26/03/2023
আলহামদুলিল্লাহ শত চেষ্টার পর আমি আজ ডিজিটাল মার্কেটিং কোর্স করছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি। সবাই আমার জন্য দোয়া করবে যেনো সামনের দিকে এগোতে পারি।
তোমাকে দুনিয়ার সব অবহেলা দাঁতে দাঁত চিবিয়ে জিদে পরিনত করতে হবে। মানুষের অবহেলা, কুটুক্তি না পেলে কিছু একটা করার জেদ কোথা থেকে আসবে..?
পরিশ্রম কখনো বিফলে যায় না। সেটা আজ হোক আর কাল হোক সফলতা আসবেই। সুতরাং কঠোর পরিশ্রম করো সফলতা আসবেই ইনশাল্লাহ।