Tanim’s Agro Diary

Tanim’s Agro Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanim’s Agro Diary, Digital creator, Dhaka.

👨‍🌾 Tanim’s Agro Diary
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী (৬ষ্ঠ পর্ব)
📚 কৃষি শিক্ষা | 🧠 চাকরি প্রস্তুতি | 🌱 মাঠের অভিজ্ঞতা
"যা শিখছি, তা-ই শেয়ার করছি — একজন তরুণ কৃষি শিক্ষার্থীর চোখে"

🌾 নতুন প্রযুক্তি, উন্নত কৃষি 🌾🔆 ব্রি'র সৌর শক্তি চালিত আলোক ফাঁদ 🔆আপনার ধানক্ষেতে পোকার আক্রমণ কমাতে চান?তাহলে এখনই ব্যব...
08/08/2025

🌾 নতুন প্রযুক্তি, উন্নত কৃষি 🌾
🔆 ব্রি'র সৌর শক্তি চালিত আলোক ফাঁদ 🔆

আপনার ধানক্ষেতে পোকার আক্রমণ কমাতে চান?
তাহলে এখনই ব্যবহার করুন ব্রি সৌর শক্তি চালিত আলোক ফাঁদ — কৃষকের জন্য আধুনিক প্রযুক্তির এক দারুণ উদ্ভাবন!

📌 কি এটা?
সূর্যের আলো ব্যবহার করে এই ফাঁদটি রাতে বিভিন্ন ক্ষতিকর পোকা ধরতে সাহায্য করে। এতে রাসায়নিক ব্যবহারের প্রয়োজন অনেক কমে যায়।

📌 কেন ব্যবহার করবেন?
✅ কৃষকের খরচ কমাবে
✅ পরিবেশবান্ধব
✅ রাসায়নিক ব্যবহার কমায়
✅ ধান ও অন্যান্য ফসলে পোকামাকড় দমন
✅ প্রযুক্তির মাধ্যমে সাশ্রয়ী সমাধান

📍 ব্যবহারযোগ্য স্থানে:
ধান, ডাল জাতীয় শস্য এবং সবজি ক্ষেত

🛠️ প্রধান বৈশিষ্ট্য:
🔋 সৌর শক্তিতে চলে
⏰ চলাকাল সময়: ৫-৬ ঘণ্টা
🔦 এলইডি আলো ব্যবহার
🔋 রিচার্জেবল ব্যাটারি
🔧 সহজে টানানো ও ব্যবহারযোগ্য

💸 মূল্য: প্রায় ৭০০০ টাকা
(ব্যাটারি ও সোলার প্যানেলের গড় আয়ু ২-৫ বছর)

🎯 সুবিধা:
✅ পোকার উপস্থিতি নির্ণয় সহজ
✅ সময়মতো বালাই দমন সম্ভব
✅ প্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ

🚫 সীমাবদ্ধতা:
সূর্যের আলো কম থাকলে ব্যাটারির চার্জে সমস্যা হতে পারে

📍 পরামর্শদাতা প্রতিষ্ঠান:
👉 সুপ্রভাত ইঞ্জিনিয়ারিং, পল্লবী, মিরপুর, ঢাকা
📞 ০১৭১৩-৩৪৪৪৬৭, ০১৯১২-৯৮০৭১৩

💰 অর্থায়ন:
কৃষি মন্ত্রণালয়ের গবেষণা/উৎপাদন বাজেট

📞 বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
ব্রি মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ
📍 ব্রি, গাজীপুর
📧 Email: [email protected] / [email protected]
📞 ফোন: ০২-৯৯২২৯৫৮, মোবা: ০১৭১২-০৮১৪৮০

🌱 প্রযুক্তির সঙ্গে কৃষি, সমৃদ্ধ হবে দেশ 🇧🇩
#আলোকফাঁদ #সৌরশক্তি #পরিবেশবান্ধবকৃষি #টেকসই_কৃষি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ও জাতীয় বীজ বোর্ড কর্তৃক ২০২২ সালে অবমুক্তায়িত ধানের জাত 🌾🌾🌾🌾 বি ধান১০০:...
03/07/2025

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ও জাতীয় বীজ বোর্ড কর্তৃক ২০২২ সালে অবমুক্তায়িত ধানের জাত 🌾🌾🌾

🌾 বি ধান১০০: উচ্চফলনশীল ও পুষ্টিকর ধানের নতুন জাত! 🌾
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) উদ্ভাবিত এবং জাতীয় বীজ বোর্ড কর্তৃক ২০২২ সালে অবমুক্তায়িত বি ধান১০০, দেশের কৃষকদের জন্য একটি যুগান্তকারী জাত।
ধানের বৈশিষ্ট্য:
* চাল: মাঝারি মোটা এবং সুগন্ধিযুক্ত (বিশেষ করে পোলাও এবং বিরিয়ানির জন্য উপযুক্ত)।
* দানা: প্রতি গোছায় ২২০-২৪০টি।
* উৎপাদনশীলতা: উপযুক্ত পরিচর্যায় প্রতি হেক্টরে ৬.৫-৭.৫ টন ফলন।
* উদ্ভিদের উচ্চতা: ১০৫-১১০ সেমি।
* জীবনকাল: ১২৯-১৩০ দিন।
* প্রোটিন: দানায় ৯.২% প্রোটিন।
* অ্যামাইলোজ: ২৬.৫%।
চাষাবাদ পদ্ধতি:
* বীজতলা: প্রতি হেক্টরে ২০-২৫ কেজি বীজ প্রয়োজন।
* চারা রোপণ: ২০-৩০ দিনের চারা রোপণ করুন (আষাঢ় মাসের ১৫ তারিখ পর্যন্ত)।
* সার ব্যবস্থাপনা (প্রতি শতকে):
* ইউরিয়া: ১.৬-২.০ কেজি
* টিএসপি/ডিএপি: ০.৮-১.২ কেজি
* এমওপি: ০.৯-১.৩ কেজি
* বাম্পার জিপসাম: ০.৬-১.০ কেজি
*বাম্পার মনো জিংক: ০.২-০.৪ কেজি
* বাম্পার সলুবোরন: ০.০৬-০.০৮ কেজি
সার প্রয়োগের নিয়মাবলী:
* ইউরিয়া: ৩ কিস্তিতে (১/৩ অংশ কুশি অবস্থায়, ২/৩ অংশ কাইচ থোড় অবস্থায়, ৩/৩ অংশ থোড় আসার ৫-৭ দিন আগে)।
* অন্যান্য সার: শেষ চাষের সময় প্রয়োগ করুন।
সেচ ব্যবস্থাপনা:
* সাধারণত ৪-৫ বার সেচ দিতে হয়। তবে মাটিতে রসের অভাব হলে সেচ দিন এবং ফলন বাড়াতে হবে।
রোগ ও পোকা ব্যবস্থাপনা:
* সাধারণত রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়।
ফসল কাটা:
* আশ্বিন মাসের শেষ থেকে কার্তিক মাসের প্রথম সপ্তাহ (অক্টোবর-নভেম্বর) পর্যন্ত। যখন ৮০% ধান পেকে যায়, তখন ফসল কাটতে পারেন।
#বি_ধান১০০ #কৃষি #ধান_চাষ #উচ্চফলনশীল #বাংলাদেশ

28/02/2025

জান্নাতি মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য, 'তারা রাতের অল্প সময়ই ঘুমাত এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত।' [সুরা যারিয়াত : ১৭-১৮] সারাবছর কম পারলেও আসুন না, রমজানে এই সুন্নাহ জীবন্ত করি।

08/02/2025

Dear Muslim
Ramadan is coming
😊🫀

07/11/2024

ইনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, উদ্ভিদবিজ্ঞানের সহযোগী অধ্যাপক জনাব শামীমা নাসরীন জলি। আজকে জাবির কুরআন এবং কালচারাল স্টাডি ক্লাব আয়োজিত নবীনদের বরণ অনুষ্ঠানে তার কথাগুলো।

ফুল ফুটুক জাবির প্রতিটি আঙ্গিনায়, সেই ফুলের সৌরভে (বাঙ্গু পঁচা গন্ধ) মাটিও সৌরভিত হউক

06/10/2024

আপনি ভুল ভেবেছেন এটা মাছ না।
এটা শেরপুরে বন্যায় ভেসে যাওয়া লা*শ!
লা*শ নিয়ে যাওয়ার মতোও কোনো বাহন নেই। কারন সেখানে মিডিয়া কভারেজ নেই!

কুতুবাকুড়া, নন্নী, নালিতাবাড়ী, শেরপুর।
ইয়া রব, রহম করুন "

13/09/2024

শুক্রবার!
আল্লাহ যেনো আপনার গোপনে করা দোয়া গুলো কবুল করে নেন আমিন।💜

06/05/2024

_একটা সময় হারে হারে টের পাবেন।

29/01/2024

পরিপূর্ণ মা'ন'সিক প্রশান্তি একমাত্র আল্লাহর
দিকেই রয়েছে!

[সূরা-আর রাদ: ২৮]

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanim’s Agro Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanim’s Agro Diary:

Share