CCN-Capp Crime News

CCN-Capp Crime News দেশ ও মানুষের সেবায় নিয়জিত

হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকার সৈয়দ নুর প্রকাশ নুরুল আমিন ড্রাইভার পুরনো মাদক গডফাদার ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি নোহা...
31/07/2025

হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকার সৈয়দ নুর প্রকাশ নুরুল আমিন ড্রাইভার পুরনো মাদক গডফাদার ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি নোহা গাড়ী ও ২টি মোবাইল ফোনসহ গ্রেফতার। উত্তর শিলখালীতে নিয়মিত আসা যাওয়া রয়েছে।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের মোঃ মিনহাজুর রহমান ভূূইয়ার  একমাএ  পুএ  মোঃ মাহতাব ভূইয়া  মাইলস্টোন ...
23/07/2025

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের মোঃ মিনহাজুর রহমান ভূূইয়ার একমাএ পুএ মোঃ মাহতাব ভূইয়া মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেনির ছাএ বিমান দূর্ঘটনায় ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি ছিলেন। কিছুক্ষন আগে আমাদের মাহতাব আমাদেরকে ছেড়ে চলে গেছেন
(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহহি রাজিউন)।
মহান আল্লাহ পাক যেন মাহতাবকে শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য ধারন করার তৌফিক দান করেন আমিন!

23/07/2025
৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের।জামালপুরে ডিবি পুলিশের অ'ভি'যা'নে ৭৪ কেজি গাঁ'জা উ'দ্ধা'র, নারী ব্য...
23/07/2025

৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের।

জামালপুরে ডিবি পুলিশের অ'ভি'যা'নে ৭৪ কেজি গাঁ'জা উ'দ্ধা'র, নারী ব্যবসায়ী গ্রে'ফ'তা'র

জামালপুরের মেলান্দহ এলাকায় অ'ভি'যা'ন চালিয়ে ৭৪ কেজি গাঁজা উ'দ্ধা'র করেছে ডি'বি পুলিশ। পাশাপাশি মোছাঃ সুজেদা(৩৮) নামের নারী গাঁজা ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করা হয়।

তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচার রায়ের বাকাই গ্রামের বেলাল মিয়ার স্ত্রী। এদিকে মঙ্গলবার (২২ জুলাই) ডিবির এসআই মো: এহসানুল হক আবির বাদী হয়ে ২০১৮ সালের ৩৬ (১) এর স্মারণীর ১৯(গ) /৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।

ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর নির্দেশে প্রতিনিয়ত মা'দ'ক বিরোধী অ'ভি'যা'ন পরিচালনা করছে ডি'বি পুলিশ।

গো'প'ন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩ টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এসআই মোঃ এহসানুল হক এর নেতৃত্বে নারী কনস্টেবল খাদিজা খাতুনের সহায়তায় মেলান্দহ থানার রায়ের বাকাই এলাকায় অ'ভি'যা'ন পরিচালনা করে ডি'বি পুলিশ। এ সময় ৪টি সাদা প্লাষ্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ২৮টি প্যাডিতে মোট ৭৪ কেজি গাঁ'জা উ'দ্ধা'র করা হয়। যার বাজারমূল্য ২২ লক্ষ ২০ হাজার টাকা।
ডিবির এই সফল অ'ভি'যা'নে'র বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব বলেন,

আমাদের টিম মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে নিয়মিত তৎপর রয়েছে। এই ধরনের অ'ভি'যা'নে'র মাধ্যমে জামালপুর জেলায় মা'দ'ক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হচ্ছে। তিনি আরো জানান, নারী ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মা'ম'লা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। তার স্বামী পলাতক।

এদিকে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ বলেন, মা'দ'ক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভ'য়া'ব'হ অভিশাপ। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এ ধ্বংসাত্মক চক্র ভাঙতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। জেলা গোয়েন্দা শাখার এই সফল অভিযান জামালপুর জেলাকে মা'দ'ক'মু'ক্ত করার লক্ষ্যে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। তিনি আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়।

যারা মা'দ'ক ব্যবসার সঙ্গে জড়িত, তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জেলা পুলিশের সকল ইউনিট সমন্বিতভাবে মাঠ পর্যায়ে তৎপর।

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!!❤️‍মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধ...
23/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!!❤️‍

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফা*য়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।

স্মৃতির পাতায় চিরজীবী হয়ে রয়ে গেছো
23/07/2025

স্মৃতির পাতায় চিরজীবী হয়ে রয়ে গেছো

21/07/2025

উত্তরা আধুনিক হাসপাতালে জবা নামে একটি মেয়ের স্বজনদের খুঁজছে।

10/04/2024

পবিত্র ঈদুল ফিতরের শুভেচছা। মোঃ রাসেল খান রানা। কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস্- (ক্যাপ)।

Address

Savar
Dhaka
67234

Telephone

+8801926167234

Website

Alerts

Be the first to know and let us send you an email when CCN-Capp Crime News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share