
10/08/2025
ভদ্রমহিলা বিজেপি নেত্রী। নাম জিমিসা আভলানি। টুরিস্ট ভিসায় নিজের মেয়ের সঙ্গে দেখা করতে আমেরিকা গিয়েছিলেন।
আমেরিকার এক সুপারমার্কেট “Target” এ প্রায় ১৩০০ ডলার অর্থাৎ ভারতীয় টাকায় ১ লাখ ১০ হাজার টাকারও বেশী মূল্যের জিনিস চু*রি করে ধরা পড়েছেন।
সুপারমার্কেটের সিকিউরিটি গার্ডরা সিসিটিভিতে দেখে ৭ ঘণ্টা ধরে ওই মহিলা ওই সুপারমার্কেটে ঘুরে জিনিস চু*রি করে বিল না মিটিয়ে বেরিয়ে যাচ্ছিল।
ওই বিজেপি নেত্রী ভেবেছিলেন যে কেউ না দেখলে বেরিয়ে যাবেন আর ধরা পড়লে দাম মিটিয়ে মীমাংসা করে নেবেন।
কিন্তু সুপারমার্কেটের সিকিউরিটি গার্ডরা ওনাকে ধরে পুলিশে দেয়। পুলিশ এসে থানায় নিয়ে গিয়ে ক্রি*মিনাল কেস দেয়।