ফিজিওথেরাপির নামে অপপ্রচাররোধ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ফিজিওথেরাপির নামে অপপ্রচাররোধ

ফিজিওথেরাপির নামে অপপ্রচাররোধ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফিজিওথেরাপির নামে অপপ্রচাররোধ, Media, Mirpur, Dhaka.

ভুয়া ফিজিওথেরাপি সেন্টার, তা কিশোরগঞ্জ জেলার স্টেশন রোডে অবস্থিত। সেখানে কোন ফিজিওথেরাপি চিকিৎসক নেই। উল্লেখিত বিপিএ রেজ...
18/06/2025

ভুয়া ফিজিওথেরাপি সেন্টার, তা কিশোরগঞ্জ জেলার স্টেশন রোডে অবস্থিত।
সেখানে কোন ফিজিওথেরাপি চিকিৎসক নেই। উল্লেখিত বিপিএ রেজিষ্ট্রেশন নাম্বারে কেহ বিপিএ এর সদস্য নন। এবং বাংলাদেশে পিজিটি ইন নিউরোলজি কোন কোর্স এখন পর্যন্ত চালু নেই।

একটি ভুয়া ফিজিওথেরাপি সেন্টার,...লিংকে ঢুকে দেখুনআর তাদের কমেন্ট বক্সে মন্তব্য করুন।https://www.facebook.com/share/r/19M...
18/06/2025

একটি ভুয়া ফিজিওথেরাপি সেন্টার,...লিংকে ঢুকে দেখুন
আর তাদের কমেন্ট বক্সে মন্তব্য করুন।

https://www.facebook.com/share/r/19M7s18FQH/

উনি ফিজিওথেরাপি চিকিৎসক নয়,উনি একজন ফিজিওথেরাপি চিকিৎসা সহকারী.....ডিপিটি বলতে বাংলাদেশে কোন ডিগ্রী নেই।
15/04/2025

উনি ফিজিওথেরাপি চিকিৎসক নয়,উনি একজন ফিজিওথেরাপি চিকিৎসা সহকারী.....ডিপিটি বলতে বাংলাদেশে কোন ডিগ্রী নেই।

13/03/2024

সারাদেশে ভুয়া ফিজিওথেরাপি সেন্টারে সয়লাভ। সবাই সাবধান।বিপিটি বা বিএসপিটি নয়তো ফিজিওথেরাপি চিকিৎসক নয়।

06/03/2023

সকলের অবগতির জন্য জানা প্রয়োজনঃ
১.বিএসসি ইন ফিজিওথেরাপি (বিপিটি) ডিগ্রি ছাড়া ফিজিওথেরাপিস্ট কেও নয়!
২.ফিজিওথেরাপিস্টরা ফিজিওথেরাপির ডাক্তার। ফিজিওথেরাপিস্ট এবং ফিজিওথেরাপির ডাক্তার আলাদা টার্ম নয়। যেমন নিউরোলজিস্ট ও নিউরো ডাক্তার আলাদা নয়।

৩."ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি(ফিজিওথেরাপি) " কোর্স সম্পন্নকারীরা তারা ফিজিওথেরাপি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট। কোনভাবেই তারা ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপিস্ট নয়।
তাদের সরকারি ১১তম গ্রেডভুক্ত জব রয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে তারা সম্মানিত পৃথক পেশাজীবি।

৪.ভারতে "ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি" কোর্স সম্পন্নকারীরা ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট। তারা কোনভাবেই মেডিকেল টেকনোলজিস্ট নয়! এদেশে তাদের জন্য আলাদা সরকারি জব নেই।

৫.ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি দুটো আলাদা কোর্স। দুটোর সিলেবাস কন্টেন্ট একরকম নয়!

৬.এদেশে কোনও ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্স চালু নেই।

৭.বাংলাদেশ ফিজিওথেরাপি কোর্স ডিপ্লোমা ডিগ্রি দিয়ে শুরু হয় নি।জন্ম থেকেই বিএসসি ইন ফিজিওথেরাপি (বিপিটি)দিয়ে শুরু হয়েছে।

৮.সরকারিতে ফিজিওথেরাপিস্ট,সিনিয়র ফিজিওথেরাপিস্ট,জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কলসালট্যান্ট, লেকচারার, সহকারী অধ্যাপক পদ বিপিটি ডিগ্রিধারীদের রয়েছে।সংখ্যায় তা ৩০+। পেশাজীবি সংগঠন এর লবিং ও নিগোচিয়েশন এবং কৌশলগত ব্যবস্হাপনার অভাবে পদগুলোর কিছু ফিজিক্যাল মেডিসিন বিভাগ কতৃক বেদখল অবস্থায় আছে এবং বাকীগুলো নিয়োগ সম্ভব হয় নি,কিছুতে কয়েকজন কর্মরত আছেন।

১০.মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি বিন্যাস হলো মেডিকেল টেকনোলজিস্ট>সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট>চীফ থেরাপিস্ট।

১১.ফিজিওথেরাপিস্টদের সরকারি বিন্যাস হলো ফিজিওথেরাপিস্ট>সিনিয়র ফিজিওথেরাপিস্ট/জুনিয়র কনসালটেন্ট >সিনিয়র কনসালট্যান্ট
একাডেমিক ক্ষেত্রে -
লেকচারার >সিনিয়র লেকচারার>সহকারী অধ্যাপক >সহযোগী অধ্যাপক

27/01/2023
তিনি একজন ভুয়া ফিজিওথেরাপিস্ট।
03/11/2022

তিনি একজন ভুয়া ফিজিওথেরাপিস্ট।

একজন ভুয়া ফিজিওথেরাপিস্টের প্রেসক্রিপশন...
01/11/2022

একজন ভুয়া ফিজিওথেরাপিস্টের প্রেসক্রিপশন...

22/10/2022

বিএমডিসি আইন এবং একটি মিথ্যাচার
___________________________________
আমাদেরও দেশের বিএমডিসি রেজিস্ট্রারড চিকিৎসকগণের একটি অংশ কিছু বিষয়ে আদিম কাল থেকেই চরম গোঁড়ামি করে আসছেন। তারমধ্যে অন্যতম হচ্ছে নিজেদের ক্ষেত্রে "মেডিকেল চিকিৎসক" শব্দটা ব্যবহার না করে শুধুমাত্র "চিকিৎসক" শব্দটা ব্যবহার করা। আপনি বলতে পারেন, তারা তো চিকিৎসকই, তাহলে "চিকিৎসক" শব্দ ব্যবহার করবে না কেনো?
তারা নিজেদের ক্ষেত্রে অবশ্যই "চিকিৎসক" শব্দ ব্যবহার করবে, তবে "বিএমডিসি আইন-২০১০" তাদেরকে যেই নাম দিছে ঐ নাম ব্যবহার করবে। বিএমডিসি শুধুমাত্র দুইধরণের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা। তারা হলেন "মেডিকেল চিকিৎসক" এবং "ডেন্টাল চিকিৎসক"।
"বিএমডিসি আইন-২০১০" অনুযায়ী এমবিবিএস (যেটা আসলে "বিএমএস" হয়) ডিগ্রিধারীগণ "মেডিকেল চিকিৎসক"। কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্য হচ্ছে তারা নিজেদেরকে "মেডিকেল চিকিৎসক" হিসেবে পরিচয় না দিয়ে শুধুমাত্র "চিকিৎসক" হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। এর কারণ হচ্ছে নিজেদেরকে "মেডিকেল চিকিৎসক" হিসেবে পরিচয় দিলে তারা একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে চলে আসেন। কিন্তু শুধুমাত্র "চিকিৎসক" শব্দ ব্যবহার করলে যেকোনো চিকিৎসা পেশার উপরই নিজেদের বিস্তার জাহির করা যায়। দিন-রাত ওনারা যেই বিএমডিসি আইনের হাতি দেখিয়ে অন্য চিকিৎসা পেশাজীবীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেন, নিজেদের সুবিধার ক্ষেত্রে নিজেরাই ঐ আইনকে বেমালুম ভুলে বসে থাকেন। আজব হলেও সত্য যে ওনারাই ২০১০ সালে আইন সংশোধন হওয়ার আগ পর্যন্ত দাবি করতেন, কেউ ডেন্টাল চিকিৎসা নিতে হলেও আগে তাদের রেফারেল হয়ে যেতে হবে। এমনিভাবে তারা নিজেদের আসল পরিচয় ভুলে গিয়ে চিকিৎসাক্ষেত্রের প্রতিটা জায়গায় তাদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে কাজ করে যাচ্ছেন। রোগীর যতই ক্ষতি হোক, রোগীকে এমবিবিএস বা বিডিএস ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য ডিসিপ্লিনের কারো কাছে রেফার করা যাবে না। এতে দেশের সাধারণ রোগীরা সঠিক চিকিৎসা না পেয়ে ক্ষোভ বুকে নিয়ে পাড়ি জমান ভারতে।
আলহামদুলিল্লাহ এই বিষয়ে এখন ব্যাপক পরিবর্তন আসছে। দেশের মেডিকেল প্রাকটিশনারগণের অনেকেই এখন রেফারেল সিস্টেম ফলো করছেন। মানুষজনও এখন শিক্ষিত হচ্ছেন, আস্তে আস্তে সবকিছু বুঝতেছেন। এখন সরাসরিই বিশেষায়িত চিকিৎসকদের কাছে রোগী আসছেন। তথ্য-সন্ত্রাস করে অন্তত এই যুগে আর কোনো সত্য ঢেকে রাখার উপায় নাই।
মেডিকেল চিকিৎসকরা দেশের স্বাস্থ্যসেবা প্রাণ, এটা অস্বীকার করার উপায় নেই। তাদের প্রতি আমাদের চাওয়া তারা নিজ নামে পরিচিত হোন। এতে অন্যান্য চিকিৎসকরাও তাদের নিজ নামে পরিচিত হওয়ার সুযোগ পাবে৷ যতদিন তারা এই কনসেপ্টে থাকবেন যে, চিকিৎসা-ব্যবস্থায় আমরাই একমাত্র অপরিহার্য এবং আমরাই একমাত্র চিকিৎসক ততদিন বাকি ডিসিপ্লিনের লোকও ম্যালপ্রাকটিস ছাড়বে না। পার্থক্য হবে এতটুকুই যে মেডিকেল চিকিৎসকগণ নিজেদের সুবিধামতো ইন্টারন্যাশনাল সব গাইডলাইনকে অমান্য করে আইন বানিয়ে ম্যালপ্রাকটিস করবে আর বাকিরা সবাই সবকিছু অমান্য করে ম্যালপ্রাকটিস করবে।

 #সেইম_অবস্থা_সব_জায়গায় #সবার_সচেতনতা_জরুরী কলমে --ডাঃ মারুফা মান্নানফিজিওথেরাপি চিকিৎসার জন্য আমরা ফিজিওথেরাপিস্টের যোগ...
15/10/2022

#সেইম_অবস্থা_সব_জায়গায়
#সবার_সচেতনতা_জরুরী

কলমে --ডাঃ মারুফা মান্নান

ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আমরা ফিজিওথেরাপিস্টের যোগ্যতা কেনো দেখিনা?

যেকোনো রোগের ক্ষেত্রেই আমরা বরাবরই চাই সেরা চিকিৎসকের কাছে যেতে। কার কতো ডিগ্রি আছে, কার কতো নাম আছে, কে কতো ভালো কিংবা কিসে বিষেশজ্ঞ তা জেনেই আমরা চিকিৎসকের সরনাপন্ন হই তাহলে ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে কেনো আমরা যাচাই করি না?

বেশির ভাগ রোগীকে যদি জিজ্ঞেস করি এর আগে কোথায় ফিজিওথেরাপি নিয়েছেন কিংবা আপনার আগের ফিজিওথেরাপিস্টের যোগ্যতা কি?

রোগী হোক অল্প শিক্ষিত কিংবা বেশি শিক্ষিত বেশিরভাগ উত্তর হয় অমুক যায়গা থেকে ফিজিওথেরাপি নিয়েছিলাম কিন্তু পড়াশোনা কতদূর কি করলো জানি না! বরাবরের মতোই প্রচন্ড অবাক হই ওনারা অনেক ডিগ্রিধারী বিশেষজ্ঞের কাছে গেলেও ফিজিওথেরাপি নেয়ার ক্ষেত্রে যিনি ফিজিওথেরাপি দিচ্ছেন তার যোগ্যতা যাচাই করাতো দূর জিজ্ঞেসও করে না।

একটা ছোট্ট ঘটনা বলি, কিছুদিন আগেই এক রোগী এসে বললো অমুক যায়গায় গিয়েছিলাম। আপনারা যে মেশিন দেন পাঁচ মিনিট ওইটা উনি দিলো ২ ঘন্টা ধরে! আমি আকাশচুম্বী পরিমাণ অবাক হয়ে জিজ্ঞেস করলাম ফিজিওথেরাপি সম্পর্কে ওনার পড়াশোনা কি তা কি জিজ্ঞেস করেছেন? বললো হু! তিনবার মেট্রিক ফেইল করে চতুর্থবার পরীক্ষা দিবে। এখানে কাজ শিখার জন্য আসছি। এই কাজে নাকি অনেক টাকা!!

অবাকের মাত্রা নিমজ্জিত হয়ে ডুবে গেলাম। এরা কিভাবে ফিজিওথেরাপি দেয়! কি দেয়? কিভাবে দেয়!? অথচ ৪ বছরে গবেষণা সহ ৪৫ টা বিষয় ৬৩০০ মার্ক্সের পরীক্ষা দিয়ে ব্যাচেলর ডিগ্রি শেষ করে ১ বছর ঢাকার সেরা হাসপাতালগুলোতে ইন্টার্ণশীপ করেও মনে হয় এখনো শেখার অনেক কিছু বাকি।

মানুষ কিভাবে ধোকা খাচ্ছে? আপনি যার কাছ থেকে ফিজিওথেরাপি নিবেন তার যোগ্যতা জানার অধিকার আপনার আছে। কোথাও লেখা না থাকলে জিজ্ঞেস করবেন। যাদের বিপিটি ডিগ্রি আছে ওনারা ফিজিওথেরাপি চিকিৎসক অর্থাৎ ফিজিওথেরাপিস্ট এবং যারা ফিজিওথেরাপির উপর ডিপ্লোমা করেছেন ওনারা মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি)। এর বাহিরে কেউ ফিজিওথেরাপি সম্পর্কে জানে না। যার যত ডিগ্রিই থাকুক না কেনো বিপিটি না থাকলে সে ফিজিওথেরাপিস্ট না।

যত্রতত্র ফিজিওথেরাপি নেয়া থেকে প্লিজ বিরত থাকুন। আপনি অর্থ, সময় খরচ করে ফিজিওথেরাপি নিচ্ছেন। কে আপনাকে ফিজিওথেরাপি পরামর্শ দিচ্ছে এবং কে চিকিৎসা দিচ্ছে তা জানার সম্পূর্ণ অধিকার আপনার আছে। মনে রাখবেন বিপিটি নয় তো ফিজিওথেরাপিস্ট নয়। প্রতারিত হওয়া থেকে নিজেকে বিরত রাখুন। নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।

ইউটিউব বিজ্ঞানীনাহ ইউটিউব পন্ডিত নাহ ইউটিউব ডাক্তারকি বলবো??সার্জারি টাও ইউটিউব দেখে করবে নাকি?
14/10/2022

ইউটিউব বিজ্ঞানী
নাহ ইউটিউব পন্ডিত
নাহ ইউটিউব ডাক্তার

কি বলবো??

সার্জারি টাও ইউটিউব দেখে করবে নাকি?

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফিজিওথেরাপির নামে অপপ্রচাররোধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category