ইশকে মুহাম্মদ ﷺ

ইশকে মুহাম্মদ ﷺ মুসলিম জীবনে বিভিন্ন সমস্যার কোরআন ও সুন্নাহভিত্তিক সমাধানের প্রয়াস চালাতে আমাদের এই পেজ।

আস-সালামুয়ালাইকুম
"ইশকে মুহাম্মদ ﷺ " পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে " ইশকে মুহাম্মদ ﷺ " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

যদি শরীরে সুস্থতা চাও তবে কম খাও 🍕যদি মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতে চাও তবে কম ঘুমাও😴আর যদি অন্তরের প্রশস্ত প্রশান্তি...
24/05/2024

যদি শরীরে সুস্থতা চাও তবে কম খাও 🍕
যদি মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতে চাও তবে কম ঘুমাও😴
আর যদি অন্তরের প্রশস্ত প্রশান্তি চাও, তবে রসূলে পাকﷺ'র প্রতি অধিক হারে দুরুদ শরীফ পাঠ করা শুরু করে দাও🩵

আজ বৃহস্পতিবার অধিক‌হারে দরুদ শরীফ পাঠ করার রাত❤️
صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم

28/04/2024
12/03/2024

একদিন তোমার রব তোমাকে অনেক খুশি করে দিবেন। আর সেদিন তুমি কৃতজ্ঞতার অশ্রু ঝড়াবে,
ইনশাআল্লাহ !'🤍🥀
সূরা: আদ দুহা" আয়াত :০৫
🥀🤍ولسوف يعطيك ربك فترضى

20/02/2024

❝ডানা নেই বলে মানুষ উড়তে পারে না, এ কথাটি সঠিক নয়।মানুষ উড়তে পারে না তার হিংসার ওজনের কারণে।❞

19/02/2024

তোমার ভেতরে যে খান্নাসরূপী আমিত্ব আছে, সেটা সরিয়ে ফেল,
তবেই তুমি প্রেমময় আল্লাহ তাআ'লাকে পেয়ে যাবে।
ড. আল্লামা ইকবাল (রহঃ)।

18/02/2024

❝একটু সাবধানে থাকবেন-
আপনাকে ডুবিয়ে দেয়ার জন্য অনেকগুলা মানুষ বসে আছে,
যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন❞।

17/02/2024

❝যদি তোমার সুস্থ শরীর থাকে,তাহলে আল্লাহর কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না❞
আলহামদুলিল্লাহ।

15/02/2024

সকলের টাইমলাইনে ভেসে উঠুক__🌺

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّد ﷺ...
আল্লহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ 'সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'! ❣️

Address

নারায়ণগঞ্জ
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইশকে মুহাম্মদ ﷺ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইশকে মুহাম্মদ ﷺ:

Share

Category