03/12/2025
শুভরাত্রি 💛
রাত যখন নীরব হয়ে আসে, তখন মনগুলোর সত্যিকারের কথা ফুঁসে ওঠে।
আজকের সব ব্যথা, সব গোপন ক্লান্তি… চাঁদের আলোয় যেন একটু শান্তি খুঁজে পাক।
ঘুমের ভেলার উপর চেপে তোমার কাছে আসুক নরম, কোমল আর হাসিমাখা স্বপ্ন।
আজকের রাতটা তোমার জন্য হোক একটু নিজের মতো, একটু বেশি শান্তির।
শুভরাত্রি 🌙✨
゚viralシfypシ゚