ইসলামের আলো Foundation

ইসলামের আলো Foundation স্রষ্টার সৃষ্টির সেবা করাই আমাদের মূল লক্ষ

02/05/2025

পরিবারের কেউ যদি সালাত ত্যাগ করে, তাকে উপদেশ দিতে অবহেলা কারো না!
কারণ মৃত্যু নিকটবর্তী!

01/05/2025

গোসল করে পরে খাবার খেতে হবে,
খাবার খেয়ে কখনো গোসল করা যাবে না, আর যদি করেন তাহলে কি হবে শুনুন❓ Talime Islam - Manikganj, Bangladesh

27/04/2025

গরমের মধ্যে কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার খাবেন না শুনুন ❓ Talime Islam - Manikganj, Bangladesh

হাই আফসোস একই দিনে, তিনটি মায়ের গল্প।একজন মা  —  নিজের দুই সন্তানের গলা কেটে ফেলে, তারপর শোকের অভিনয় করেন, ভাসেন কান্নায়...
19/04/2025

হাই আফসোস একই দিনে, তিনটি মায়ের গল্প।
একজন মা — নিজের দুই সন্তানের গলা কেটে ফেলে, তারপর শোকের অভিনয় করেন, ভাসেন কান্নায়।

আরেকজন — ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেন নিজ সন্তানকে, আর সেই অর্থে কেনেন ফোন, নুপুর, নাকফুল… ধরা খেয়ে করেন কান্না।

অন্যদিকে চট্টগ্রামের এক মা — ড্রেনে হারিয়ে ফেলেন নিজের ৬ মাসের শিশু সন্তানকে। পাগলের মতো খুঁজে বেড়ান সন্তানকে। ১৪ ঘন্টা পর উদ্ধার নিথর দেহ। সেই কান্নায় কোনো অভিনয় নেই, শুধু বুকফাটা আর্তনাদ।

একদিনে তিনটা কান্না।
তিনটা গল্প।

এই পৃথিবীতে ‘মা’ শব্দটা আজও পবিত্র।
তবু কখনো কখনো কিছু ঘটনা সেই পবিত্রতাকে রক্তে, লোভে, আর নৃশংসতায় কালিমা লেপে দেয়।

কখনো মা আঁচলে ঢেকে বাঁচান সন্তানকে,
আবার কখনো সেই আঁচলেই হয় মৃ*ত্যুর ফাঁ*স।

18/04/2025

পাকা চুল কাঁচা হবে, চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে, ইনশাল্লাহ Talime Islam - Manikganj, Bangladesh

12/04/2025

🇧🇩
এই বিশ্ব তাকিয়ে দেখো বাংলাদেশের বুকে একখণ্ড গাঁজাপ্রেমী 🇵🇸

12/04/2025

আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে “মার্চ ফর গাযা” কর্মসূচি সফল হোক।
বাংলাদেশে আজ একটি নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। যা আগে কেউ কখনো দেখেনি। ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের জন্য পুরো বাংলাদেশ (সকল দল, মত, পেশা) এক কাতারে শামিল হতে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে সবাই। কারও কোন দলীয় ব্যানার থাকবে না। আমাদের পরিচয় আমরা মজলুমের পক্ষে।
মহান আল্লাহ রাব্বুল আলামীন গাযা বাসিকে হেফাজত করুন, আ-মীন।


হাদিসে এসেছে ম*হা*যু*দ্ধ আর ইস্তানবুল বিজয়ের মধ্যে সময় যাবে ছয় বছর। সপ্তম বছর দা*জ্জা*ল আত্মপ্রকাশ করবে।মানে তৃতীয় ব...
11/04/2025

হাদিসে এসেছে ম*হা*যু*দ্ধ আর ইস্তানবুল বিজয়ের মধ্যে সময় যাবে ছয় বছর। সপ্তম বছর দা*জ্জা*ল আত্মপ্রকাশ করবে।
মানে তৃতীয় বি*শ্ব*যু*দ্ধ শুরু হলে তু*র*স্কে*র ইস্তানবুল মুসলিমদের হাত ছাড়া হবে। পা*র*মা*ণ*বি*ক যু*দ্ধে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ মা*রা যাবে আর টেকনোলজি নষ্ট হয়ে যাবে।
এরপর ইমাম মাহাদী আত্মপ্রকাশ করবে। ইমাম মাহাদীর নেতৃত্বে যু*দ্ধ শুরু হবার ষষ্ট বছর মুসলিমরা পুনরায় ইস্তানবুল জয় করবে। এরপর দা*জ্জা*ল ক্রু*দ্ধ হয়ে পরের বছর আত্মপ্রকাশ করবে।
হাদিসে পা*র*মা*ণ*বি*ক বো*মা*কে বলা হয়েছে ব*জ্রা*ঘা*ত। ইস্তানবুল ধ্বং*স হবে ব*জ্রা*ঘা*তে।
অ*বি*শ্বা*সী*রা নিজেরা নিজেদের আ*গু*ন দ্বারা ধ্বং*স না করা পর্যন্ত মাহাদী আসবে না।
তৃতীয় বি*শ্ব*যু*দ্ধে প্রধান দুই পা*র*মা*ণ*বি*ক শক্তিধর দেশ রা*শি*য়া আর আ*মে*রি*কা একে অপরের শ*ত্রু থাকবে। তাদের পক্ষে বিপক্ষে বিভিন্ন মুসলিম দেশ আর অন্যান্য দেশ যুক্ত হয়ে তৃতীয় বি*শ্ব*যু*দ্ধ ঘটাবে।
কিতাব আল ফেরদাউসের ৭৬৮ নং হাদিসে এসেছে কোন দেশ কোন দেশের পতন ঘটাবে।
সি*ন্দে*র পতন হবে হি*ন্দে*র পক্ষ থেকে আর হি*ন্দে*র পতন হবে তি*ব্ব*তে*র পক্ষ থেকে। আরো বিভিন্ন দেশের কথা আছে।
সি*ন্দ হল পা*কি*স্তা*ন। হি*ন্দ হল ভা*র*ত আর তি*ব্ব*ত হল চী*ন।
তৃতীয় বি*শ্ব*যু*দ্ধে রা*শি*য়া, আ*মে*রি*কা, তু*র"স্ক, চী*ন, ভা*র*ত, পা*কি*স্তা*ন, ই*রা*ন এইসব দেশের উপর পা*র*মা*ণ*বি*ক বো*মা পড়বে।
তাই টেকনোলজি নষ্ট হয়ে যাবে আর পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ যু*দ্ধ আর ম*হা*মা*রী*তে মা*রা যাবে।
কিতাব আল ফিতানের ৯৬২ নং হাদিসে এসেছে তু*র*স্কে*র সাম্রাজ্যের পতনের ১০৪ বছরের মাথায় ইমাম মাহাদী কে ঘিরে মানুষ ভীর করবে আর সেটা হবে অনারবীয় হিসেবে মানে সৌর বর্ষের হিসেবে। তুরস্কের সাম্রাজ্যের পতন ঘটে ১৯২৪ সালে। এর সাথে ১০৪ যোগ হলে হয় ২০২৮।
আরো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় ইমাম মাহাদীর আত্মপ্রকাশ একেবারে সন্নিকটে। তাই তৃতীয় বি*শ্ব*যু*দ্ধ আরো সন্নিকটে।
তৃতীয় বি*শ্ব*যু*দ্ধ আর উপমহাদেশে গা*জো*ও*য়া*তু*ল হি*ন্দ এক সাথেই হবে। শাহ নিয়ামুতুল্লাহর কাসিদাতে বাং*লা*দে*শ সম্পর্কে ভ*য়া*ব*হ ভবিষ্যতবাণী আছে। ভা*র*ত বাং*লা*দে*শ দ*খ*ল করাকে দ্বিতীয় কারবালা বলা হয়েছে। বলা হয়েছে ইজ্জত হারাবে লক্ষ কোটি মা বোন।
একটা সময়ে হাদিসে বর্ণিত দূর্বল বালকের নেতৃত্বে মুসলিমরা ঘুরে দ্বাড়াবে। ভারতে কালিমা বিশ

আলহামদুলিল্লাহ বিশ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি |pic collected
10/04/2025

আলহামদুলিল্লাহ
বিশ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি |
pic collected

07/04/2025

বাংলাদেশে থাকা একজন ফি" লি" স্তি" ন স্টুডেন্ট, বাংলাদেশের এতো সাপোর্ট দেখে ধন্যবাদ জানাচ্ছেন। 🇵🇸 🇧🇩

07/04/2025

মানুষের ভালোবাসা ফিলিস্তিনের জন্য,,,

゚viralシfypシ゚viralシalシ

07/04/2025

বাংলাদেশের অবস্থান মি*শর বা ই*রাক
সিরি*য়ায় হয়নি, তাহলে এ জাতি হয়তো সীমানা
ভে*ঙে ই*জ*রা*য়ে*ল কে মাটিতে মি*শিয়ে দিত!
🔥🖤

অনেক আগেই এমন একটা বি*ক্ষোভ মি'ছি'লে'র
প্রয়োজন ছিল!©

Address

Mohakhali
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের আলো Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামের আলো Foundation:

Share