SME News Portal

  • Home
  • SME News Portal

SME News Portal Be a Leader, and let's talk about DSE SME market!

27/06/2025

আজব সিস্টেম: ছোট কোম্পানি (sme market) থেকে ছোটরা কিনতে পারে না, বড়রা (৩০ লাখ+) কিনতে পারে। এটা চেঞ্জ হওয়া উচিত।

15/05/2025
25/04/2025

জুলাই এর ১ম সপ্তাহে মামুন এগ্রো মেইন মার্কেটে লেনদেন শুরু হতে পারে।

20/04/2025

উত্তানে ফিরবে sme market

ক্যাশ থাকলে এভারেজ, না থাকলে হোল্ড করুন। একটা কোম্পানি লিড দিবে, বাকিরাদেরও টান আসবে।

07/04/2025

এসএমই মার্কেট নিয়ে কেউ কোনো কথা বলে না। কমিশনের মুখে তালা ক্যান। QI লিমিট ১০ লাখ চাই

25/01/2024

আজকে SME Market এর কিছু কোম্পানির শেয়ার হোলডিং স্টাস্টাস আপডেট হয়েছে, বাকীগুলাও দ্রুত আপডেট হবে আশা করছি।

উল্লেখ্যঃ বছরে ২ বার এসএমই'তে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার হোলডিং পরিবর্তন হয়।

আজ রবিবার SME Market এর সকল শেয়ারের দাম কমেছে। তবে আগ্রহের শীর্ষে OTC থেকে আসা WONDERLANDTOYS সম্প্রতি সময়ের মধে সব থেকে...
30/07/2023

আজ রবিবার SME Market এর সকল শেয়ারের দাম কমেছে। তবে আগ্রহের শীর্ষে OTC থেকে আসা WONDERLANDTOYS

সম্প্রতি সময়ের মধে সব থেকে বেশি পরিমান শেয়ার আজ হাতবদল হয়েছে, যার পরিমান ৪ লাখ ৬৩ হাজার।

যে সকল কারনে শেয়ার বাজারে তালিকাভুক্ত SME Market এর WONDERLANDTOYS বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে

#১। ১০ বছরের এজিএম বাকি
DSE তথ্য মতে, কোম্পানিটি শেষ এজিএম করেছিল ২০১২ সালে। সেই মোতাকের কোম্পানিটির ১০ বছরের এজিএম বাকি আছে।

#২। পজিটিভ ইপিএস
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কোম্পানিটি যখন OTC market থেকে এসএমই তে আসে তখন’ই পজিটিভ ইপিএস ছিল।

#৩। মোট শেয়ার সংখ্যা
কোম্পানিটি মোট শেয়ার সংখ্যা মাত্র ১ কোটি। এর মধ্যে স্পন্সর শেয়ার ৩১.০৭%, প্রাতিষ্ঠানিক ৭.৮৭% এবং সাধারন পাবলিক ৬১.০৬% বা ৬১ লাখ ৬ হাজার।

#৪। পেপার শেয়ার ডিমেট বাকি
কোম্পানিটি ১৯৯১ সালের জুনের ৫ তারিখ প্রতিষ্ঠিত হয়। এর পরে ১৯৯৬ সালে আগস্ট মাসের ১৯ তারিখে আইপিওতে আসে। এর পরে ২০০৯ সালে কোম্পানিটি মূল মার্কেট থেকে OTC থেকে চলে যায়।

#৫। কোম্পানির সম্পদ
গাজীপুর কোম্পানির ফ্যাক্টরী। ফ্যাক্টরীর মোট জায়গা ৩.৩০ একর। যেখানে অফিস রুম, প্রশাসনিক ভবন, পাওয়ার হাউস, কাঁচামালের জন্য গুদাম, ওয়ার্কার্স কোয়ার্টার, গার্ড রুম, পানির ট্যাংক ও মসজিদ রয়েছে। সম্পদ পুনরায় মুল্যায়নে ন্যাভ বহুগুন বাড়বে আশা করা যায়।

বিশেষ নোটঃ এই লেখা বাই/সেলের নির্দেশনা করে না

পরবর্তী সময়ে SME market এর অন্য কোম্পানি নিয়ে রিভিউ আসবে। রিভিউ পেতে চোখ রাখুন আমাদের পেইজ

27/07/2023

আগামী রবিবার SME Market এর কোন শেয়ার কিনবেন ?

12/07/2023

কালকে SME কোন শেয়ার কিনবেন ?

12/07/2023

SME Market এ আজ ২০২৩ সালে সর্বোচ্চ লেনদেন হয়েছে, যার পরিমান ৫৬ কোটি ১৬ লাখ টাকা।

সামনের দিনগুলো এর থেকে অনেক বেশি লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে।

08/07/2023

২০১৮/১৯ সালের আগে শেয়ারবাজারে অন্যতম অবহেলিত সেক্টর ছিল ইন্সুরেন্স (লাইফ ও জেনারেল সহ)

সময়ের ব্যবধানে ইন্সুরেন্স সেক্টর একটা গতিতে চলে এসেছে, উত্তান ও পতনের মধ্যে এগিয়ে যাচ্ছে। একজন আদর্শ বিনিয়োগকারী গন্ডির বাইরে গিয়ে সব সময় একধাপ এগিয়ে চিন্তা করে। ২০১৭ এর শেষে বা ২০১৮ এর মধ্যে যে সকল বিনিয়োগকারী ইন্সরেন্সে বিনিয়োগ করেছিল তারা ভালো পরিমান প্রফিট করতে পেরেছিল।

ঠিক তেমনি শেয়ার বাজারে SME Market বড় উত্তানের ইঙ্গিত দিচ্ছে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when SME News Portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share