22/10/2025
রিলস মানে ছোট ভিডিও ক্লিপ,
যেখানে হাসি, গান, বা মজার টিপ।
কেউ নাচে, কেউ করে অভিনয়,
কেউ দেয় সাজের নতুন পরিচয়।
ইনস্টাগ্রাম, ফেসবুকে চলে রিলসের হাওয়া,
এক মিনিটেই গল্পের দেখা পাওয়া।
তবে সময় বুঝে করো ব্যবহার,
না হলে নষ্ট হবে মূল্যবান সময়টা তোমার।