20/04/2025
🖐️জাতি নির্বাচন চাইনা 🖐️
বর্তমান দেশ ও জাতির কল্যানে সংস্কার কাজকর্মে বিএনপিই একমাত্র বাধা।
যে 'র' এর প্রেসক্রিপশনে চলবে বাংলার মানুষ তাকে ছাড়বেনা 💪
ভোট হয় যোগ্য ব্যাক্তি নির্বাচিত করার জন্য। আমরা যোগ্য ব্যাক্তি পেয়ে গেছি।
আগামী ৫ বছর ভোট দিতে চাইনা। প্রফেসর ইউনুসের হাতেই দেশ থাকুক।
আর ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল, জনগণের মেন্ডেটই এই সরকার গঠিত। গণঅভ্যুত্থানই গণতন্ত্র।
এই সারজিত, হাসনাত , নাহিদ, আসিফরা সেদিন আপোষ করে আন্দোলন বন্ধ করে দিলে ফখরুল সাহেবরা কেয়ামত পর্যন্ত নির্বাচনের মুখ দেখতো না । তাদের নেত্রী ও নেতাকর্মীদের জেলের ভেতরেই পঁচে মরতে হতো। নাহিদ, আসিফরা জীবনের মায়া ত্যাগ করে কোনো আপোষ করেনি বলেই বাংলার মানুষ এক ভয়ংকর জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে ।আর ফখরুল সাহেবরা নির্বাচনের স্বপ্ন দেখছে । নাহিদ, আসিফরা জীবন মরণের একদম কাছাকাছি ছিল।সুতরাং তাদের কথা বলার অধিকার আছে।
সত্য কথা শুনতে তিতা হলেও সত্য।