30/08/2024
মুখোশধারী বন্ধু,,,,!!!
কথা গুলো শেয়ার করার কোন ইচ্ছে ছিলো না,অনেক কথাই বলার ছিলো সংক্ষিপ্ত ভাবে বললাম,,, কিছু কিছু স্রতি শত চেস্টা করেও ভুলা সম্বব হয় না, বিশেষ করে বন্ধুর সাথে কাটানো দিন গুলোর কথা, এমন একজন বন্ধু ছিলো লাইফে, তাকে মন থেকে ভালোবাসতাম, যাই হোক, একসাথে উঠা বসা একসাথেই আড্ডা দেওয়া গুরা ফেরা সব কিছুই, তার সাথে সকাল একবার দেখা হতো বিকেলে একবার দেখা হতো, দুপুরে আমার বাড়িতে হাতের একটু কাজ থাকতো সে গুলো আমি করতাম,, আমার বন্ধুর কোন কাজ ছিলো না কাজ করতেও পারতো না, আমি কত বলছি বাড়িতে থাকিস একটা গরু কিনে দেখাসোনা কর, একসময় সেটা বিক্রি করে তুইনা বাইক কিনতে চাস সেটা কিনতে পারবি, সে বলতো দেখি কি করা যায়। এবাবে আমাদের দিন গুলো ভালোই কাটছিলো, মাঝে মাঝে আমাদের কথা হতো বন্ধু বলতো আমি যদি বিয়ে করি সবার আগে আমার বিয়েতে তুই থাকবি, আমিও বলতাম,, হ বন্ধু আমার বিয়ের প্রথম মেয়ে দেখা থেকে সব খানে তুই আমার সাথে থাকবি। মধ্যবিত্ত ঘরের ছেলে আমি আমার বড় ভাই শহরে ব্যাবসা করে একা সামাল দিতে পারে না, তাই আমি তাকে হেল্প করার জন্য শহরে চলে আসলাম, সে জন্য গ্রামে আর থাকা হলো না, আমি আবার কলেজ লেখা পড়া শেষ করেই আসি, আর সে দিকে আমার বন্ধু কলেজে লেখা পড়া করে, আমি তাকে মাঝে মাঝে ফোন দিয়ে খুজ খবর নিতাম, সে কখনো আমাকে কল দিতো না, একদিন বল্লো কলেজে একটা মেয়ের সাথে সম্পর্ক হইছে, প্রেম চলতেছে, মেয়েটার ছবি আবার আমাকে দেখাইলো মেসেঞ্জারে মেয়েটা সুন্দরী, অনেক বড়লোক এর মেয়ে নাকি সেটাও বল্লো, আমি বললাম ভালোই হইছে বন্ধু বিয়ে করে ফেল। দেখতে দেখতে ১বছর কেটে যায় এবাবে, কিন্তু আমি তো ভাবতাম সে আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমার বেস্টফ্রেন্ড এর ও বেস্টফ্রেন্ড আছে কলেজে তার পরে জানতে পারি, আমি তখন শহরে, হঠাৎ একদিন সকাল ১০ টার দিক আমার আম্মা বাড়ি থেকে কল দিয়ে বল্লো, তোমার বন্ধুর নাকি আজ বিয়ে, আমি তখন আম্মার ফোন টা কেটে সাথে সাথে কয়েকবার আমার বন্ধুকে কল দিলাম, সে ফোন উঠায়নি। আমি তখম ভেবে নিলাম যে প্রেম এর বিয়ে হয়তো তারাহুরো করে কিছু একটা হয়ে জাচ্ছে, তাই হয়তো বিজি। কিন্তু আমার বন্ধু তো ঠিকি কোন না কোন সময় আমার কল টা দেখছে আমি তাকে কল করেছি,একটা কল দিয়ে তো বলতে পারতো, বন্ধু একটা কাজ তো হয়ে গেলো তারাহুরো করে, যখন অনুষ্ঠান করবো থাকবি তুই আমার সাথে,,! 😄তুই বললেই কি আমি চলে জেতাম বন্ধু, নাকি আমি তোর বিয়েতে গেলে তোর বিয়ে ভেংগে যেতো সে জন্য আমাকে ভয় পাইছিস।।
বন্ধু বেইমানি তুমি করেছ আমি নয়,
কারন আমার মুখের ভাসা তিতো হলেও ব্যাবহার টা নয়।