শাকিব ভাই Shakib Vai

শাকিব ভাই  Shakib Vai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শাকিব ভাই Shakib Vai, Video Creator, Mirpur, Dhaka.

আস্ সালামুয়ালাইকুম,
আমি মোঃ শাকিবুজ্জামান শুভ,
আপনাদের জন্য তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ তথ্যসহ বিনোদন কনটেন্ট দিয়ে আপনাদের সঙ্গী হব।
আমার সঙ্গী হতে পেইজে ফলো দিয়ে রাখুন ✅

22/10/2025

রিলস মানে ছোট ভিডিও ক্লিপ,
যেখানে হাসি, গান, বা মজার টিপ।
কেউ নাচে, কেউ করে অভিনয়,
কেউ দেয় সাজের নতুন পরিচয়।
ইনস্টাগ্রাম, ফেসবুকে চলে রিলসের হাওয়া,
এক মিনিটেই গল্পের দেখা পাওয়া।
তবে সময় বুঝে করো ব্যবহার,
না হলে নষ্ট হবে মূল্যবান সময়টা তোমার।

08/10/2025

জীবনটা এক নদীর স্রোত, থামে না কোনোদিন,
হাসি-কান্না মিলেই গড়ে জীবনের এই দিন।
কখনও রোদ, কখনও ছায়া, তবু চলতে হয়,
ঝড়ের ভেতর খুঁজে নিতে শান্তির একময়।

ভালোবাসা, আশা, স্বপ্ন—সবই জীবনের গান,
ভুল থেকে শেখাই এখানে জয়ের আসল মান।
হাল ছাড়িস না বন্ধু, পথ যতই কঠিন,
জীবন মানে লড়াই করা প্রতিটা দিন। 🌿

04/10/2025

Alhamdulillah

29/09/2025

আজ/রোজ সোমবার ১৪ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৭ হিজরি

25/09/2025

📌যুক্ত হতে চাই সবার সাথে ✅

23/09/2025

স্বপ্ন যদি থাকে মনে, হার মানিও না,
কঠিন পথ পেরোলে জিত আসবেই সোনা।
হাল ছাড়বে না, থামবে না কোনোদিন,
পরিশ্রমেই ফুটবে সাফল্যের বাগান।

জীবন এক পথ, সুখে-দুঃখে ভরা,হাসি-কান্নায় গড়া তার সাড়া।কখনো ঝড়, কখনো রোদেলা দিন,আশায় ভরে থাকে প্রতিটি বীণ।চলার পথে বাধা আস...
23/09/2025

জীবন এক পথ, সুখে-দুঃখে ভরা,
হাসি-কান্নায় গড়া তার সাড়া।
কখনো ঝড়, কখনো রোদেলা দিন,
আশায় ভরে থাকে প্রতিটি বীণ।

চলার পথে বাধা আসে হঠাৎ,
তবু আশা জাগে, থামে না হাত।
জীবন মানে লড়াই থামানো নয়,
স্বপ্ন বুকে বাঁচা—এটাই সঠিক জয়।

21/09/2025

দিন শেষে কিছু কথা থাকে বলা বাকি, রাত জানে কত অভিমান জমে থাকে হৃদয়ে। তবুও রাতের কথা ভেবে বলি
শুভ রাত্রি।

18/09/2025

আজ/রোজ বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

17/09/2025

জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি- এবং সেটি নিয়ে আমি গর্বিত! প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে।

- ড্রিউ বারিমোর

With Farzana Akhtar – I just got recognised as one of their top fans! 🎉
17/09/2025

With Farzana Akhtar – I just got recognised as one of their top fans! 🎉

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাকিব ভাই Shakib Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category