30/07/2023
আজ রবিবার SME Market এর সকল শেয়ারের দাম কমেছে। তবে আগ্রহের শীর্ষে OTC থেকে আসা WONDERLANDTOYS
সম্প্রতি সময়ের মধে সব থেকে বেশি পরিমান শেয়ার আজ হাতবদল হয়েছে, যার পরিমান ৪ লাখ ৬৩ হাজার।
যে সকল কারনে শেয়ার বাজারে তালিকাভুক্ত SME Market এর WONDERLANDTOYS বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে
#১। ১০ বছরের এজিএম বাকি
DSE তথ্য মতে, কোম্পানিটি শেষ এজিএম করেছিল ২০১২ সালে। সেই মোতাকের কোম্পানিটির ১০ বছরের এজিএম বাকি আছে।
#২। পজিটিভ ইপিএস
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কোম্পানিটি যখন OTC market থেকে এসএমই তে আসে তখন’ই পজিটিভ ইপিএস ছিল।
#৩। মোট শেয়ার সংখ্যা
কোম্পানিটি মোট শেয়ার সংখ্যা মাত্র ১ কোটি। এর মধ্যে স্পন্সর শেয়ার ৩১.০৭%, প্রাতিষ্ঠানিক ৭.৮৭% এবং সাধারন পাবলিক ৬১.০৬% বা ৬১ লাখ ৬ হাজার।
#৪। পেপার শেয়ার ডিমেট বাকি
কোম্পানিটি ১৯৯১ সালের জুনের ৫ তারিখ প্রতিষ্ঠিত হয়। এর পরে ১৯৯৬ সালে আগস্ট মাসের ১৯ তারিখে আইপিওতে আসে। এর পরে ২০০৯ সালে কোম্পানিটি মূল মার্কেট থেকে OTC থেকে চলে যায়।
#৫। কোম্পানির সম্পদ
গাজীপুর কোম্পানির ফ্যাক্টরী। ফ্যাক্টরীর মোট জায়গা ৩.৩০ একর। যেখানে অফিস রুম, প্রশাসনিক ভবন, পাওয়ার হাউস, কাঁচামালের জন্য গুদাম, ওয়ার্কার্স কোয়ার্টার, গার্ড রুম, পানির ট্যাংক ও মসজিদ রয়েছে। সম্পদ পুনরায় মুল্যায়নে ন্যাভ বহুগুন বাড়বে আশা করা যায়।
বিশেষ নোটঃ এই লেখা বাই/সেলের নির্দেশনা করে না
পরবর্তী সময়ে SME market এর অন্য কোম্পানি নিয়ে রিভিউ আসবে। রিভিউ পেতে চোখ রাখুন আমাদের পেইজ