Paru Tamu's Vlog

Paru Tamu's Vlog মানুষ সব কথা রাখার জন্য দেয় না, কিছু কথা দেয় মুহূর্তকে সুন্দর করার জন্য। ❤️

10/10/2024

Never expect someone to make you feel special. Make yourself happy and go on a self-date instead.🪷

31/05/2024

মানুষকে ঠকানো খুব সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন।
🙂

🫥ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়তে প্রবেশের জন্য এই যুদ্ধ!!এই লড়াই বিসিএস বা যেকোনো একটি সরকারি চাকরি প্রা...
31/05/2024

🫥ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়তে প্রবেশের জন্য এই যুদ্ধ!!এই লড়াই বিসিএস বা যেকোনো একটি সরকারি চাকরি প্রাপ্তির জন্য লড়াই!!

📌তারা সকাল ৮টায় লাইব্রেরিতে প্রবেশ করে এবং পড়াশোনা করেন রাত৯টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ১১ বা ১২ ঘন্টা প্রতিদিন (খাওয়া,নামাজ বাদে)।এভাবেই কেটে যায় তাদের প্রতিদিন, মাস ঘুরে বছর আসে।

📌এই সময়ে তাদের না আছে আড্ডাবাজি।আর এভাবেই একদিন পরিবর্তন আসে তাদের বেকার জীবনে....

📌আর অন্যদিকে আমি যেদিন ২/৩ ঘন্টা পড়া হয় ভাবি আজ অনেক পড়া হইছে,আজ আর থাকুক।আবার মাঝেমধ্যে পুরো দিনেও বই এর সাথে যোগাযোগ হয় না।আজ এর বিয়ের দাওয়াত, কাল ওর মুসলমানি,এই বন্ধু আডডায় না গেলে ঘরকুনো বলবে,আজ তার জন্য একটু ডাক্তারের সিরিয়াল দিয়ে দাও তো কাল ওর বাসের টিকিট কেটে দাও;এইসব করেই আমাদেরও মাস ঘুরে বছর আসে।

📌এরই মধ্যে বিরাট পার্থক্য আসে তাদের সাথে আমাদের পরীক্ষার প্রস্তুতিতে।এরপর ভাবনা আগামী বছর দেখিয়ে দিবো।কিন্তু না পরের বছরও সেই একই পুরানা রুটিনে ফিরে যাই।আর এভাবেই শেষ হতে চলে চাকরির বয়স।কিন্তু পাস আর করা হয় না।

📌দিনশেষে ঘোর হতাশা আর অন্ধকার নিয়ে নেমে আসে গ্লানিময় বেকার জীবনের খড়্গ।না পূরণ হয় নিজের স্বপ্ন না পিতামাতার। নিজের অজান্তেই মনে হয় বৃথা মানবজীবন বৃথা শিক্ষাজীবন। নিজেকে দিনশেষে মনে হয় সমাজের অবাঞ্চিত এক প্রাণি।।

✍️এসব করেই ভাবি যে একদিন না একদিন পরিবর্তন আসবে।আসলে এটা তো দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না।কারণ বর্তমানে চাকরির বাজার অনেক কম্পিটিশনে ভরা।তাই ভালো
কিছু করতে চাইলে কী করতে হবে আশা করি বুঝতেই পারছেন!!

✍️আপনার বাস্তব জীবনের সাথে কতটা মিলে যায় সেটা মিলিয়ে নেবার দ্বায়িত্ব যেমন আপনার।ঠিক তেমনই বাকি শিক্ষা জীবনের অনাগত দিনগুলো কীভাবে কাটাবেন সেই দ্বায়িত্বও আপনার।কিন্ত সিদ্ধান্ত নিতে হবে আজই, এক্ষনই!!

📌আর এক্ষেত্রে অপরিকল্পিত কিছু না করে পরিকল্পনা অনুযায়ী সময়টা কাজে লাগানোর কোন বিকল্প নেই। বিশেষ করে আমাদের যাদের ঢাকা ভার্সিটির লাইব্রেরিতে গিয়ে পড়ার সুযোগ নেই,আমরা যারা গ্রামগঞ্জে দেশের আনাচে কানাচে থেকেই প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য রুটিন অনুযায়ী পড়াটা নিয়মিত ধরে রাখা অনেক অনেক চ্যালেঞ্জিং।

✍️আমরা শুরুটা হয়তো বেশ জোরেশোরেই করি কিন্তু এক সপ্তাহের বেশি এই গতি ধরে রাখতে পারি না।

31/05/2024

এই যে তুমি তোমার খারাপ সময়টাতে একা একাই লড়াই করে গিয়েছো। প্রচন্ড ডিপ্রেশনের সময়টাতেও ভালো থাকার অভিনয় করে গিয়েছো। নিজেকে নিজে স্বান্তনা দিয়েছো। নিজের সাথে নিজে কথা বলে দিন কাটিয়েছো। বাস্তবতাকে মেনে নিয়ে পথ চলতে শিখেছো।

এই লড়াইটা তোমাকে একদিন অনেক বেশি শক্তিশালী করে তুলবে। তোমার জীবনটাকে সুন্দর করে তুলতে সাহাজ্য করবে। ইনশাআল্লাহ ভালো দিন আসবে!❤️

25/05/2024

জীবনে যা ই করেন, কাউকে 'ইউজ' কইরেন না! আপনার নিজের 'শান্তির' জন্য অন্য একটা মানুষ এর জীবন নষ্ট করে দিয়েন না! মানুষ টা যখন বুঝে যাবে আপনি তাকে কখনো ভালোই বাসেন নাই, শুধু নিজের সুবিধার জন্য তাকে 'ইউজ' করছেন,সে আর ঠিক থাকতে পারবে না! কাউকে 'ইউজ' করার মতো জঘন্য কাজ খুব কম ই আছে! একা থাকেন,তাও কারো জীবন নষ্ট কইরেন না!

07/05/2024

আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি,❤️


আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!

আলহামদুলিল্লাহ🌸

07/05/2024

আপনার চুল মারাত্নক সুন্দর! কেউ একজন আইসা বললো 'ওমা! কি সুন্দর চুল রে তোর!'
পরের কয়েকদিন ধরে খেয়াল করলেন আপনার চুল সব পড়ে যাচ্ছে কোনো কারন ছাড়াই!

আপনি ভালোই পড়ালেখা করেন বা পড়া ধুমাইয়া না হলেও পড়ার টেবিলে বসে থাকেন৷ যতোই যাই হোক, পড়া কিছু হলেও হয়। বাসায় একজন বেড়াতে আইসা বললো 'একটা মানুষ এতোক্ষন পড়ার টেবিলে থাকে! দেখতেই ভাল্লাগে!'
তারপর থেকে আপনার আর পড়তে ইচ্ছে করেনা! পড়তে বসলেও পড়া আর মুখস্থ হয়না! পড়ার টেবিলে ১০ মিনিট ও একটানা বসতে পারেন না!

আপনার স্কিনে পিম্পল নাই, উঠেও না খুব একটা। ক্লাসে একজন বললো 'ওমাগো! কি সুন্দর স্কিন তোমার! কোনো দাগ টাগ নাই!'

তারপর থেকে আপনার মুখে পিম্পল উঠে না,এমন কোনো সপ্তাহ আর নাই! উঠেই!

আপনি নিশ্চিত জানেন আপনার একটা 'ভালো' নিউজ আসতেছে সামনে। অতি এক্সাইটেড হয়ে সেটা কাউকে বলে দিলেন!
পরে দেখলেন সেই নিউজ আর আসতেছে না, পিছিয়েই যাচ্ছে,শেষে আর এলো ই না! আপনি কিন্তু নিশ্চিত ছিলেন!

'নজর! নজর!' বদনজর!
কিছু মানুষের 'মুখ' এতো জঘন্য ভাই!
সাবধান এইসব মানুষদের থেকে! সবাই আপনার ভালো চায় না!

17/04/2024

'জেদ' একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।

টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।

সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। 'আমিও করতে পারি', এটা প্রমাণ করার জেদ!’❤️

12/04/2024

Eid Mobarak ❤️❤️

বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা,বটি,ছাই,হলুদ,মরিচ,লবন...
12/04/2024

বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি
বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মানুষ আছে।
মানুষের কাছে দা,বটি,ছাই,হলুদ,মরিচ,লবন
কড়াই,গরম তেল, আগুন আছে। যাতে করে তাকে ফ্রাই করা হবে। তখন মাছ কখনো বিশ্বাস করতেন না। করলে এই বড়শির ধারের কাছেও আসতো না।

তেমনি আমাদেরকেও বার বার সতর্ক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব, হাশরের মাঠ, পুলসিরাত, জান্নাত-জাহান্নাম আছে। আমরা বিশ্বাস করি না, যদি করতাম তাহলে আমাদের চরিত্র কখনো এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ।

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paru Tamu's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paru Tamu's Vlog:

Share

Category