Rahmat Bazar

Rahmat Bazar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rahmat Bazar, Social Media Agency, Dhaka.

03/12/2025

*বিসমিল্লাহর রহমানির রহিম*
*আস সালামুআলায়কুম*

*শুভ সকাল*

আজ বুধবার,
৩রা ডিসেম্বর, ২০২৫,
বাংলা তারিখ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
আরবি তারিখ ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

*মহান আল্লাহ তায়ালার বাণী*

وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلٰوةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولٰٓئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ
جَنّٰتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوٰجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ ۖ وَالْمَلٰٓئِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ

অর্থঃ এবং যারা স্বীয় পালনকর্তার সন্তুষ্টির জন্যে সবর করে, নামায প্রতিষ্টা করে আর আমি তাদেরকে যা দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্য ব্যয় করে এবং যারা মন্দের বিপরীতে ভাল করে, তাদের জন্যে রয়েছে পরকালের গৃহ।
তা হচ্ছে বসবাসের বাগান। তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপ-দাদা, স্বামী-স্ত্রী ও সন্তানেরা। ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে।

*[আর রা'দ - আয়াত নং ২২ ও ২৩]*

02/12/2025

*বিসমিল্লাহর রহমানির রহিম*
*আসসালামু আলায়কুম*

*শুভ সকাল*

আজ মঙ্গলবার,
২রা ডিসেম্বর, ২০২৫,
বাংলা তারিখ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
আরবি তারিখ ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

*মহান আল্লাহ তায়ালার বাণী*

اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ وَفَرِحُوا بِالْحَيٰوةِ الدُّنْيَا وَمَا الْحَيٰوةُ الدُّنْيَا فِى الْءَاخِرَةِ إِلَّا مَتٰعٌ
الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوبٰى لَهُمْ وَحُسْنُ مَـَٔابٍ

অর্থঃ আল্লাহ যার জন্যে ইচ্ছা রুযী প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। তারা পার্থিব জীবনের প্রতি মুগ্ধ। পার্থিবজীবন পরকালের সামনে অতি সামান্য সম্পদ বৈ নয়।
যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের জন্যে রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তণস্থল।

*[আর রা'দ - আয়াত নং ২৬ ও ২৯]*

যারা শুটকি প্রিয় তাদের জন্য দারুন সুখবর। সরাসরি কুয়াকাটা থেকে সংগৃহীত  কুয়াকাটার বিখ্যাত চিংড়ি বালাচাও এখন থেকে পাচ্ছেন...
03/11/2025

যারা শুটকি প্রিয় তাদের জন্য দারুন সুখবর। সরাসরি কুয়াকাটা থেকে সংগৃহীত কুয়াকাটার বিখ্যাত চিংড়ি বালাচাও এখন থেকে পাচ্ছেন আমাদের রহমত বাজারে। খেতে সুস্বাদু, প্রিমিয়াম কোয়ালিটি, সম্পূর্ণ হাতে তৈরি।
বালাচাও তৈরিতে উপাদান সমূহঃ
👉🏿ফ্রেশ ড্রাই চিংড়ি,
👉🏿পেয়াজ,লবণ, রসুন,
👉🏿আদা,ঘি,শুকনো মরিচ,
👉🏿সরিষার তেল ও মসলা।
পণ্য অর্ডার করতে নাম, ঠিকানা,মোবাইল নাম্বার ও পরিমান লিখে আমাদের মেসেজ করে দিন।
ঢাকা সিটি ছাড়া পণ্য কুরিয়ার এর মাধ্যমে পাঠানো হবে।

☝️খাঁটি মানের ১০০% নিশ্চিত করা তেঁতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো প্রথম চাপের রহমত বাজারের খাঁটি সরিষার তেল ব্যবহার করুন। 👉 আম...
15/08/2025

☝️খাঁটি মানের ১০০% নিশ্চিত করা তেঁতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো প্রথম চাপের রহমত বাজারের খাঁটি সরিষার তেল ব্যবহার করুন।
👉 আমরা কথায় নয় কাজে এবং প্রমাণে বিশ্বাসী। একবার ব্যবহার করেই দেখুন। কোনো প্রকার ভেজাল মনে হলে কুরিয়ার চার্জ সহ পণ্য ফেরত নেওয়া হবে। তাই নিশ্চিন্তে ব্যবহার করুন আমাদের শতভাগ খাঁটি সরিষার তেল।

নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোন রোগ...
23/07/2025

নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোন রোগ হবে না।’ (ইবনে মাজাহ : ৩৪৪১)
মধুর অন্যান্য উপকারিতা সমূহঃ
১। প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা লাগা,কফ,কাশি ইত্যাদি সমস্যা কমে যায়।
২। মন ভালো করতে প্রতিদিন হালকা গরম পানির সাথে মধু ও লেবুর রস মিশিয়ে খান। সঙ্গে একটু দারুচিনির গুঁড়াও ছিটিয়ে নিতে পারেন।
৩। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে ওজন কমে যায় কিছুদিনের মধ্যেই। এছাড়াও এভাবে প্রতিদিন খেলে লিভার পরিষ্কার থাকে,শরীরের বিষাক্ত উপাদান গুলো বের হয়ে যায় এবং শরীরের মেদ গলে বের হয়ে যায়।
৪। মধুর সাথে দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০% পর্যন্ত কমিয়ে দেয়।
৫। মধু ও দারুচিনির মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুকি কমে এবং যারা ইতিমধ্যেই একবার হার্ট অ্যাটাক করেছেন তাদের দ্বিতীয়বার অ্যাটাকের ঝুকি কমে যায়।
তাই আর দেরি না করে আমাদের রহমত বাজারের খাঁটি সরিষা ফুলের মধু নিতে আজই যোগাযোগ করুন অথবা মেসেজ করুন আমাদের এ নাম্বারে...
01821133606

25/06/2025
লিচু ফুলের মধুর স্বাস্থ্যকর গুণাবলী এবং সুবিধা১। এতে রয়েছে বেশ কিছু খনিজ উপাদান যা শারীরিক সুস্থতা প্রদানে বেশ গুরুত্বপূ...
12/06/2025

লিচু ফুলের মধুর স্বাস্থ্যকর গুণাবলী এবং সুবিধা
১। এতে রয়েছে বেশ কিছু খনিজ উপাদান যা শারীরিক সুস্থতা প্রদানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২। দেহে তাপ ও শক্তির যোগান দেয়।
৩। হজমক্রিয়াকে ত্বরান্বিত করে হজমে সহায়তা করে।
৪। অ্যাসিডিটি উপশমে বেশ ভালো কাজ করে।
৫। কোষ্ঠ্যকাঠিন্য এবং ডায়রিয়াতেও এটি বেশ উপযোগী।
৬। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে সুরক্ষিত রাখে।
৭। ঘুমের সমস্যা সমাধানে এটি বেশ ভালো কাজ করে। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এক চা চামচ মধু হতে পারে অনিদ্রার ক্ষেত্রে বিশেষ কার্যকরী।
৮। রক্তশূন্যতা দূর করে ভূমিকা রাখে।
৯। দেহের পানিশূন্যতা দূর করতে ভূমিকা রাখে।
১০। অতিরিক্ত মেদ কমিয়ে ওজন হ্রাসে ভূমিকা রাখে।
১১। ত্বক মসৃণ ও সজীব রাখতে কাজ করে এটি।
১২। রূপচর্চায় এক বহুল ব্যবহৃত উপাদান।
১৩। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বেশ ভালো কাজ করে।
১৪। হাঁপানি ও ফুসফুসের সমস্যা সমাধানে কার্যকরী।
১৫। সর্দি, কাশি, গলা ব্যথা দূর করতে চমৎকার কাজ করে।
আমরা নিজেদের খামার থেকে মধু সংগ্রহ করে বিক্রি করি তাই আপনি শতভাগ খাঁটি মধু পাবেন ইনশাআল্লাহ।
কোন প্রকার সমস্যা পেলে বিনা শর্তে মধু ফেরত দিতে পারবেন এবং টাকা ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

☝️খাঁটি মানের ১০০% নিশ্চিত করা তেঁতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো প্রথম চাপের রহমত বাজারের খাঁটি সরিষার তেল ব্যবহার করুন। 👉 আম...
11/06/2025

☝️খাঁটি মানের ১০০% নিশ্চিত করা তেঁতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো প্রথম চাপের রহমত বাজারের খাঁটি সরিষার তেল ব্যবহার করুন।
👉 আমরা কথায় নয় কাজে এবং প্রমাণে বিশ্বাসী। একবার ব্যবহার করেই দেখুন। কোনো প্রকার ভেজাল মনে হলে কুরিয়ার চার্জ সহ পণ্য ফেরত নেওয়া হবে। তাই নিশ্চিন্তে ব্যবহার করুন আমাদের শতভাগ খাঁটি সরিষার তেল।
পণ্য অর্ডার করতে নাম, ঠিকানা,মোবাইল নাম্বার ও পরিমান লিখে আমাদের মেসেজ করে দিন।
ঢাকা সিটি ছাড়া পণ্য কুরিয়ার এর মাধ্যমে পাঠানো হবে।

🥰 নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার।🤩  👉 ঘরে বসেই অর্ডার করতে পারেন,আপনার নিত্য প্রয়োজনীয় যে কোন পণ্যের জন্য। 🚛ফ্রি - হোম ডে...
30/05/2025

🥰 নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার।🤩
👉 ঘরে বসেই অর্ডার করতে পারেন,আপনার নিত্য প্রয়োজনীয় যে কোন পণ্যের জন্য।
🚛ফ্রি - হোম ডেলিভারি দেওয়া হয়।🚚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahmat Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahmat Bazar:

Share