Muhammad Ashanur 9.2

Muhammad Ashanur 9.2 যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও
(1)

এই ছবির মানুষটিকে চিনতে পারছেন? উনি জুনায়েদ আহমেদ পলক। একসময় কত প্রভাব, কত প্রতিপত্তি! ভিআইপি প্রটোকল, অর্থ, ক্ষমতা—সবকি...
27/07/2025

এই ছবির মানুষটিকে চিনতে পারছেন? উনি জুনায়েদ আহমেদ পলক। একসময় কত প্রভাব, কত প্রতিপত্তি! ভিআইপি প্রটোকল, অর্থ, ক্ষমতা—সবকিছুই ছিল হাতে। মনে হতো যেন সবই নিয়ন্ত্রণে, জীবন যেন রাজকীয় কোনো গল্প।

কিন্তু আজ? পাশে কেউ নেই। একা, নিঃসঙ্গ।

জীবন—এটা একটাই। আপনি যা করেন, তারই ফল একদিন ফিরে আসে। কৃতকর্মের দায় থেকে কেউ পালাতে পারে না।

আজ আপনি কাঁদছেন, অথচ মানুষ হাসছে। এটা কষ্টের, কিন্তু এটাই বাস্তবতা

একটি বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারের কাছে, জীবনের কাছে। তাঁর হাতে ছিল নিজের জীবন বাঁচান...
22/07/2025

একটি বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারের কাছে, জীবনের কাছে। তাঁর হাতে ছিল নিজের জীবন বাঁচানোর সুযোগ, কিন্তু জরুরি পরিস্থিতিতে প্যারাসুট নিয়ে লাফ দেওয়ার পরিবর্তে, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

তাঁর বিমানটি ছিল পুরনো F-7, একটি যুদ্ধবিমান যা ২০২৫ সালের আকাশে থাকার কথা নয়। কিন্তু দুর্নীতি এখনও আমাদের দেশের আকাশে উড়ছে, এবং এই দুর্নীতির বোঝা বহন করছে আমাদের প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি; তিনি আগেই মরে গিয়েছিলেন— যেদিন বাজেট চুরি হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই আধুনিক প্রশিক্ষণ চালাতে হবে।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— নিরাপত্তা কিংবা বিকল্পের অভাব ছিল। কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, এবং এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শুধু তৌকির নয়, আরও অনেকে প্রাণ হারিয়েছেন। তাঁদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

আমরা আশা করি, যেন আর কোনো তরুণ তৌকিরকে মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে বিমান বিধ্বস্তের দূর্ঘটনায়, কেউ একজন এর মৃত দেহ!😭রেড এলাট ⛔উত্তরার বিমান দুর্ঘটনামাইলস্টো...
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে বিমান বিধ্বস্তের দূর্ঘটনায়, কেউ একজন এর মৃত দেহ!😭
রেড এলাট ⛔
উত্তরার বিমান দুর্ঘটনা
মাইলস্টোন স্কুলের ক্লাস রুমে এসে বিমান ব্লাস্ট হয়
১০০+ ছাত্র-ছাত্রী পুরো শরীর পুড়ে গেছে। যার যার ছোট ভাই-বোন ওই খানে পড়া লেখা করে খবর নিন
উত্তরার সকল হসপিটালে ব্লাড প্রয়োজন শতশত ব্যাগ রক্ত লাগবে।
সবাই এগিয়ে আসেন প্লিজ 🙏

এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে...
20/07/2025

এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে...

এই ছবিতে তিন শহীদ শুয়ে আছে। বিএনপির ওয়াসিম। শিবিরের শান্ত। আর কোন দলহীন,সাধারন মানুষ, ফারুকহাসিনা মারার সময় বিএনপি, জামা...
17/07/2025

এই ছবিতে তিন শহীদ শুয়ে আছে।

বিএনপির ওয়াসিম।

শিবিরের শান্ত।

আর কোন দলহীন,সাধারন মানুষ, ফারুক

হাসিনা মারার সময় বিএনপি, জামাত বা সাধারণ মানুষ ভাগ করে মারে নাই।

তাহলে আমরা কেন নিজেদের ভাগ করে করে দুর্বল হই?.

একবার ভাবুন তো, এটা আপনার বুকের উপর পরলে কি হবে!😊💔
12/07/2025

একবার ভাবুন তো, এটা আপনার বুকের উপর পরলে কি হবে!😊💔

২ মাস ধরে হুমকি দিয়েছে। এরপর মারতে মারতে উলঙ্গ করেছে। মাথায় পাথর মেরে খুন করেছে। বাট লাশ লুকায়নি। বরং হাত পা ধরে লাশ বাজ...
12/07/2025

২ মাস ধরে হুমকি দিয়েছে।

এরপর মারতে মারতে উলঙ্গ করেছে।

মাথায় পাথর মেরে খুন করেছে।

বাট লাশ লুকায়নি।

বরং হাত পা ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে।

তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্য করেছে।

যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে।

আর এখন?

এখন এসে সেই খুন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে।

না,দলটার নাম আওয়ামী লীগ না।

দলটার নাম বিএনপি।

যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ।

এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী?

চাঁদার টাকা রেডি করেন।

নাহলে নিজের লাশের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।

আর হ্যাঁ, ওরা মন চাইলে রেপ করবে, মন চাইলে খুন করে সেই লাশের উপর উইঠা নাচবে।

তাদের কিছুই বলা যাবে না।

বললেই আপনি শিবির, আপনি খুব খারাপ,আপনি মিডিয়া ট্রায়াল করছেন।

যাই হোক, এসব বাদ দিয়ে ৩১ দফাটা মুখস্ত করে ঘুমান।

বাংলাদেশ জিন্দাবাদ!!

মব সৃষ্টিকারীদের কি বাবা-মা ভাই-বোন আত্মীয়-স্বজন কেউ নেই? কোন বাবার সন্তান কি তারা নয়। তারা কি সামাজিকতার বাহিরে প্রশ্ন...
11/07/2025

মব সৃষ্টিকারীদের কি বাবা-মা ভাই-বোন আত্মীয়-স্বজন কেউ নেই? কোন বাবার সন্তান কি তারা নয়। তারা কি সামাজিকতার বাহিরে প্রশ্ন থেকে যায়। এই মবের উত্থান শক্ত হাতে দমন না করতে পারলে একটা অরাজককতা পরিস্থিতি তৈরি হবে। যেটার দায় সকলকেই বহন করতে হবে। যেখানে শুরু সেখানেই সমাপ্তি হতে হবে।

আহা কি সুন্দর আকাশ 🗯️🤍
25/06/2025

আহা কি সুন্দর আকাশ 🗯️🤍

ইরানকে ঘিরে গভীর ষড়যন্ত্র হচ্ছে! 😔বর্তমান পরিস্থিতি খুবই জটিল ও রহস্যময়। ইসরাইলের দিকে ছুটে যাচ্ছে মিসাইল, কিন্তু ইরান...
25/06/2025

ইরানকে ঘিরে গভীর ষড়যন্ত্র হচ্ছে! 😔
বর্তমান পরিস্থিতি খুবই জটিল ও রহস্যময়। ইসরাইলের দিকে ছুটে যাচ্ছে মিসাইল, কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে - এই মিসাইল আমাদের নয়!
তাহলে প্রশ্ন জাগে, কে এই আগুনে ঘি ঢালছে? কারা ইরানকে ফাঁসাতে চায়? 😔

বিশ্বরাজনীতির অদৃশ্য মঞ্চে যেন এক গভীর ষড়যন্ত্রের পর্দা উঠছে। উদ্দেশ্য পরিষ্কার - মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করা, মুসলিম বিশ্বকে দুর্বল করে ফেলা।

এই পরিস্থিতিতে আমরা কিছুই নিশ্চিত করে বলতে পারি না। কেবল বলতেই হয় -
কি হতে যাচ্ছে, আল্লাহই ভালো জানেন! 😔🤲

ইসরাইলের আকাশে এমন বৃষ্টি আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ😍❤️
23/06/2025

ইসরাইলের আকাশে এমন বৃষ্টি আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ😍❤️

ট্রাম্প নিজেই বলেছিলো ২ সপ্তাহ তার সিদ্ধান্ত নিতে সময় লাগবে,এর মধ্যে ইরানের ফোরদো সহ মোট তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা ...
23/06/2025

ট্রাম্প নিজেই বলেছিলো ২ সপ্তাহ তার সিদ্ধান্ত নিতে সময় লাগবে,এর মধ্যে ইরানের ফোরদো সহ মোট তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা করা বিশ্বের জন্য আত্মঘাতি সিদ্ধান্তের সামিল।

এখন যদি এই যুদ্ধে রাশিয়া চীন তুরস্ক উত্তর কোরিয়া জড়িয়ে যায় তাহলে তৃতীয় বিশ্ব যুদ্ধের খুব কাছাকাছি বিশ্ব।

আমেরিকা তৃতীয় বিশ্ব যুদ্ধের উসকানি দাতা তাতে কোন সন্দেহ নেই। তৃতীয় বিশ্ব যুদ্ধের প্রতিনিধিত্ব কি আমেরিকা করতে পারবে। দেখতে থাকো জনগণ।

শুধুমাত্র ইসরায়েলের জন্য আমেরিকার রাষ্ট্রের নীতির পরিবর্তন সত্যি দুঃখজনক। হিজ্ররায়েল মধ্যপ্রাচ্যের বিষফোড়া।

Address

New Baily Road
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Ashanur 9.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share