Jesmin's World

Jesmin's World Everything has beauty, but not everyone sees it !!
(2)

বসে থাকা মেয়ে টা আমি।চার পাশের পাহাড় গুলো আমার দুঃখ। বিশাল আকাশ টা আমার ভালোবাসা।পানি গুলো আমার ধৈর্য। আর যে পাখি গুলো দ...
03/08/2025

বসে থাকা মেয়ে টা আমি।

চার পাশের পাহাড় গুলো আমার দুঃখ।
বিশাল আকাশ টা আমার ভালোবাসা।
পানি গুলো আমার ধৈর্য।
আর যে পাখি গুলো দেখছেন ,তারা একজন আমার একেক টা অংশ।,আমার মায়া,আমার স্নেহ,আমার আবেগ,আমার স্বপ্ন।

আমি একাকীত্বর প্রেমে পরেছি।
জীবন অনেক সুন্দর।

29/07/2025

শিক্ষাব্যবস্থার মৃত্যুফাঁদ! Education System Of Bangladesh| Engineering College| Movement| ShahedinThumbnail- Md Abid (abidgfx)বাংলাদেশে শিক্ষাব্যবস্থার দুরব...

28/07/2025
28/07/2025
26/07/2025

আয়নায় যে মানুষটিকে দেখতে পাই, তাকে আমি ঠ'কিয়েছি অসংখ্যবার। জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, মেনে নিতে বাধ্য করেছি। সেক্রিফাইস করতে বলেছি। অনেক সময় সে হাঁপিয়ে গেছে, অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে, আমি বুঝি নি। তার কথা একবারও ভাবি নি, মেনে নেই নি। জগতের সমস্ত দুঃখ-কষ্ট যেন সে সইতে পারে, এটাই ভেবে এসেছি।আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি। দিনের পর দিন অন্যদের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি। তাকে বিশ্রাম দেই নি, যত্ন নিই নি। তার শখ-স্বপ্ন চাওয়া-পাওয়া সবকিছু ধূলিসাৎ করে দিয়েছি। অন্যদের সুখের জন্য তার সুখগুলোকে উড়িয়ে দিয়েছি।খুব ভয় হয় এখন! ওপারে তো সবকিছুর জবাবদিহি করতে হবে, সে কি আমাকে ক্ষমা করবে? না-কি সবার আগে সে-ই আমাকে আটকে ফেলবে? চিৎকার করে বলবে “তুমি আমার সাথে জু'লুম করেছো বার বার!”

Address

Dhaka

Telephone

+8801828744351

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jesmin's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share