Muslim Day Planner

Muslim Day Planner Day Planner, Yearly Planner, Dua Planner, Note Books.

যদি প্রশ্ন করা হয় ‘জীবন আমদের কাছে এত মূল্যবান কেন ?’
উত্তরটা হয়তো একেকজনের ক্ষেত্রে একেক রকম হবে। কেউ হয়তো বলবে “জীবন তো একটাই। যতটা উপভোগ করার তা-তো এই এক জীবনেই করতে হবে। জীবনে যত স্বপ্ন আছে, সব তো এই এক জীবনেই পূরণ করতে হবে। ইত্যাদি”...
আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো, “জীবন একটাই”—এটা এখানে মূল ফোকাস না। বরং এখানে মূল ফোকাস হলো, এই ‘এক জীবনে’ জীবনটাকে উপভোগ করা।
যদি তাই হয়, তাহল

ে অবশ্যই ভেবে দেখার দরকার আছে, আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের ক্ষেত্রেও প্রশ্নটির উত্তর একইরকম হওয়ার কোনো সুযোগ আছে কি না? কারণ আমরা তো বিশ্বাস করি—‘জীবন যদিও একটাই, তবে এটাই জীবনের শেষ নয়। এর পরে আরেক জীবন আছে। আখিরাত—যেটা চিরস্থায়ী। যার কোনো শেষ নেই। এই ‘এক জীবন’ হলো সেই সীমাহীন জীবনের পরীক্ষা-পর্ব। এটা কোনো উপভোগের জায়গা নয়। বরং, ভালো বা মন্দ কাজের মাধ্যমে চিরস্থায়ী সেই আখিরাত জীবনে, নিজের ভালো বা মন্দ অবস্থান তৈরির পরীক্ষা ক্ষেত্র। আর এজন্যই ‘এই জীবন’ আমাদের কাছে এত মূল্যবান।
পরীক্ষার হলের মতোই জীবনের নির্দিষ্ট সময় নিমিষেই ফুরিয়ে যায়। জীবন সময়ের এই বিরামহীন ধাবমানতার জন্যই জীবন আমাদের কাছে পরম মূল্যবান। সময় অনন্ত, কিন্তু জীবন সীমাবদ্ধ। ‘জীবন থেকে যে সময় একবার চলে যায় তা আর ফিরে পাওয়া যায় না’—একজন মুসলিমের জীবনে সময়ানুবর্তিতার গুরুত্ব বোঝার জন্য, এই একটা সত্য বুঝতে পারাই যথেষ্ট।
কিন্তু আমরা ক’জন বুঝি আমাদের সময়গুলো আসলেই কতটা গুরুত্বপূর্ণ? সত্যিই বুঝলে, আমাদের তো উচিত ছিল কিশোরবেলার সেই পরীক্ষার দিনগুলির মতো দৈনন্দিন জীবনের রুটিন লিখে সদা চোখে পড়ার মতো জায়গায় সেঁটে রাখা। কিন্তু সবকিছু বোঝার পরেও, খুব করে চাইলেও আমরা অনেকেই হয়তো পার্থিব ব্যস্ততার চাপে রুটিন-মাফিক প্রোডাক্টিভ হয়ে চলতে পারি না। আপনার-আমার, আমাদের সবার এই ‘না পারা’-কে ‘পারা’-তে পরিণত করতে, সামনের সময়গুলো বেহিসাবে নষ্ট না করে প্রোডাক্টিটি ও সময়নিষ্ঠতার সহিত ব্যয় করার একটি সুশৃঙ্খল বন্দোবস্ত করতেই ‘মুসলিম ডে প্লানার’ টিমের পথচলা।

এই অসাধারণ তিনটি নোটবুকের মধ্যে কোনটি আপনার সংগ্রহে আছে? #নোটবুকMuslim Day Planner
07/08/2025

এই অসাধারণ তিনটি নোটবুকের মধ্যে কোনটি আপনার সংগ্রহে আছে?

#নোটবুক

Muslim Day Planner

07/08/2025

সেজদারত মৃত্যু অনেকেই চায়। শুক্রবারে। কালিমা পড়তে পড়তে। কাবা শরিফের সামনে।

অবাক হবেন, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের সময় এগুলো কোনটাই পাওয়া যায় না। না তার মৃত্যু সেজদারত অবস্থায় হয়েছে। না শুক্রবার। তার শেষ বাক্য কালিমাও ছিল না। কাবা শরিফের সামনেও হয় নি।

তবে তার ইন্তেকাল হয়েছে এমন অবস্থায়, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট। মোর ইমপর্ট্যান্ট এটাই। এজন্যই তিনি আমাদের দুআ শিখিয়েছেন-

اَلّٰهُمَّ تَوَفَّنِيْ وَاَنْتَ رَاضٍ عَنِّيْ

আল্লাহ! আপনি আমার উপর যখন খুশী থাকবেন,আমার মৃত্যু যেন এমন অবস্থাতেই হয়।

-Rizwanul Kabir

Muslim Day Planner

07/08/2025

একজন মুমিন জানে— এই জীবন চিরন্তন নয়। প্রতিটা দিন, প্রতিটা সকাল তার জন্য এক নতুন আমানত।
সে জানে, এই সময়ই হচ্ছে তার জবাবদিহির পুঁজি। তাই সে দিনের শুরুতেই নিয়ত ঠিক করে নেয়— আজকের দিনটা আমি হেলায় কাটাব না।

সে আলসেমিতে গা ভাসায় না, অযথা সময় অপচয় করে না।
বরং সে সময়কে কাজে লাগায়— ইবাদতে, নিজের উন্নতিতে, অন্যের উপকারে, প্রোডাক্টিভ আউটপুটের আশায়।

তার কাছে ‘প্রোডাক্টিভ থাকা’ মানেই শুধু কাজের কাজ করা নয়,
বরং এমন কাজ করা, যার পিছনে নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টি।

কারণ একজন প্রকৃত মুমিন জানে—
জীবনটা ছোট, কিন্তু এর প্রতিটা মুহূর্ত হতে পারে জান্নাতের পথে এগোনোর সিঁড়ি।

তাই সে সময়ের মর্যাদা বোঝে, এবং প্রতিদিনকে করে তোলে বরকতময়।

Muslim Day Planner

06/08/2025

একটি প্রসিদ্ধ হাদিস। আমরা প্রায় সকলেই জানি।
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ প্রকৃত মু’মিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা–ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে।

এটা খুবই ব্যাপক ও বিস্তৃত ক্ষেত্রে পালনীয় একটি বৈশিষ্ট্য। নিজের জন্য যা ভালোবাসা হয়, অন্যের জন্যও তা ভালোবাসা এবং নিজের জন্য যা অপন্দন্দ করা হয়, অন্যের জন্যও তা অপছন্দ করা- এটি যদি আমাদের জীবনের নীতি হয়, তাহলে সমাজের অনেক অকল্যান আপনাআপনি দূর হয়ে যাবে।

পারিবারিক জীবনে এই হাদিসটির একটি দিক তুলে ধরতে চাচ্ছি। আমাদের জীবনে পরিবারিক জীবনের গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে, বউ-শাশুড়ির সম্পর্ক। এই সম্পর্ক নিয়ে সমাজে নানা মিথ, অস্থিরতা, ভীতি ও অভিযোগ। মনে হবে, পরিবার জীবনের অধিকাংশ অশান্তি ও অসুখের কারণ এই সম্পর্কের টানাপোড়ন।

এই হাদিসের যে থিউরী ও শিক্ষা, এটা সামনে রাখলে আসলে বউ-শাশুড়ির সম্পর্কের টানাপোড়ন শেষ হয়। ঈমানি এই গুণটাকে যদি তারা উভয়ে নৈতিকভাবে ধারণ করে, তবে তাদের মধ্যকার অনেক বিতর্কই গুছে যেত।

একজন শাশুড়িও তো এক সময় বউ ছিল। তিনি বউ থাকা অবস্থায় যেই আচার-আচরণ প্রত্যাশা করতেন, সেটা যদি নিজ ছেলের বউকে উপহার দেন। আবার একজন বউ তো কদিন পর শাশুড়ি হবে। সে শাশুড়ি হিসেবে ছেলের বউয়ের কাছে যেরকম আদর ও আচরণ প্রত্যাশা করে, সেটা যদি নিজ শাশুড়িকে উপহার দেয়। তবেই মূলত তাদের জীবনে এই শিক্ষার প্রতিফলন ঘটত।

এই হাদিসটা শুনলে মনে আসে হয়ত এটা কেবল ভাই বন্ধু বান্ধবদের জন্য প্রজোয্য। মোটেও না। প্রত্যেক মুমিন নারী- পুরুষই হাদিসের অন্তর্ভূক্ত, সম্পর্কে সে যেই হোক না কেন। কিন্তু আমরা প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে এভাবে কল্পনা করি না।

বউরা শাশুড়িকে কল্পনা করে কেবল জামাইয়ের প্রতিদ্বন্দ্বী মা হিসেবে। আবার শাশুড়িরা ছেলের বউকে কল্পনা করে ছেলের ফাঁকিবাজ বউ হিসেবে। কিন্তু তাদের পরস্পরে তো ঈমানেরও একটা সম্পর্ক আছে। আমি নিজের জন্য যেটা চাচ্ছি, তার জন্যও সেটা চাওয়া তো আমার ঈমানের দাবি। এটা তো আমার ঈমানি সিফাত। মুমিন নারী হিসেবে এই চিন্তাটা থাকা তাদের জন্য অপরিহার্য। উভয়েই উভয়ের জন্য এভাবে ঈমানি জায়গা থেকে চিন্তা করলে তাদের সম্পর্কটা সুন্দর হত।

রাগ অভিমান হবে, তবুও সম্পর্কে একটা সরলতা থাকত। সহজতা থাকত। জটিলতা কমত। দিনশেষে উভয়ে উভয়ের জন্য ইহসানের চিন্তা করত। রহমের চাদর বিছিয়ে দিত।

-ইফতেখার সিফাত

Muslim Day Planner

06/08/2025

ভারাক্রান্ত হৃদয়ের সূকুন কেবল কুর'আনে। কুর'আনের ভালোবাসায় হৃদয় রাঙ্গালে কষ্টের ভার সইতে বেগ পেতে হয় না। তাই কুর'আনকে আগলে জীবন সাজান।

#কুরআনময়জীবন

Muslim Day Planner

তুমি জানো, তুমি কেনো এত অসাধারণ?✨অনেক দিন তো হলো...নিজেকে শেষবার কবে “তুমি কিন্তু অসাধারণ” বলেছো মনে আছে?আমাদের এই “Reas...
06/08/2025

তুমি জানো, তুমি কেনো এত অসাধারণ?✨

অনেক দিন তো হলো...
নিজেকে শেষবার কবে “তুমি কিন্তু অসাধারণ” বলেছো মনে আছে?

আমাদের এই “Reasons why I am awesome” নোটবুকটা তেমনই একটা কম্ফোর্টের জায়গা হয়ে উঠতে পারে তোমার জন্য, যেখানে তুমি তোমার নিজের ছোট ছোট ভালো লাগা, অর্জন, নিজের বিশেষত্ব; এসব টুকে রাখতে পারো।

যখন একদিন মন খারাপ থাকবে, আত্মবিশ্বাস থাকবে না— তখন এই নোটবুকটা খুলে দেখবে, তখন নিজেরই মনে হবে-
“এই যে! তুমি তো অনেক কিছু পারো, তোমার জন্য কোনোকিছুই অসম্ভব নয়, অন্যেরা তোমাকে ল্যাগ বিহাইন্ড করে রাখতে চাইলেও তুমি কারো চেয়ে কোনোভাবেই কম নও!”
তুই যে হাসি দিয়ে মানুষকে আপন করে নিতে জানো, তুমি যে সব জায়গায় সততার সাথে নিজের অস্তিত্ব রক্ষায় লড়াই করতে জানো, তুমি যে এখনো হাল ছেড়ে দাও নি- এসবই তো তোমার অসাধারণ হওয়ার প্রমাণ!

এটা শুধু একটা নোটবুক নয়,
এটা তোমার নিজের উপর বিশ্বাস, ভালোবাসা ধরে রাখার একটা টোটকা!

📒 তাই দেরি কেন? এখনই অর্ডার করে ফেলো “Reasons why I am awesome” অসাধারণ এই নোটবুকটি!
কারণ, তুমি সত্যিই..... অসাধারণ! 🫶



Muslim Day Planner

❝___________আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ড্রিম প্ল্যানারটা পেলাম। আর মুসলিম ডে প্ল্যানার প্ল্যাটফর্মের মাধ্যমে আল্লাহ সুব...
05/08/2025

❝___________আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ড্রিম প্ল্যানারটা পেলাম। আর মুসলিম ডে প্ল্যানার প্ল্যাটফর্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এটা সম্ভব করেছেন।
উম্মাহর কল্যাণে এই রত্ন (প্ল্যানারটা) তৈরি করার দীর্ঘ প্রক্রিয়ায় আপনারা যে সমস্ত কঠোর পরিশ্রম এবং কষ্ট সহ্য করেছেন তার জন্য আল্লাহ আপনাদের এর প্রতিদান দিন, আল্লাহ এই মহান কাজের সাথে জড়িত সকলকে, তাদের পরিবারবর্গসহ রক্ষা করুন এবং উভয় জগতের সর্বোত্তম সঙ্গে সবকিছু দান করুন।
সকল আল্লাহভীরু মুসলমানদের জন্য এই প্ল্যানারটি রিকমেন্ড করছি যারা বিচার দিবসের হিসাব নিয়ে ভীতসন্ত্রস্ত। তাদের জন্য এটি একটি ড্রিম প্ল্যানার যারা হযরত উমার (রাঃ) এর মূল্যবান এই উক্তিটিকে গভীরভাবে উপলব্ধি করেছেন:
“তোমাদের হিসাব নেওয়ার আগে, তোমরা স্বয়ং নিজের হিসাব নাও।”
ইন শা আল্লাহ প্রতি বছর এই প্ল্যানারটি সংগ্রহ করবো।
বারাকাল্লাহু ফিকুম।___________❞

এক শুভাকাঙ্ক্ষী ইউজার বোনের নিকট থেকে পাওয়া এই এপ্রিসিয়েশন, আগে চলার পথে আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে৷ এই প্ল্যানারটি হয়ে উঠুক আপনার জীবনের আলোকবর্তিকা✨ ভালোবাসা এবং দুয়া💓

যাদের সংগ্রহে নেই, এখনই অর্ডার করুন!
Muslim Day Planner

05/08/2025

হিদায়াত অত্যন্ত মূল্যবান। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত তার মনোনীত বান্দাদের জন্য...

পেয়ে গেলেই শেষ নয়, আগলে রাখতে হয়, যত্নে রাখতে হয়। না হয় একটু সুযোগ পেলেই খাঁচার পাখি তথা হিদায়াত উড়ে যায়।

#হিদায়াত

Muslim Day Planner

04/08/2025

একটা প্রশ্ন, একদম মন থেকে উত্তর চাই!

আপনি নোটবুক বা ডেইলি প্ল্যানার কিংবা সবচেয়ে বেশি কোন কারণে ইউজ করতে চান বা করেন?

১. নিজের লাইফ গুছিয়ে রাখতে?
২. আমলের হিসাব রাখতে?
৩. মন ভালো রাখতে?
৪. প্রোডাক্টিভলি সময় কাটাতে?
৫. না কি শুধু নতুন কিছু শুরু করার এক্সাইটমেন্টে?

কমেন্টে বলুন⬇️


Muslim Day Planner

আমাদের কোন ট্র‍্যাকার/ প্ল্যানারটি আপনার জীবনে সত্যিই ইম্প্যাক্ট ফেলছে, কমেন্টে জানান। এবং কীভাবে? #জানার_ইচ্ছেMuslim Da...
04/08/2025

আমাদের কোন ট্র‍্যাকার/ প্ল্যানারটি আপনার জীবনে সত্যিই ইম্প্যাক্ট ফেলছে, কমেন্টে জানান। এবং কীভাবে?

#জানার_ইচ্ছে

Muslim Day Planner

পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, বরং একসাথে জান্নাতের দিকে পথচলা...🕊️রাতে বাবা কুরআন পড়ছেন, মা দোয়া করছেন দু'হাত তুলে, চ...
04/08/2025

পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, বরং একসাথে জান্নাতের দিকে পথচলা...🕊️

রাতে বাবা কুরআন পড়ছেন, মা দোয়া করছেন দু'হাত তুলে, চুপচাপ চোখ বন্ধ করে... পাশে ছোট্ট বাচ্চা তার কুটুমুটু জায়নামাযে সিজদা করছে— হয়তো ঠিকঠাক না, তবু ভাবছে, আমি তো নামাজ পড়ছি, আল্লাহ নিশ্চয় খুশি হচ্ছেন।

একটা ঘরে যখন আযানের শব্দে সবাই হাতের কাজ থামিয়ে দিয়ে ওযু করে নেয়,
যখন বাবা-মা একসাথে বসে তাফসীর শুনে সন্তানদের শোনান, সন্ধ্যার পর ঘরোয়া হালাক্বা তালিম হয়,
যখন রাত জেগে কেউ একজন তাহাজ্জুদ পড়ছে, পরিবারের বাকিদের হেদায়েতের পথে অটুট থাকার জন্য দোয়া করছে—
তখন সে ঘরটাকে আল্লাহর রহমত এমনভাবে ঘিরে রাখেন, যেন ঐ ঘরটি জান্নাতের একটা অংশ।

দ্বীন মানে কেবল মসজিদ যাওয়া আসা না। দ্বীন মানে শুধুই নিজে নামাজ, রোযা পালন করা নয়। দ্বীন এমন এক নির্যাস, যার সুবাস ছড়িয়ে দিতে হয়, এবং এর শুরুটা হতে হয় পরিবার থেকেই।

চলুন, পরিবার নিয়ে নতুনভাবে শুরু করি।
গোমরাহি মুক্ত একটা জীবন যেখানে সকলে একসাথে ইবাদত করে, তাওবা করে, একসাথে রবের নির্দেশিত ও রাসূলের দেখানো পথে চলে, সকলের উদ্দেশ্য: এক জান্নাহ!

কারণ নিশ্চয়ই এটি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য যে,
একটি পরিবার একসাথে তাঁর দিকে ফিরে আসছে...🌙🤍

Muslim Day Planner

03/08/2025

"যে প্রচুর দুআ করার তাওফিক পেয়েছে, তাকে সুসংবাদ দাও যে সেগুলো শীঘ্রই কবুলও হয়ে যাবে।"

— শায়খ আব্দুর রাহমান আস সা'দী (রহি.)
[সূত্র : আল ফাওয়াকিহুশ শাহিয়্যাহ, পৃ: ৩৬; আর রিয়াসাতুল আম্মাহ]

Muslim Day Planner

Address

Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801407056965

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Day Planner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Day Planner:

Share

Category