Social IT- আইটি সেবা

Social IT- আইটি সেবা Social IT is a Creative Marketing Agency that specializes in ads and business strategy with expert
(2)

🌟 একদিন ছিল শুধু একটা স্বপ্ন…আজ তিনি একজন সফল অনলাইন উদ্যোক্তা! 🛍️✨শুরুটা হয়েছিল খুবই সাধারণভাবে —একটা ছোট ফেসবুক পেজ, হ...
18/05/2025

🌟 একদিন ছিল শুধু একটা স্বপ্ন…

আজ তিনি একজন সফল অনলাইন উদ্যোক্তা! 🛍️✨

শুরুটা হয়েছিল খুবই সাধারণভাবে —
একটা ছোট ফেসবুক পেজ, হাতে গোনা কিছু প্রোডাক্ট, আর অনেক স্বপ্ন।কিন্তু চলছিল না ঠিকমতো…
👉 পোস্ট দিচ্ছেন, তবু ইনবক্স সাইলেন্ট।
👉 কাস্টমার আসছে না, সেল বাড়ছে না।

ঠিক তখনই তিনি খুঁজে পেলেন Social IT- আইটি সেবা

আমরা পাশে দাঁড়ালাম—
🔹 তাঁর পেইজ সাজিয়ে দিলাম প্রফেশনাল লুকে
🔹 দিই টার্গেটেড Boost Campaign
🔹বিভিন্ন সময় প্রয়োজনীয় পরামর্শ দিলাম।

📈 এভাবেই ধীরে ধীরে বদলে যায় গল্প—
• ইনবক্সে ভিড়
• অর্ডারে ব্যস্ততা
• আর আজ, তিনি একজন পরিচিত ও বিশ্বস্ত উদ্যোক্তা 💼💚



💬 আমরা বিশ্বাস করি—

প্রতিটা ছোট উদ্যোগই একদিন বড় স্বপ্নে পরিণত হয়, যদি পাশে থাকে সঠিক গাইডলাইন।

আমাদের লক্ষ্য:

“শুধু সার্ভিস না, আমরা গড়ে তুলি সফলতা।”
আপনার গল্প শুরু হতে পারে এখান থেকেই…
চলুন একসাথে গড়ি আপনার স্বপ্নের বিজনেস 💪





01/04/2025

শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তি প্রচার, বুস্ট, প্রমোট, এডস ক‍্যাম্পেইনের জন্য কথা বলতে পারেন 01615-650898 ⁨এ বা Social IT- আইটি সেবা পেইজে নক দিতে পারেন বিস্তারিত জানতে।
আমরা আছি আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত সঙ্গী হিসেবে।

31/03/2025

Eid Mubarak,
Wishing you and your family a very Happy Eid-ul-Fitr 2025 !
May it be filled with colourful adventures and good fortunes !!
ঈদ মোবারক ৷
আগামীর দিনগুলো সুন্দর হোক পৃথিবীর প্রতিটি মানুষের, এমনকি অবলা প্রাণীকুলের ও!
عيد فطر سعيد ،
أتمنى أن تمتلأ أيامك بالحب والثراء والفرح.
أعاده الله عليكم عشرات السنين.
عيدكم مبارك.

15/03/2025

সবার এডের কী অবস্থা ?

মাঝখানে ৩ দিন তো বিশাল আকারে মেটা সবাইকে বাঁশ দিয়ে গেলো

10/03/2025

আজকে সেলস ১০০ তো আগামীকাল সেলস ৩০ বা ০ হতেই পারে -
এটাই ফেসবুক এড।
হা হা, এটাই বাস্তব। সব মেনে নিয়েই কাজ করতে হবে।
বর্তমান পরিস্থিতি এমনি যাচ্ছে..

27/02/2025

আমরা ঠিকে আছি আপনাদের বিশ্বাসেই!
আপনাদের আন্তরিকতা ও ভালোবাসায়।

Social IT- আইটি সেবা প্রতিষ্ঠানের অফিসের প্রথম কাজের উদ্দেশ্যে আসা মেহমান। আপনাদের জন্য শুভ কামনা রইলো। আপনাদের বিজনেস ব...
11/02/2025

Social IT- আইটি সেবা প্রতিষ্ঠানের অফিসের প্রথম কাজের উদ্দেশ্যে আসা মেহমান। আপনাদের জন্য শুভ কামনা রইলো।

আপনাদের বিজনেস বরকতময় হোক সেই দোয়া ও প্রার্থনা সব সময়ই রইল। বিশ্বাস করি বহু দূর এগিয়ে যাবেন।

নিউ অফিস। টিপটপ সেটাপ। বাকি আছে অনেক কিছুই। লোকেশন: আফতাবনগর। ব্লক ই। সেক্টর এক। দাওয়াত রইল।

আসার আগে অবশ্যই নক দিবেন। জানাবেন । নক বিহীন অফিসে আমার উপস্থিতি পাওয়া মুশকিল। যেহেতু একাধিক দায়িত্ব কাঁধে।

08/02/2025

দৃঢ় প্রতিজ্ঞা করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে সফলতা।

03/02/2025

আলহামদুলিল্লাহ

03/01/2025

স্বপ্ন দেখুন। স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ।

স্বপ্ন দেখার এবং চেষ্টা করে এগিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। বাস্তবায়নে আল্লাহর সাহায্য যথেষ্ট। ধৈর্য ধরে সামনে আগাতে হবে।
আল্লাহ তায়ালা বলেই দিয়েছেন তিনি ধৈর্য্যশীলের সঙ্গে আছেন।

স্বপ্ন পূরণ হচ্ছে না বলে পিছু হটা যাবে না। লেগে থাকতে হবে। চেষ্টা করতে হবে। আপনার সময় আসেনি। প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে। যখন আপনার উপযুক্ত সময় আসবে তখন আল্লাহ ঢেলে দিবেন ইনশাআল্লাহ।

আমাদের সব স্বপ্ন গুলোই আল্লাহ পাক পূরণ করতেছেন। স্বপ্ন দেখায় স্বচ্ছতা থাকলে ইনশাআল্লাহ পূরণ হবেই হবে। স্বপ্ন দেখুন বিহত আকারে। ভিন্নজনকে সহযোগিতার মানসে।

শিখব দুজন একসাথে। হাঁটব দুজন একসাথে। এগিয়ে যাবো দুজন একসাথে ইনশাআল্লাহ। শিখব আপনার থেকে।

২০২৫ সালটা যেন স্বপ্নের মত হয় দোয়া চাই। আপনাকে জিতিয়ে দেব। আপনার সফলতায় নিজের সফলতা খোজে নেব ইনশাআল্লাহ

23/12/2024

নিজের কাস্টমারকে না বুঝলে কখনোই নিজের বিজনেসকে বুঝবেন না। আর বিজনেসকে না বুঝলে বছর শেষে বিজনেসকে গলায় ঝুলিয়ে শশুর বাড়ি যেতে হবে। Social IT- আইটি সেবা সব সময় চেষ্টা করে কাস্টমারের চাহিদা বুঝতে, চাহিদার বাস্তবায়ন করত অজ্ঞিকারবদ্ধ।

Address

Block E, Road 5, House 49, 2nd Floor Aftabnagar
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Social IT- আইটি সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Social IT- আইটি সেবা:

Share