাইরেও বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করলে আপনার চিন্তার জগৎ প্রসারিত হবে। এই অভ্যাসটি আপনাকে একজন সৃজনশীল এবং বিচক্ষণ মানুষ হিসেবে গড়ে তুলবে।

👉শেষ কথা
নিজেকে আপডেট রাখা কোনো এককালীন কাজ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। উপরের এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারলে আপনি যেকোনো পরিস্থিতিতে নিজেকে প্রাসঙ্গিক রাখতে পারবেন এবং সময়ের সাথে সাথে এগিয়ে যাবেন। তাই আর দেরি না করে, আজই শুরু করুন আপনার আপডেটেড হওয়ার যাত্রা।।

ছোটবেলায় এই পয়সা দিয়েই খাবার কেনার যেত।
28/10/2025

ছোটবেলায় এই পয়সা দিয়েই খাবার কেনার যেত।

28/10/2025

মানুষের বদনজর শুধু সম্পর্ক না ভাই, শরীর, সৌন্দর্য, শান্তি, ক্যারিয়ার সব নষ্ট করে দিতে পারে!

👉একলা গেলে দ্রুত পৌঁছাবে, কিন্তু একসাথে গেলে দূর পৌঁছাবেএকজন বিলিয়নিয়ার একবার বলেছিলেন“If you want to go fast, go alon...
28/10/2025

👉একলা গেলে দ্রুত পৌঁছাবে, কিন্তু একসাথে গেলে দূর পৌঁছাবে
একজন বিলিয়নিয়ার একবার বলেছিলেন
“If you want to go fast, go alone. If you want to go far, build a team.”
এই কথাটা যতটা সরল, ততটাই গভীর।
জীবনের শুরুতে আমরা সবাই একলা দৌড়াই নিজের স্বপ্ন, নিজের লড়াই, নিজের লক্ষ্য।
দ্রুত এগোই, কিন্তু একসময় বুঝি, একলা দৌড়েরও একটা সীমা আছে।কারণ সাফল্য শুধু গতি দিয়ে মাপা যায় না, মাপা যায় দূরত্বে আর দূর যেতে হলে পাশে লাগে মানুষ।
আমি শিখেছি, দল মানে শুধু সহকর্মী নয়,
তারা তোমার আয়না, তোমার শক্তি, তোমার ভুলগুলো বুঝিয়ে দেওয়া এক পরিবার।
একজনের বুদ্ধি তোমাকে শুরু করায়, কিন্তু একটা টিমের বিশ্বাসই তোমাকে গন্তব্যে পৌঁছে দেয়।
তাই, একলা জিততে চেও না
একসাথে জেতো।কারণ দ্রুত পৌঁছানো হয়তো একার হাতে সম্ভব,কিন্তু দূর পৌঁছানো যায় শুধু একসাথে।

26/10/2025

একটা জিনিস মনে করায় দেই। আমরা রুপপুরে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাইতেছি 🙂

26/10/2025

পোস্টটা যার সামনে পড়বে, দয়া করে একটা সালাম দিয়ে যাবেন! একটু মানসিক শান্তি দরকার!
সবার সালামের উত্তর দিবো ইন-শা-আল্লাহ

জীবনের মূল্য ৫ লক্ষ টাকা সাথে একটি চাকরি ফ্রি!!
26/10/2025

জীবনের মূল্য ৫ লক্ষ টাকা সাথে একটি চাকরি ফ্রি!!

26/10/2025

বাংলাদেশটা কিভাবে যেন নির্বাচন, শাপলা আর পিআর এর ট্রায়াঙ্গেলে আটকে গেছে।

মানুষের মাথায় লোহা পড়ে রাস্তায় মারা যাচ্ছে...
আমরা নির্বাচন, শাপলা আর পিআর চাই।

আগুনে স্কুল-কারখানা-এয়ারপোর্ট পুড়ে যাচ্ছে...
নির্বাচন-শাপলা-পিআর লাগবে।

গাড়ির উপর বাস পড়ে পিষে যাচ্ছে...
নির্বাচন-শাপলা-পিআর দিন।

Address

Pallabi, Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurnabi Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share