02/10/2023
যে মানুষগুলোর সাথে একটা মহূর্ত কথা বলতে না পারলে আমাদের একসময় খুব অস্থিরতাবোধ হতো,সারাক্ষন মন খারাপের সাথে লড়াই করতে হতো,সেই মানুষগুলো বাদে পৃথিবীর অন্যসব মানুষগুলোকে অসহ্য মনে হতো,বিরক্তি হতো,বিশ্বাস করেন,দীর্ঘদিন যোগাযোগহীনতায় সেই মানুষগুলোর সাথে আর কথা না হওয়াতে তেমনটা মন খারাপ হয়না।আর খারাপও লাগেনা।মানুষগুলোর কাছ থেকে সময়,তীব্র কথার আঘাত,আমাদেরকে একটু একটু করে শক্ত করে তুলেছে।একা বেচে থাকাটাও শিখিয়েছে।
যাদেরকে হারানোর ভয়ে প্রত্যেকটা দিন অসহ্য অপমান,বদনাম,মানষিক অশান্তি পোহাতে হয়েছে,দিনশেষে সেই মানুষগুলো যন্ত্রনা আর একাকিত্বের সাথে পরিচয় করে দিয়ে চিরতরে হারিয়ে গেছে।যাদেরকে অনায়সেই একসময় মনের সব কথা বলে দিয়ে নিজেকে হালকা করে তুলবেন,সেই মানুষগুলোও আপনারই কথা দ্বারা আপনাকেই প্রচন্ড আঘাত করে চলে যাবে।আপনার দূর্বলতা,সরলতা,বোকামী,পাগলামীগুলো আপনার-ই মনে প্রচন্ড আঘাত পাওয়ার কারন হবে।খু্ব বেশি নির্ভরশীলতা একদিন খুব বেশি একাকিত্বের কারন হবে।আর অনেকগুলো দিনের একাকিত্ব,অসহায়ত্ব একসময় নতুন করে শুরু করার স্বপ্ন দেখায়।পুরনো আঘাত আগামী দিনগুলোতে ভালভাবে বেচে থাকার অনুপ্রেরনা যোগায়।
"যে কথার মায়ায় পড়ে মানুষ আত্নার আত্নীয় হয়,আবার সেই কথার আঘাতে মানুষ মন থেকে চিরতরে উঠে যায়"