Mufti Sana Ullah Siraji

Mufti Sana Ullah Siraji অসত্যের রাজ্যে নীরবতা ভেঙে জেগে ওঠুক বিক্ষুব্ধ সত্যরা...

ছানা উল্লাহ সিরাজী
১৯৮৪ খ্রিষ্টাব্দে ১লা আগস্ট নরসিংদীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে এস.এস.সি, ২০০৭ সালে জামিয়া রাহমানিয়া হতে দাওরায়ে হাদিস এবং ২০০৯ সালে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা হতে কৃতিত্বের সঙ্গে তাখাসসুস ফিল ফিকহ সমাপ্ত করেন। বর্তমানে তিনি ঢাকার একটি দারুল ইফতায় শিক্ষকতা করছেন।

মৌলিক গ্রন্থাবলী :
১. স্বাধীনতার এপার ওপার।
২. ইমাম মাহদি কামিং সুন।
৩. নেয়ামতুল্লাহ শাহ ওলি কাশ্মিরী রহ.

-এর ভবিষ্যদ্বাণী।
৪. নজরের হেফাজত।
৫. বিশুদ্ধ নামাজ।
৬. রুকইয়ায়ে সালাফ।
৭. খলিফার আদালতে একদিন।
৮. প্রযুক্তির বিষাক্ত ছোবল।
৯. ইসলামি সমরনীতি।

অনুবাদ গ্রন্থাবলী :
বারাকাতে বিসমিল্লাহ, তিব্বে রহমানী, ফি সাবিলিল্লাহ, দেওবন্দি আকিদা, রুকইয়া সিহর, ভার্সিটির ক্যন্টিনে, জীবন যেখানে শুরু, খাদিজা রাযি.-এর জীবন ও কর্ম, ইমাম মাহদির দোস্ত দুশমন, আপবীতি ছাড়াও অসংখ্য পাঠকনন্দিত অনুবাদকর্ম রয়েছে।

এরা সচিবালয় আর ভার্সিটি এলাকায় এ স্লোগান দেওয়ার সাহস পায় কীভাবে?
29/09/2025

এরা সচিবালয় আর ভার্সিটি এলাকায় এ স্লোগান দেওয়ার সাহস পায় কীভাবে?

29/09/2025

মানুষ কখন মৃত্যু কামনা করে জানেন!
যখন সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়।

বাহ চমৎকার! এবার নামটাও পরিবর্তন করে নিজেদের জাত চেনান।
28/09/2025

বাহ চমৎকার! এবার নামটাও পরিবর্তন করে নিজেদের জাত চেনান।

28/09/2025

কওমি মাদরাসার কিছু পোলাপান মাথায় টুপি না রাখাকে আধুনিকতা মনে করে।

উত্তপ্ত পাহাড়। কারা এর পেছনে কলকাটি নাড়ছে, এর সমাধান কোন পথে! জানতে বইটি আপনাকে অবশ্যই পড়তে হবে।উত্তপ্ত পাহাড় শীতল ক...
28/09/2025

উত্তপ্ত পাহাড়। কারা এর পেছনে কলকাটি নাড়ছে, এর সমাধান কোন পথে! জানতে বইটি আপনাকে অবশ্যই পড়তে হবে।
উত্তপ্ত পাহাড় শীতল করতে বইগুলো চলে যাচ্ছে পাঠকের হাতে।

28/09/2025

পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্পগুলো পুনরায় স্থাপন করুন। পাহাড়ে অস্থিরতার নাটের গুরু
প্রথম আলু ও বামেরা।

Boipolli : বইপল্লিমাশাআল্লাহ
27/09/2025

Boipolli : বইপল্লি
মাশাআল্লাহ

27/09/2025

আমাকে নিয়ে রবের পরিকল্পনাগুলো কী, যদি জানতে পারতাম!!

এটাই বাস্তব
27/09/2025

এটাই বাস্তব

রাতে বইমেলার পরিবেশ হয়ে উঠে আরও মোহনীয়।
27/09/2025

রাতে বইমেলার পরিবেশ হয়ে উঠে আরও মোহনীয়।

আপনি কখন আসছেন!!
26/09/2025

আপনি কখন আসছেন!!

আল্লাহ তাআলা এদের ষ ড় যন্ত্র এবং সব রকমের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহকে নিরাপদ রাখুন।
26/09/2025

আল্লাহ তাআলা এদের ষ ড় যন্ত্র এবং সব রকমের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহকে নিরাপদ রাখুন।

Address

Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Sana Ullah Siraji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mufti Sana Ullah Siraji:

Share

বড়দের বয়ানে নজরের হেফাজত

ইনশাআল্লাহ আসছে অচিরেই