People Sylhet

People Sylhet সবাই আমার পেইজে লাইক এবং শেয়ার করেন এবং একটি রিভিউ দিয়েন🔥,
(62)

সিলেট-৫ আসনে ভোটের হাওয়া:মাওলানা মোহাম্মাদ হুছাম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার গুঞ্জন। আসন্ন জাতীয় সংসদ...
04/11/2025

সিলেট-৫ আসনে ভোটের হাওয়া:
মাওলানা মোহাম্মাদ হুছাম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার গুঞ্জন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ভোটের হাওয়া ক্রমেই উত্তপ্ত হচ্ছে। এই আসনে দীর্ঘদিন ধরে চলতে থাকা এক গুরুত্বপূর্ণ গুঞ্জনের অবসান ঘটিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামতে পারেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা মোহাম্মাদ হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী।

​জানা গেছে, সাবেক এমপি মাওলানা হোসাম উদ্দিনের নির্বাচন করার যে গুঞ্জন স্থানীয় রাজনীতিতে ছিল, তা
দিন দিন আরো জোরালো হচ্ছে। অবশেষে তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বলে একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে।

​ধর্মীয় এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সিলেট-৫ আসনটি সবসময়ই গুরুত্বপূর্ণ। এই আসনে ঐতিহ্যগতভাবে ইসলামি চিন্তাধারা ও আল ইসলাহ আন্দোলনের একটি বড় সমর্থন গোষ্ঠী রয়েছে। মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীর মতো একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বের স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করবে।

​স্থানীয় ভোটাররা মনে করছেন, তাঁর প্রার্থিতা কেবল আল ইসলাহর অনুসারীদের ভোটকেই প্রভাবিত করবে না, বরং নিরপেক্ষ ও ধর্মপ্রাণ সাধারণ ভোটারদের একটি বড় অংশকেও আকৃষ্ট করবে। এর ফলে, এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির (যদি তারা নির্বাচনে অংশ নেয়) প্রার্থীর বাইরে তৃতীয় একটি শক্তিশালী পক্ষ তৈরি হবে বলে অনেকেই মনে করছেন।

📱 আজ সৌদি আরবে অনেকের ফোনে “Emergency Warning Alerts” নামে একটা মেসেজ এসেছে 🚨অনেকে একটু ভয় পেয়ে গেছেন, আসলে ভয় পাওয়ার কি...
03/11/2025

📱 আজ সৌদি আরবে অনেকের ফোনে “Emergency Warning Alerts” নামে একটা মেসেজ এসেছে 🚨
অনেকে একটু ভয় পেয়ে গেছেন, আসলে ভয় পাওয়ার কিছুই নেই।

এটা সৌদি Civil Defense থেকে পাঠানো একটা পরীক্ষামূলক এলার্ট (Test Alert) —
মানে শুধু সিস্টেম ঠিকভাবে কাজ করছে কিনা সেটা যাচাই করার জন্য পাঠানো হয়েছে ✅

আজকে মক্কা, মদিনা, রিয়াদ, তাবুকসহ কয়েকটা শহরে এই টেস্ট করা হয়েছে।
তাই কেউ চিন্তা করবেন না, এটা কোনো জরুরি খবর বা বিপদের কিছু না 🙂
সৌদি প্রবাসিরা আপনাদের কার কার ফোনে এমন মেসেজ এসেছে আজ?

🇸🇦 #মক্কা #মদিনা #রিয়াদ #তাবুক #সৌদি_প্রবাসী #বাংলাদেশ

হামজা ইংল্যান্ড থেকে, ফাহমেদুল ইতালি থেকে, জায়ান আমেরিকার স্বপ্ন ছেড়ে, আর সামিত—কানাডা থেকে এসে শুধুমাত্র এক ম্যাচের জন্...
09/10/2025

হামজা ইংল্যান্ড থেকে, ফাহমেদুল ইতালি থেকে, জায়ান আমেরিকার স্বপ্ন ছেড়ে, আর সামিত—কানাডা থেকে এসে শুধুমাত্র এক ম্যাচের জন্য।

তাদের সবার চোখে যে একটানা হতাশা, যেন তারা শুধু হেরেই গেলেন না, হারিয়ে গেলেন নিজের হৃদয়ের একটা অংশ। হামজা, যিনি গোল করার পরও সতীর্থদের দেখে “সরি” বললেন, অথচ আজ তার মতো ইনফর্ম প্লেয়ার আর কেউ ছিল না। সামিত তো পা ফেলতে পারছেন না, ফাহমেদুল মাঠে গড়াগড়ি খাচ্ছিলেন।

এটাই দেশপ্রেম। এটাই দেশ নিয়ে অদৃশ্য টান। তারা হয়তো কিছুই পায়নি আজ, কিন্তু ত্যাগ দিয়ে, ভালোবাসা দিয়ে বাংলাদেশের ফুটবলকে নতুন কিছু দেখানোর চেষ্টায় আছেন।

আমরাও পাবো একদিন, যখন সময় আমাদের পাশে থাকবে। ❤️

বাজারে এলো নতুন জাকের সেন্টারফুট
09/10/2025

বাজারে এলো নতুন জাকের সেন্টারফুট

07/10/2025

এক ভরি স্বর্ণের দাম ২ লক্ষ আর ওমরাহর খরচ দেড় লক্ষ।
স্ত্রীকে স্বর্ণ না দিয়ে ওমরাহ উপহার দিন!

06/10/2025

ভোলাগঞ্জ পর্যটন স্পট সাদা পাথরের নিলাম সমাপ্ত
সর্বোচ্চ ডাক তিন কোটি ৪১ লাখ ২৫ হাজার।

Last 6 MatchRuns=230Balls=166Fifty=4Six=20Four=9Remember the name Saif Hassan 👑☠️🔥
06/10/2025

Last 6 Match
Runs=230
Balls=166
Fifty=4
Six=20
Four=9
Remember the name
Saif Hassan 👑☠️🔥

Address

বাংলাদেশ
Dhaka

Website

http://tiktok.com/@people_sylhet

Alerts

Be the first to know and let us send you an email when People Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share