
11/09/2023
জাওয়ান মুভি দেখলাম।
সিনেমাটির গল্প অতি সাধারণ হলেও গল্পের প্রতিটি প্লট হাই ইনটেন্স সামাজিক অস্থিরতায় ঘেরা।
গল্পে শাহরুখ তার সহকর্মীকে লুকিয়ে বিয়ে করে সংসার করে এবং তাদের একটি বাচ্চা হয়। একসময় তার বউ একটি নিউজ চ্যানেলে এসে সংবাদ সম্মেলন করে তাদের বিয়ে এবং বাচ্চার সম্পর্কে সবাইকে জানিয়ে দেয়। এই ঘটনার পরে, শাহরুখ ব্যথিত হৃদয় নিয়ে তার বউকে তালাক দিয়ে দেয়।
এর কয়েক বছর পর আরেক সহকর্মীকে একই ভাবে বিয়ে করে। এমত অবস্থায় শাহরুখ তার প্রথম স্ত্রীর সন্তানের জন্মদিনে এটেন্ড করে। রাগে, হিংসায় দ্বিতীয় স্ত্রী ফেসবুকে বড় পেটের ছবি ছেড়ে দেয়। এরপর তাকেও তালাক দেয়।
এতকিছুর পরেও শাহরুখ দুই বউ নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। এই টানটান সামাজিক অস্থিরতা পূর্ণ গল্পের শেষে, শাহরুখ দ্বিতীয় স্ত্রীর সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দেয়...
copy🙂
(বিশ্বাস করেন আমি কিন্তু এখনো জাওয়ান সিনেমা দেখি নাই। কেউ দেখে থাকলে ঘটনা সত্যি কিনা কমেন্ট করে জানাবেন 🙃🙃🙃🙃🙃