09/10/2025
হামজা ইংল্যান্ড থেকে, ফাহমেদুল ইতালি থেকে, জায়ান আমেরিকার স্বপ্ন ছেড়ে, আর সামিত—কানাডা থেকে এসে শুধুমাত্র এক ম্যাচের জন্য।
তাদের সবার চোখে যে একটানা হতাশা, যেন তারা শুধু হেরেই গেলেন না, হারিয়ে গেলেন নিজের হৃদয়ের একটা অংশ। হামজা, যিনি গোল করার পরও সতীর্থদের দেখে “সরি” বললেন, অথচ আজ তার মতো ইনফর্ম প্লেয়ার আর কেউ ছিল না। সামিত তো পা ফেলতে পারছেন না, ফাহমেদুল মাঠে গড়াগড়ি খাচ্ছিলেন।
এটাই দেশপ্রেম। এটাই দেশ নিয়ে অদৃশ্য টান। তারা হয়তো কিছুই পায়নি আজ, কিন্তু ত্যাগ দিয়ে, ভালোবাসা দিয়ে বাংলাদেশের ফুটবলকে নতুন কিছু দেখানোর চেষ্টায় আছেন।
আমরাও পাবো একদিন, যখন সময় আমাদের পাশে থাকবে। ❤️