Oni Digital Tv

Oni Digital Tv A world of entertainment, at your fingertips

সুনেত্রা আমাদের চলচ্চিত্রের এক অনবদ্য তারকার নাম। কিন্তু তার কথা আমরা ভুলে গেছি। অভিনেতা জায়েদ খান নিজ উদ্যোগে সুনেত্রা...
21/06/2024

সুনেত্রা আমাদের চলচ্চিত্রের এক অনবদ্য তারকার নাম। কিন্তু তার কথা আমরা ভুলে গেছি। অভিনেতা জায়েদ খান নিজ উদ্যোগে সুনেত্রার পরপারে চলে যাওয়ার খবরটি আমাদের দিলেন। সুনেত্রার প্রয়াণ ঘটে ২০ এপ্রিল। অথচ আমরা সেই খবর জানলাম প্রায় দেড়মাস পর। এই প্রজন্ম সুনেত্রাকে চেনেনা। সুনেত্রা ওপার বাংলা থেকে এসেছিলেন। যতগুলো সিনেমা তিনি করেছেন সবগুলোই দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। ফারুক জাফর ইকবাল জসীম ইলিয়াস কাঞ্চন মাহমুদ কলিদের সাথে জুটি হিসেবে ছিলেন খুব স্বতস্ফুর্ত। এদেশের গুণী নির্মাতা অমতাজ আলী, দেলোয়ার জাহান ঝন্টু, আওকাত হোসেন, দারাশিকো'র ছবিতে অভিনয় করে প্রচুর সমাদৃত হয়েছেন তিনি।

সুনেত্রা তার ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেত্রী তন্দ্রা ইসলামের বাসায় ছিলেন অনেকদিন। তখন তিনি ছিলেন রিনা মন্ডল। একদিন এফডিসিতে তার সঙ্গে পরিচয় হয় শামসুল হক মোহন নামে এক ব্যক্তির। সুনেত্রার সাথে তার মন দেয়ানেয়া হয়। মোহন নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। সম্ভবত ১৯৮৮ সালে তারা গোপনে বিয়ে করেন। হিন্দু ধর্ম ত্যাগ করে রীনা মন্ডল থেকে হন ফাতেমা হক। কিন্তু পর অল্প কিছুদিন সংসারে সুখ ছিল। কিন্তু এরপর বেরিয়ে আসে মোহনের দানবীয় চেহারা। যেসব ছবিতে সুনেত্রা সাইন করতেন সেসব ছবির সাইনিং মানিসহ সব পারিশ্রমিক মোহন নিতেন। সুনেত্রাকে ফুটি কড়িও দিতেন না। প্রচন্ড হীনমন্যতায় ভুগতেন মোহন। এফডিসিতে যখন শ্যুটিং চলতো শ্যুটিংয়ের বাইরে সুনেত্রা তার কো-আর্টিস্টদের (নায়ক) সাথে হেসে গল্প করতে পারতেন না। মোহন তাকে গল্প করতে দেখলেই রাতে বাসায় ফিরে কোমরের বেল্ট খুলে পেটাতেন। এভাবে সুনেত্রার পিঠে প্রায় দাগ পড়ে যেত। মদ্যপ মোহন সুনেত্রাকে বাধ্য করতেন ধনী ব্যবসায়ীদের সাথে সময় কাটাতে। কিন্তু উচ্চশিক্ষিতা সুনেত্রা সেটা মেনে নিতে পারেননি। শুরু হয় পারিবারিক অশান্তি।

লোভী ধূর্ত মোহনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ডিভোর্স দেন সুনেত্রা। সুনেত্রার পাসপোর্ট আগুনে পুড়িয়ে ফেলেন মোহন। যাতে করে সুনেত্রা ভারতে ফিরে যেতে না পারেন। তাকে প্রাণনাশের হুমকিও দেন মোহন। সুনেত্রা খুব গোপনে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে রওনা হন। কিন্তু পাসপোর্ট না থাকায় বিএসএফ তাকে আটকে দেয়। সুনেত্রা বিএসএফের এক অফিসারকে তার দুর্দশার কথা খুলে বলেন। সেই অফিসারের নাম ছিল সুরেশ কুমার। তিনি সুনেত্রাকে সাহায্য করেন কলকাতায় ঢুকতে। সুরেশ কুমারের সাথে সুনেত্রার সখ্যতা হয়। সখ্যতা রুপ নেয় প্রেমে। ১৯৯৭ সালে সুরেশ কুমারকে বিয়ে করেন সুনেত্রা। এবার তার নাম হয় রিনা সুনেত্রা কুমার। মোটামুটি সুখেই ছিলেন সুরেশের সাথে। এখানেও তারা নিঃসন্তান দম্পতি ছিলেন। কলকাতার ভবানীপুরে সুনেত্রা একটা বাড়ি কিনেছিলেন। কিন্তু চলচ্চিত্র থেকে অনেকটা সরিয়ে রেখেছিলেন নিজেকে। যদিও কলকাতায় যখন বেদের মেয়ে জ্যোৎস্না রিমেক হয় সেখানে সুনেত্রার অভিনয় করার কথা ছিল। কিন্তু তিনি চিকেন পক্সে আক্রান্ত হওয়ার কারণে ছবিটি ছেড়ে দেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হন অঞ্জু ঘোষ।

সুনেত্রা নিজেকে সম্পূর্ণভাবে আইসোলেটেড করে ফেলেন। সাংবাদিকদের এড়িয়ে চলতেন। কাউকে ছবি তুলতে দিতেন না। এরই শরীরে কিছু জটিল রোগ হানা দেয়। সম্ভবত ক্যান্সার বাসা বাঁধে তার শরীরে। কিডনিও আক্রান্ত হয়। অনেকদিন কিডনি ডায়ালাইসিস করেছেন। কিন্তু সুস্থ জীবনে আর ফিরতে পারেননি আশি নব্বই দশকের সুনয়না ও সুঅভিনেত্রী সুনেত্রা। একবুক অভিমান নিয়ে বাংলাদেশ ছাড়লেন। শত অনুরোধেও আর ফিরলেন না। এত ভালো ভালো কাজ তিনি করেছেন একটা পুরস্কারও তার ভাগ্যে জুটলো না। মৃত্যুর আগের মর্মান্তিক দু'তিনটে ছবিতে দেখা গেছে মাথায় চুল বলতে কয়েক গাছি চুল অবশিষ্ট ছিল। মুখে ছোপ ছোপ কালো দাগ। জটিল রোগে পর্যুদস্ত মুখাবয়ব। কিন্তু তারপরেও চোখের দৃষ্টিতে কি অদ্ভুত মায়া। স্রষ্টা তার আত্মাকে শান্তি দিন।।।

ONI DTH

অফিস ব্যস্ততা?  No tension..কাজের সাথে সাথে Bufferless লাইভ খেলা টাও দেখে নিন আপনার হাতে থাকা মোবাইল ফোনে।
01/06/2024

অফিস ব্যস্ততা? No tension..কাজের সাথে সাথে Bufferless লাইভ খেলা টাও দেখে নিন আপনার হাতে থাকা মোবাইল ফোনে।

অনি ডিজিটাল টিভি দিচ্ছে  নিরবিছিন্ন পরিসেবা।📡ডিস কানেকশন ছাড়া আপনার বর্তমান ব্যবহৃত ইন্টারনেট / ওয়াইফাই অথবা 4G সংযোগের...
25/05/2024

অনি ডিজিটাল টিভি দিচ্ছে নিরবিছিন্ন পরিসেবা।

📡ডিস কানেকশন ছাড়া আপনার বর্তমান ব্যবহৃত ইন্টারনেট / ওয়াইফাই অথবা 4G সংযোগের মাধ্যমে বাংলাদেশী টিভি চ্যানেল সহ পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় প্রায় সকল বিদেশী চ্যানেল এখন নাম মাত্র মূল্যে!!!!

📺 Android TV, TV Box, Smart TV, Android Phone, Computer ও iPhone ব্যবহার করে শক্তিশালী সার্ভার এর সহায়তায় বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি বিভিন্ন অনুষ্ঠান ও ক্রিকেট, ফুটবল ছাড়াও যেকোনো খেলা সরাসরি উপভোগ করার সুবিধা।

এছাড়াও হাজার হাজার নতুন-পুরাতন মুভিজ ও ওয়েব সিরিজ এর জন্য রয়েছে ফ্রি ভিডিও অন ডিমান্ড।

আমাদের বিশেষত্বঃ
💎 বাফারলেস টেকনোলজি

💎 উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেডিকেটেড সার্ভার

💎 4K ও HD পিকচার কোয়ালিটি

💎 ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম

💎 চ্যানেল খুঁজে পাওয়ার সুবিধার্থে ক্যাটাগরি
অনুযায়ী শর্ট লিস্ট।

💎 দক্ষ ও প্রশিক্ষীত কর্মীর মাধ্যমে ২৪/৭
কাস্টমার সার্ভিস সেবা।

📩 বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন বা কল করুন।

☎️হেল্পলাইন :
09638755005

🐂 হাম্বা অফার! 🐂🎁 অফার চলবে আগামী ৩০ জুন পর্যন্ত 🎁🌙 পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আমাদের সকল প্যাকেজে চলছে বিশেষ ছাড়। 🌈 আপনা...
23/05/2024

🐂 হাম্বা অফার! 🐂
🎁 অফার চলবে আগামী ৩০ জুন পর্যন্ত 🎁

🌙 পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আমাদের সকল প্যাকেজে চলছে বিশেষ ছাড়। 🌈 আপনার এই ঈদকে রাঙিয়ে দিতে Oni Digital Tv আছে আপনার পাশে।

👉 বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা হেল্পলাইনে কল করুন।

📞Helpline: 09638755005

অফিস ব্যস্ততা?  No tension..কাজের সাথে সাথে Bufferless লাইভ খেলা টাও দেখে নিন আপনার হাতে থাকা মোবাইল ফোনে। মাত্র  ৬০/- ট...
15/05/2024

অফিস ব্যস্ততা? No tension..কাজের সাথে সাথে Bufferless লাইভ খেলা টাও দেখে নিন আপনার হাতে থাকা মোবাইল ফোনে। মাত্র ৬০/- টাকার অফারটা আজই কিনে নিন।

আর নয় লোকাল ক্যাবল কানেকশন ও ডিস কানেকশনের ঝামেলা।  ,   ,   গ্রাহকেরা খুব সহজে   ব্যবহার করে বাংলাদেশের সকল টিভি চ্যানেল...
08/05/2024

আর নয় লোকাল ক্যাবল কানেকশন ও ডিস কানেকশনের ঝামেলা। , , গ্রাহকেরা খুব সহজে ব্যবহার করে বাংলাদেশের সকল টিভি চ্যানেল সহ অনেক বিদেশী টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন খুব অল্প মূল্যে। আপনার বা তে এর মাধ্যমে যেকোন চ্যানেল, সহ সব ধরনের #খেলা সরাসরি উপভোগ করতে পারবেন৷ Google Play Store পাওয়া যায় এ এমন কয়েকটি Apps এর মাধ্যমে আমরা এই সেবা প্রদান করে থাকি। আমরা দেশী এবং বিদেশী সব আইপি টিভি প্রোভাইডার, অনলাইন স্ট্রিমিং ওয়েবসাইট, অনলাইন টিভি সার্ভার এবং এফটিপি টিভি সার্ভার সংগ্রহ করে একটি প্লে-লিস্ট তৈরি করি যাতে বিভিন্ন ক্যাটাগরী অনুযায়ী সব চ্যানেল একসাথে সাজানো থাকে। সরাসরি লাইভ টিভি চ্যানেল ছাড়াও ভিডিও অন ডিম্যান্ড/ মুভিজ/ওয়েবসিরিজও থাকে এই প্লে-লিস্টে। আপনি চাইলে যে কোন চ্যানেল দেখতে পারবেন আপনার ইচ্ছে মতো। মিস হবে না কোন খেলা৷ চ্যানেল হবে ঝকঝকে কোয়ালিটির৷
ব্যাবহারের সুবিধাঃ-
- অনেক দ্রুত চ্যানেল লোড হবে। ✅
- চ্যানেল চেঞ্জ করতে ব্যাকে যেতে হবেনা। রিমোট দিয়েও চ্যানেল চেঞ্জ করা যাবে✅
- ইলেক্ট্রনিক প্রোগ্রাম গাইড এ্যাড করার সুবিধা ✅
- অটো আপডেট ফিচার✅
- ফুল স্ক্রিন মোড যা টিভি ডিসপ্লেতে ফিট হয়ে যাবে✅
- ফুল এইচডি চ্যানেল✅
বিঃদ্রঃ- ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ (wifi) থাকতে হবে এবং ইন্টারনেটের স্পিড কমপক্ষে ৫ এমবিপিএস থাকতে হবে।

Today live Sports 🏏⚽ টেনিসমন্টে কার্লো মাস্টার্সবেলা ৩টা, সনি স্পোর্টস ৫আইপিএলচেন্নাই-কলকাতারাত ৮টা, টি স্পোর্টস ও গাজী ...
08/04/2024

Today live Sports 🏏⚽

টেনিস
মন্টে কার্লো মাস্টার্স
বেলা ৩টা, সনি স্পোর্টস ৫

আইপিএল
চেন্নাই-কলকাতা
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ইন্ডিয়ান সুপার লিগ
মুম্বাই-ওডিশা
রাত ৮টা, স্পোর্টস ১৮-১

সৌদি সুপার লিগ
আল ইত্তিহাদ-আল ওয়েহদা
রাত ১১টা, সনি স্পোর্টস ২

আল হিলাল-আল নাসর
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২

সিরি আ
উদিনেসে-ইন্টার মিলান
রাত ১২-৪৫ মি., র‍্যাবিটহোল।

29/03/2024
Today live Sports ⚽বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগশেখ জামাল–শেখ রাসেলবিকেল ৩–১৫ মিনিট টি স্পোর্টস।
29/03/2024

Today live Sports ⚽

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
শেখ জামাল–শেখ রাসেল
বিকেল ৩–১৫ মিনিট টি স্পোর্টস।

Today live Sports 🏏⚽ আইপিএলরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–কলকাতা নাইট রাইডার্সরাত ৮টা স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস ও গ...
29/03/2024

Today live Sports 🏏⚽

আইপিএল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টা স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস ও গাজী টিভি।

✅ আপনি কি ভালো উন্নত মানের আইপি টিভি খুঁজছেন   হাজার হাজার চ্যানেল  দিয়ে কি করবেন  ❓এ সময়ে সবচাইতে জনপ্রিয় চ্যানেলগুলো...
20/03/2024

✅ আপনি কি ভালো উন্নত মানের আইপি টিভি খুঁজছেন
হাজার হাজার চ্যানেল দিয়ে কি করবেন ❓
এ সময়ে সবচাইতে জনপ্রিয় চ্যানেলগুলো বাছাই করে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য।

✅ এক মাএ আমরাই দিচ্ছি নির্বিচ্ছিন্ন সেবা।

✅ বিশ্বাস না হলে একবার আমাদের ট্রায়াল নিয়ে দেখেন

✅ অ্যান্ড্রয়েড সাপোর্ট সার্ভিস প্রায় ৬০টাকা সুপার ফাস্ট বিডিক্স চ্যানেল সম্পূর্ণ দূরবর্তী নম্বর নিয়ন্ত্রণ সমর্থন। ডিশ এর মতো রিমোট দিয়ে নাম্বার পল্টানো যাবে।

📡 বিস্তারিত জানতে ট্রায়াল নিতে ইনবক্স করুন।

19/03/2024

৮ রমজান ১৪৪৫ হিজরি

Address

Rampura
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Oni Digital Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category