05/08/2025
আজ কয়টা বাস্তব কথা বলে যায় কথা গুলো ঠিক হলে মিলিয়ে নিবেন।
১) যার উপর জীবনে সব চেয়ে বেশি নির্ভরশীল হবেন সেই ব্যক্তি সবার আগে নির্ভরতার জায়গা টা ভাঙ্গে দিবে।
2)যাকে অন্ধ বিশ্বাস করবেন সেই সবার আগে বিশ্বাস ভাঙ্গবে ।
৩) যাকে নিজের সকল কথা শেয়ার করবেন সেই আপনার সুযোগ বুঝে কো প দিবে।
৪) আপনি যাকে সব চেয়ে বেশি ভরসা করবেন ,সেই সবার আগে আপনার ভরসা ভেঙ্গে দিবে।
৫) আপনি যদি কখনও আপনার দূর্বলতা কেউকে প্রকাশ করেন দিনশেষে সেই সবার আগে আপনাকে আঘাত করবে।
পরিশেষে একটাই বলবো বিশ্বাস, ভরসা,নিজের দূর্বলতা, নির্ভরশীলতা একমাএ আল্লাহ উপর হোন তাহলে জীবনে অনেক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ।