Medic Info By Aziz

Medic Info By Aziz সময় থাকতে নিজেকে জানান দিন, সময় চলে গেলে সম্ভব না।

নিজকে সুস্থ রাখার জন্য হলেও মাঝে মাঝে পাহাড়ে, গুহায়, প্রকৃতির মাঝে কিছুটা সময় দিবেন।
09/08/2025

নিজকে সুস্থ রাখার জন্য হলেও মাঝে মাঝে
পাহাড়ে, গুহায়, প্রকৃতির মাঝে কিছুটা সময় দিবেন।

02/08/2025

শাহরাস্তি জেনারেল হাসপাতালের আজকের ঘটনার
জন্য দুঃখ প্রকাশ করছি প্রথমে। আজকের এই অবস্থার
জন্য দায়ী ডা. তানজিনা নিজেই। কখনো ঘটনা এতদূর
আসতো না যদি ম্যাডামের রোগী কাউন্সিলং ভালো থাকতো।

Shout out to my newest followers! Excited to have you onboard! Ruwshon Islam, MD Mizan Ahmed, M. R. Anik, Md Hazrat Ali,...
30/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Ruwshon Islam, MD Mizan Ahmed, M. R. Anik, Md Hazrat Ali, শেষ মায়া, Hossain Miaze, Md Sohag Khan, প্রজাপতি স্বপ্ন

আপনাদের অনুপ্রেরণা পেলে কাজ করতে উৎসাহ পাবো।
19/07/2025

আপনাদের অনুপ্রেরণা পেলে কাজ করতে উৎসাহ পাবো।

আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলোসবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে।✍️আজিজ
23/05/2025

আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো
গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো
সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে।

✍️আজিজ

✍️ জীবন হলো কম্বিনেশন লকের মত,কেবল আরোও সংখ্যার সাথে সংযোগ হবে।তার মধ্যে অন্যতম সংযোগ-----(প্রকৃতি)জীবনে সাফল্য অর্জনের ...
22/05/2025

✍️ জীবন হলো কম্বিনেশন লকের মত,
কেবল আরোও সংখ্যার সাথে সংযোগ হবে।
তার মধ্যে অন্যতম সংযোগ-----(প্রকৃতি)

জীবনে সাফল্য অর্জনের পথে হাটলে আপনি যুবা বা বৃদ্ধ, পুরুষ বা মহিলা, কালো বা সাদা কিনা তা বিবেচ্য নয়। আপনি মুখে সিলভার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন বা আপনি কোনও বঞ্চিত পটভূমি থেকে এসেছেন তা বিবেচ্য নয়। প্রকৃতি নিরপেক্ষ। প্রকৃতি ব্যক্তিদের মধ্যে সম্মানজনক ভাবে বন্টন করে থাকে। প্রকৃতি আপনার সাথে খেলে না। প্রকৃতি আপনাকে যা দিয়েছে তা ফিরিয়ে দিলে, আপনার আর কমবে না। এবং আপনি কি স্থাপন করেছেন তা নির্ধারণ করতে পারেন।
প্রকৃতি কোন ঠাট্টা বোঝে না, সে সর্বদা সত্য, সর্বদা সিরিয়াস, সর্বদা গুরুতর ; প্রকৃতির সব সময় সঠিক, এবং ভুল ত্রুটি সব সময় মানুষের যারা হয়। মানুষ প্রকৃতির প্রশংসা করতে অক্ষম, সে ঘৃণা করে এবং শুধুমাত্র উপযুক্ত, খাঁটি এবং সত্য এর কাছে প্রকৃতি নিজে পদত্যাগ করে তার গোপনীয়তা প্রকাশ করে।
প্রকৃতির আশীর্বাদের প্রমাণ আমাদের চারপাশে, আপনি যেখানেই তাকান, আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি পটভূমির পুরুষ এবং মহিলারা-যুবক এবং বৃদ্ধ, কাল এবং সাদা, শিক্ষিত এবং অশিক্ষিত। তারা যে যে সমাজে বাস করছেন সেখানে মহান জিনিস গুলো সম্পাদন করেছেন এবং মূল্যবান অবদান রেখেছেন প্রকৃতি।

ᩣシ

✔️ জে. আব্রাহাম ৪৫০+ ইন্ডাস্ট্রির এবং ১০ হাজারেরও বেশি কোম্পানিকে গ্রোথ স্কাইরকেট করতে হেল্প করেছেন। উনার ২ টি ভিশনের কথ...
21/05/2025

✔️ জে. আব্রাহাম ৪৫০+ ইন্ডাস্ট্রির এবং ১০ হাজারেরও বেশি কোম্পানিকে গ্রোথ স্কাইরকেট করতে হেল্প করেছেন।
উনার ২ টি ভিশনের কথা__ সঠিক টা প্রয়োগ করে অনেকেই সফল হয়েছে। আপনাকে বুঝতে হবে সঠিক কোনটা।

টানেল ভিশন হচ্ছে যখন আপনি শুধু আপনার প্রফেশন বা ইন্ডাস্ট্রিতে ফোকাস করেন, কি হচ্ছে সেগুলো লক্ষ্য রাখেন, আপনার কম্পিটিটরদের ক্লোজলি মনিটর করেন এবং যখন ভালো কোন আইডিয়া পান তখন কপি করেন।

অন্যদিকে ফানেল ভিশন হচ্ছে যখন আপনি আপনার দৃষ্টি চারদিকে আরও বিশদভাবে নিক্ষেপ করেন। আপনি শুধু আপনার প্রফেশন বা ইন্ডাস্ট্রি না, এর বাহিরে বিভিন্ন ইন্ডাস্ট্রির দিকে লক্ষ্য রাখেন। অন্যান্য ইন্ডাস্ট্রির সাকসেস প্রিন্সিপল আপনার ইন্ডাস্ট্রিতে এনে এপ্লাই করেন, যা আগে কেউ করেনি।
✍️জে. আব্রাহাম।

আমের বিয়া হওয়ার পর যা হয়
14/04/2025

আমের বিয়া হওয়ার পর যা হয়

30/03/2025

এই রাস্তায় এই সাইজের মালবাহী আইছার যা পুরাই অবৈধ
গাড়ির বডি ফিটনেস অতিরিক্ত বাড়ানো, অতিরিক্ত মালামাল
বহন, বেপরোয়া গতি, লাইসেন্স বিহীন ড্রাইভার, ফিটনেস ও
টেক্সটোকেন বিহীন গাড়ি, নিষিদ্ধ ট্রলি উঘারিয়া উত্তর পাড়ার
রাস্তা তথা উঘারিয়া টু দৈয়ারা সংযোগ সড়কে অবৈধ ভাবে
অবৈধ ব্যাবসা পরিচালনা করে যাচ্ছে যাঁর ভুক্তভোগী এই
এলাকার সাধারণ মানুষ। আপনারা যারা এই ব্যাবসায়ীর
খাতির জমিয়ে বৈধ-অবৈধ হিসাবটা বুঝাচ্ছিলেন তাদের
সাথে আমি বুঝতে চাই কি বৈধ আর কি অবৈধ?
এই রাস্তার স্থায়ীত্ব বৃদ্ধি নিশ্চিত, যে কোন দূর্ঘটনা এড়ানোর
জন্য, একজনের ব্যাবসায়ের জন্য শতশত মানুষ দুর্ভোগ
পোহাবে না। এই ধরনের অবৈধ গাড়ি এলাকার সাধারণ মানুষ
নিষিদ্ধ ঘোষণা করবে, এবং প্রয়োজনী যা যা করার আমরা তা
করতে বাধ্য হবো। এটাই #লাউড & #ক্লিয়ার।

27/10/2024

বার বার জীবন দিয়ে
স্বৈরশাসক পরিবর্তন করার চেয়ে,
পুরো শাসন ব্যবস্থা এমনভাবে পরিবর্তন করে দাও
যাতে আর কোন স্বৈরশাসক তৈরিই না হয়।

Address

Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801727729355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medic Info By Aziz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Medic Info By Aziz:

Share