21/01/2025
কফি আড্ডার সাথে সাথে যদি আপনার অনলাইন বিজনেস শুরু হয়ে যায়, কেমন হবে বলেনতো?
আকাশ থেকে পড়তে হবে না এই কথা শুনে।
বিস্তারিত বলছি শুনুন-
আপনি ২০২৫ সালে বিজনেস করেন বা চাকরি করেন বা পার্সোনাল ব্রান্ড করতে চান, এক কথায় যেকোন ভাবেই যদি ক্যারিয়ারে ভালো একটা গ্রোথ আনতে চান তবে আপনার নিজের কন্টেন্ট ক্রিয়েশনে আসতেই হবে অথবা, কন্টেন্ট ক্রিয়েটরদের হায়ার করতেই হবে, অথবা তাদের সাথে কোলাব করে কাজ করতে হবে।
সো, যেহেতু এটা আপনি ইগ্নোর করতে পারবেন না তাহলে এডোপ্ট করবেন না কেন এখনি। যাতে অন্যদের চেয়ে পিছিয়ে পড়েছেন বলে পরে হতাশায় ভুগতে না হয়। যেমন আপনি যদি ২০২০ এ একটা পেইজ নিয়ে বিজনেস শুরু করতেন তবে আজ কোথায় থাকতেন ভাবছেন, ঠিক তেমনি ২০২৫ সালে কণতেন্ট ক্রিয়েট শুরু করলে আজ কোথায় থাকতেন বলে ২০৩০ এ যদি আফসোস করতে না চান তবে এখুনি শুরু করুন।
কিন্তু শুরু করাটাইতো ঝামেলা তাই না?
জি ঠিক এই জায়গা থেকে শুরু করে আপনার কন্টেন্ট পাবলিশ পর্যন্ত গাইডেন্স পেয়ে যাবেন আমার এবং DBG টিমের কাছ থেকে।
আরো বিস্তারিত জানতে এখুনি ইনবক্স করুন অথবা কল করুন, অথবা whatsapp এ কল করুন- 01711258330
অফিসের ঠিকানাঃ বাসাঃ ২৯, রোড- ০৪, সেক্টর-৯, উত্তরা, ঢাকা