Sunan's

Sunan's We will give you better service & home delivery with cash on delivery service. If you need to know more information send massage us.
(1)

Sunan Fashion House সকলের বিশ্বস্ত পেজ বাচ্চাদের বড়দের ফেশনেবল পার্টি ড্রেস, থ্রিপিস, বোরকা, গরমের ও শীতের এক্সপোর্ট কালেকশনের একটি বিশ্বস্ত অনলাইন পেজ সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি।
Give all kind of fashionable dresses , Baby export collection, Traditional products within affordable budget. Give like and follow to get update collection notification.

08/12/2025

বাচ্চাদের পার্টি ড্রেস ডিস্কাউন্টে

07/12/2025

নতুন পার্টি থ্রিপিস অর্ধেক দামে

এই  মহিলাটাও নাকি বাচ্চার মা।বাচ্চাটাকি তার নিজের কিভাবে খাওয়াইছে। আমি যদি আইন বিভাগে থাকতাম একটা বস্তায় ঢুকাইয়া ১০ ...
05/12/2025

এই  মহিলাটাও নাকি বাচ্চার মা।
বাচ্চাটাকি তার নিজের কিভাবে খাওয়াইছে। আমি যদি আইন বিভাগে থাকতাম একটা বস্তায় ঢুকাইয়া ১০ মিনিট পর পর ২ মিনিট করে পানি খাওয়াতাম রেখে। দুনিয়াতে অন্যায় কারি গুলো কিছু টাকা আর ক্ষমতা দিয়ে এগুলো পার পেয়ে যাবে হয়তো।
কিন্তু এই মহিলার চেহারার মধ্যে হিংস্র পসুর ছাপ দিয়ে দিয়েছে একে পসুতো দুরে মানুষই চেহারা দেখলে বুঝতে পারবে খারাপ পশু থেকে দুরে থাকুন।
মরার আগেই মহিলার চেহারা পশুর মত হয়ে যাচ্ছে নিজের চেহারা দেখেও লজ্জা করে না অবলা পশুর সাথে এগুলো করে। তার ছোট সন্তানটা বড় হলেও মনে রাখবে এর মা কত বড় পশু।
এগুলোরে পাগল মানসিক রোগী মনে করলে সামনে মানুষও মারবে এরপর সা্হস দিনদিন বেরে যাবে।

03/12/2025

শেয়ার কমেন্ট উইনার নিব 💞💞গিফট থাকবে কুর্তি, টুপিস, থ্রিপিস
👉👉রিয়েল আইডি থেকে প্রফাইলে শেয়ার করতে হবে এবং একই কমেন্ট বারবার করা যাবেনা।
👉👉যারা কেনাকাটা করবেন শুধুমাত্র প্রফাইলে লাইভ শেয়ার রিয়েক্ট কমেন্ট করলে ৫০টাকা ডিস্কাউন্ট পাবেন।
এক্টিভ সংখ্যা যত বারবে গিফট ও বারবে

03/12/2025

ডিস্কাউন্টে ৫০%পর্যন্ত নতুন ড্রেস সাথে রিটার্ন রিটার্ন রিজেক্ট ড্রেস

03/12/2025
03/12/2025

👇👇Notice Rules 👇👇
আসসালামু আলাইকুম
⛔🚫❌🪦শুধুমাত্র ইনবক্সে আপনি অর্ডার কনফার্ম করার পর এখান থেকে আপনাদের বিকাশ নাম্বার দেয়া হবে। অন্যকেউ আপনাকে আমাদের পেজের নাম দিয়ে মেসেজ দিলে আমরা তার দায়ভার আমরা নিবো না।
তাই কেউ আপনাদের মেসেজ দিলেও আপনারা যাচাই করতে আমাদের পেজ Sunan's অবশ্যই massage দিয়ে জানাবেন এখন অনেক প্রতারক চক্র মানুষকে প্রতারিত করতে বিভিন্ন পেজের নাম ব্যবহার করছে।

👉💯কোয়ালিটি নিশ্চয়তা দেখতে পেজ এর লাইভ এবং আমাদের কাস্টমারদের রিভিউ
দেখে অর্ডার করবেন আল্লাহর রহমতে কেউ এখান থেকে প্রতারিত হবেন না।প্রতারণা করলে কোন ছাড় ও পাবেন না।

💌💌অর্ডার করতে মেসেজ অপসনে ইনবক্সে ড্রেস এর স্কিন সরট, আপনার, ফুল ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে

👉👉👉ক্যামেরা রেজুলেশন এর জন্য কালার লাইট ডিপ হতে পারে।
প্রডাক্ট লাইভে দেখে কনফার্ম করবেন লাইভে ফেব্রিক্স ডিটেইলস দেখিয়ে দেয়া হয় তাই ভালোভাবে দেখে পছন্দ করতে হবে।
👉👉👉প্রডাক্ট ভালো না লাগলে সেটা যেভাবে ভাজ করা অবস্থায় পাঠানো হয় সেভাবে ভাজ করে প্যকেটে দিবেন পেকেট নষ্ট করে ফেললে নিজ দায়িত্বে বাসার থাকা সপিং ব্যাগে দিবেন কোনো কারনে আপনার দ্বারা আমাদের প্রডাক্ট নষ্ট হলে বা দলামোচরা করে রিটার্ন দিলে সম্পুর্ণ টাকা আপনাকে দিতে হবে ডেলিভারি ম্যান এর সামনে চেক করে নিতে হবে।
🤞🤞⛔প্রডাক্ট এ কোন সমস্যা বা ত্রুটি না থাকলে রিটার্ন গ্রহণ যোগ্য নয় তাই ভালোভাবে ইনবক্সে বিস্তারিত জেনে নিবেন সবাই। রিজেক্ট প্রডাক্ট অর্ডার করলে তা রিটার্ন এক্সচেঞ্জ হবে না।
⛔⛔🎌☝️👉রিটার্ন এর ক্ষেএে রিসিভ করার ১ দিনের মধ্যে কোন সমস্যা হলে জানাতে হবে ৩দিন পর জানালে কোনো রিটার্ন /এক্সচেন্জ কমপ্লেন গ্রহণ করা হবে না।
বিদ্রহ: এধরনের সুবিধা দিনে জামা পরে বিয়েবাড়ি ঘুরে এসে আবার রিটার্ন করে নতুন ড্রেস নেয়ার চিন্তা করবে অনেকে তাই ১দিনের মধ্যে জানাতে হবে এবং সমস্যা ছবি তুলে দিতে হবে।শুধুমাত্র পাইকারি যারা নিবে তাদের রিটার্ন সময় ১৫দিন আলোচনা সাপেক্ষে।
🇹🇱👉হোম ডেলিভারিতে ডেলিভারি ম্যান চলে আসার পর কোন রিটার্ন করলে নিজ দায়িত্বে নিজের পকেটের টাকা চার্জ দিয়ে সুন্দরবন এ রিটার্ন করতে হবে।
👉👉সকল জেলা উপজেলাতে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রডাক্ট ডেলিভারি দেই।
👉ডেলিভারি ম্যান থাকাকালীন প্রডাক্ট চেক করে নিবেন
🤞ঢাকার মধ্যে চার্জ ৮০ টাকা/ঢাকার বাইরে ১৫০ (৫০০০ টাকার উপরে বা প্রডাক্ট ওজন বেশি হলে ডেলিভারি চার্জ ২০০/৩০০ যা আসবে তাই দিতে হবে) (ঢাকার বাইরে সবাইকে ২০০ টাকা এডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে দেয়া হবে। সুন্দরবন /এস এ পরিবহনে ও নিতে পারবেন।)

03/12/2025
বাচ্চাদের ব্রাইডাল লেহেঙ্গা ২-৫/৬বছর
03/12/2025

বাচ্চাদের ব্রাইডাল লেহেঙ্গা ২-৫/৬বছর

02/12/2025

বাচ্চাদের নতুন ডিজাইনার লেহেঙ্গা পার্টি ড্রেস

30/11/2025

Party sarara

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Sunan's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunan's:

Share