07/09/2022
প্রশিক্ষণ নিয়ে আসতে পারেন সংবাদ উপস্থাপনায় ✅
📺 দেশের প্রায় সবগুলো টেলিভিশন স্টেশনে Lokkho News Presentation Academy এর শিক্ষার্থীরা কাজ করছে পেশাদারিত্বের সাথে............ 📺
🔺আমাদের বিশেষত্ব 🔻
🏷️ বাংলাদেশের সংবাদ উপস্থাপনার ট্রেনিং সেন্টার গুলোর মধ্যে পূর্ণাঙ্গ ষ্টুডিও সিস্টেম একমাত্র লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমিরই রয়েছে ....বাংলাদেশে আমরাই সর্বপ্রথম ডিজিটাল স্টুডিও সহ সংবাদ উপস্থাপনায় কোর্স অফার করছি। যেখানে রয়েছে একবারে টেলিভিশনের আদলে স্টুডিওতে অটোকিউ সুবিধাসহ প্রাক্টিস করার সুযোগ। এছাড়াও রয়েছে কোর্স শেষে ইন্টার্ন করার সুযোগ।
🏷️ লক্ষ্যের এখন পর্যন্ত প্রায় ২৫০ এর উপরে শিক্ষার্থী বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে কাজ করছে, যেটি বাংলাদেশের সংবাদিকতায় একটি বিশাল মাইল ফলক। ওদের অর্জন আমাদের সফলতা।
🏷️ লক্ষ্যে পাঠদান কর্মসূচী নিয়ে আমরা শতভাগ সচেতন। কেননা লক্ষে যারা ক্লাস নেয়, তারা সবাই বিভিন্ন টিভি চ্যানেলের অভিজ্ঞ নিউজ প্রেজেন্টার। এছাড়া আপনি জেনে অবাক হবেন লক্ষ্য- উচ্চারণ, ভোকাল/কন্ঠ, সংবাদ উপস্থাপনার কৌশল, ক্যামরা ভীতি ইত্যাদি নিয়ে আলাদা ভাবে কাজ করে।
👨🎓 ভর্তির বিস্তারিতঃ
👨👨👧👧 ক্লাস সংখ্যা ২৪ টি (সপ্তাহে ২দিন,শুক্র ও শনিবার)
(বিঃদ্রঃ একব্যাচে ১৫ জন শিক্ষার্থী পূরণ হয়ে গেলে আর ভর্তি নেয়া হবেনা)
💸 কোর্স ফিঃ মোট ১৫,৫০০ টাকা। এককালীন দিলে ১১,৫০০ টাকা ভর্তির সময় জমা দিতে হবে।পরবর্তীতে আর দেয়া লাগবেনা।আর কেউ যদি কিস্তিতে দিতে চান তাহলে প্রথমে ভর্তির সময় ৭০০০ টাকা আর বাকী ৮৫০০ টাকা কোর্স চলাকালীন সময়ে দিতে হবে।
ক্লাসের বিবরণঃ
🔖 তাত্ত্বিকঃ উচ্চারণ,সাংবাদিকতার মৌলিক ধারনা, সংবাদ উপস্থাপনার কৌশল, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী, স্পোর্টস নিউজ, সংবাদ লিখন ও সম্পাদনা ইত্যাদি।
🔖 ব্যবহারিকঃ শুদ্ধ উচ্চারণ,জড়তা দূর ও গলার স্বরের চর্চা,স্ক্রিপ্ট প্র্যাক্টিস,লাইভ প্র্যাক্টিস
🔖 স্টুডিও প্র্যাক্টিসঃ ফুল ডিজিটাল স্টুডিও,প্রফেশনাল ক্যামেরা, টক ব্যাক,অটোকিউ সুবিধা।
🔖 এছাড়াও থাকছে সিভি প্রস্তুত,অডিশন,ইন্টারভিউ প্রস্তুতি সহ অন্যান্য সকল সুযোগ।আর শিক্ষার্থীর পারফরম্যান্স ভালো হলে লক্ষ্য থেকেই বিভিন্ন চ্যানেলে সিভি প্রসেসিং করা হয়।
🎓 শিক্ষাগত যোগ্যতাঃ HSC এর পর যে কেউ ভর্তি হতে পারবেন।
📑 ভর্তি হতে যা লাগবেঃ ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও ন্যাশনাল আইডি/জন্মনিবন্ধনের ফটোকপি।
🏠 ঠিকানাঃ মগবাজার, এসপিআরসি হাসপাতালের গলি, ৩০/এ নিউ ইস্কাটন স্থিত বহুতল ভবনের দ্বিতীয় তলা।
☎️ যোগাযোগঃ 01919313616, 01814786702