Tatka Khobor

Tatka Khobor Breaking the news, not your vibe! Fresh updates, hot stories, and everything you need to stay in the loop—delivered with a spark!

10/10/2025

কেউ খেলেন না, পার্সেল নিয়েছেন কি না, জানি না

10/10/2025

আমিনুল হক ও তামিম ইকবাল, দুজনেই সাবেক অধিনায়ক। একজন ক্রিকেটের৷ একজন ফুটবলের।

10/10/2025

রেস্টুরেন্ট উদ্বোধনে করলেন তামিম ও আমিনুল

স্কুলে যাওয়ার জন্য দুই শিক্ষার্থীকে রেডি করছেন একজন নারী। চিরুনি দিয়ে চুল গুছিয়ে বেঁধে দিচ্ছেন। সম্ভবত ফুটপাথেই বসবাস। এ...
10/10/2025

স্কুলে যাওয়ার জন্য দুই শিক্ষার্থীকে রেডি করছেন একজন নারী। চিরুনি দিয়ে চুল গুছিয়ে বেঁধে দিচ্ছেন। সম্ভবত ফুটপাথেই বসবাস। এক বেলা ভাত জোটে না, লেখাপড়া ছাড়ে নাই। কি অবিশ্বাস্য গল্প!

এই নারী মা হতে পারেন, দাদি বা নানিও হতে পারেন। রসগোল্লা পেজ থেকে দাবি করা হয়েছে, মতিউল নামের কেউ একজন ছবিটা তুলেছেন। বিভিন্ন ব্যক্তি, পেজ থেকে ছবিটা ভাইরাল হয়েছে।

সকালে ওদের দেখেই মনটা ভালো হয়ে গেছে। ওদের গোছানো স্কুল ড্রেস, নারীর স্নেহ দেখে ভরে গেছে মন। আবার আঁতকে উঠছি, চমকে গেছি এই ভেবে, এভাবে আর কয়দিন?
আল্লাহ, ওদের তুমি দেইখো।

অনেকেই ওদের খোঁজ নিচ্ছেন। ব্যবস্থা হবে নিশ্চয়ই। আল্লাহ, কারো না কারো মাধ্যমে ওদের শিক্ষা ও অন্যান্য সুযোগ তৈরি করে দেবেন।

লোকেশন : আজিমপুর, পলাশী থেকে নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণের ফুটপাথ, ইডেন বিল্ডিং সংলগ্ন।

আনিসুর রহমান জিকো কেন দলে নাই? সিন্ডিকেট! সেই সিন্ডিকেট চালায় কে, হাভিয়ের কাবরেরা? নাকি আরও সমন্বয়ক বা মাস্টারমাইন্ড আছে...
10/10/2025

আনিসুর রহমান জিকো কেন দলে নাই? সিন্ডিকেট! সেই সিন্ডিকেট চালায় কে, হাভিয়ের কাবরেরা? নাকি আরও সমন্বয়ক বা মাস্টারমাইন্ড আছে, তারা কারা?
প্রশ্ন উঠেছে কাবরেরার অনুগত বলেই সাদ, ফাহিম, সোহেল জুনিয়র, মিতুল মার্মা একাদশে!

সিন্ডিকেটের নেতৃত্বে কি বসুন্ধরা? বাফুফের ভেতরে কয়টা বাফুফে? বাফুফে'তে তাবিথ আউয়াল-ই সব না? উপদেষ্টা আসিফের কোন প্রভাব আছে কি?

ম/দ নিয়ে জিকো কি একা ধ/রা খাইছিলেন? বাকিরা কাবরেরার দলে, জিকো কেন নাই? প্রতিবাদ বা অন্যায়ের বিরুদ্ধে কন্ঠস্বর বলেই কি জিকো দলে নাই? নাকি শৃঙ্খলার ঘাটতি বা ভুল থেকে শেখে নাই এখনো?

কেন দলে নাই জিকো, কেন কেন কেন?

জিকোর উত্তর নাই, সে জানে না কেন কোচ তাকে দলে রাখে না। একজন ফুটবলার শুধু তার কাজটাই করে যেতে পারেন, একাদশে বা স্কোয়াডে থাকা তার হাতে নাই, বাকিটা কোচ বা নির্বাচকদের।

ক্রিকেট বা ফুটবল, সবখানেই কোচের প্রিয় শিষ্য থাকে। নির্বাচকদের পছন্দের খেলোয়াড় থাকে। ক্লাব পর্যায়ে মানা যায়, কিন্তু দেশের উর্ধ্বে কেউ না। পেশাদারিত্ব না থাকলে, কোচ বা নির্বাচকদের স্বজনপ্রীতি থাকলে দ্রুত ব্যবস্থা নিক বাফুফে।

জিকো'কে ডেকে পাঠাক বাফুফে সভাপতি। জানুক কি সমস্যা। যাকে দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার বলা হয়, এটা তো এমনি এমনি না! সেই গোলরক্ষক কেন বাংলাদেশ দলে নাই? এটা জানুক বাফুফে, একই উত্তর জানুক সমর্থকরাও।

সরি হামজা ভাই। আমরাই সরি। কোন ব্যাপার না ভাই। কষ্ট পাইছি, চোখ ভিজছে, কিছু গালিও দিছি। তবে, আপনাদের দিকে আশা ছাড়ি নাই। দ্...
09/10/2025

সরি হামজা ভাই।
আমরাই সরি। কোন ব্যাপার না ভাই। কষ্ট পাইছি, চোখ ভিজছে, কিছু গালিও দিছি। তবে, আপনাদের দিকে আশা ছাড়ি নাই। দ্বিগুণ সাহসে, তুখোড় আত্মবিশ্বাসে আগান, পেছনে ২০ কোটি বাংলাদেশী।

শেষ গোলটা হামজা ভাই মানতেই পারে নাই। এতো হাসিখুশি, পেশাদার, বৃটিশ পরিবেশে বেড়ে ওঠা মানুষটার চোখ ভিজে গেলো। আল্লাহ, ঐ সময় আমার যে কি মায়া হচ্ছিলো!

জানি না, হামজা ভাইয়ের দৃষ্টি কোন দিকে ছিলো। চোখ মেলে নিয়তি দেখছিলেন। কেন এমন হলো সমীকরণ মেলাচ্ছিলেন নাকি বুক ফেটে চিৎকার আসছিলো?

শান্ত দৃষ্টির হামজা ভাইকে আমরা দেখি নাই। এতো আবেগ ছুঁয়ে যাওয়া, নিদারুণ কষ্টে পুড়তে থাকা হামজা, শমিতরা আর কি-ই বা করতে পারেন! সম্ভব সব-ই তো করলেন, তবুও হার ঠেকানো গেলো না।

কি যে আফসোস, সে কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, কেউ বুঝলো না। এই পরাজয়ের ওজন মাপার স্কেল নাই। তাই, নিজের ব্যথা, নিজের ক্ষত নিয়ে ঘুমিয়ে পড়েন।

হামজা ভাই, আপনি এই দেশের সবচেয়ে বিনয়ী ক্রীড়াবিদ। আপনাকে স্যাকুট 🫡❤️

সরি শমিত সোম। আপনার মতো আমরাও অবাক হই। অবাক হওয়া এখন স্বভাব! কেননা, বারবার অবাক করে দেয় বাংলাদেশ। শুধু আমাদের সাথেই এমনট...
09/10/2025

সরি শমিত সোম।
আপনার মতো আমরাও অবাক হই। অবাক হওয়া এখন স্বভাব! কেননা, বারবার অবাক করে দেয় বাংলাদেশ। শুধু আমাদের সাথেই এমনটা হয়। শেষ মুহূর্তে হেরে যাই শুধুই আমরাই।

শুনলাম, ২৭ ঘন্টা জার্নি করে আসছেন। ঢাকায় নেমেই অনুশীলন, আজ খেললেন ম্যাচ। বিশ্রাম ছিলো না একদম। দ্বিতীয় হাফে নেমে শেষ দিকে অসাধারণ গোল। ইজ্জত, সম্মান, মর্যাদার সেই গোলের কিছু মুহূর্তের মধ্যেই ৪ নাম্বার গোল হজম করলো মিতুল মার্মা, মানে বাংলাদেশ!

পরাজয় বাংলাদেশের। বসে পড়ে বিমর্ষ হামজা, আপনি দাঁড়িয়ে নির্বাক, নিথর। ৪-৩ গোলের হার, তাই বলে একদম শেষ মিনিটে, শেষ সেকেন্ডে!

আপনার ডেডিকেশন আমরা দেখতে পাই। আমরা জানি, আপনি দেশকে কতোটা ভালোবাসেন। এই জার্সি, লাখো ফুটবল ফ্যান আর মানুষের দরদ আপনাকেও ছুঁয়ে যায়৷ বিশ্বাস করেন, আপনারা আছেন বলেই ফুটবল এখন বর্ণিল ও সার্বজনীন উৎসব।

যতো দূর যেতে চান, ঠিক ততো দূর-ই আমাদের। আপনাদের স্বপ্নে মিশে থাকুক আমাদের স্বপ্ন। অর্জিত হোক অধরা, কল্পনায় ভেসে থাকা রূপকথার গল্প।

এমন নিবেদনের জন্য আপনাকে স্যালুট শমিত 🫡❤️

09/10/2025

ভাইরাল সাইফ আরাফাত! নেচে নেচে খাবার বিক্রি করার কারণে ছেলেটা ভাইরাল। ক্লাস সিক্সে পড়ে। ওর বড় ভাই হেল্প করে। আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে বসে।

ওর আন্টি এগুলো বানিয়ে দেয়। ও কিশোর, তাই আর প্রশ্ন করি নাই। অনেক গরম, ভিড়। অধিকাংশ খাবার মানে কেক বা অন্য যে কোন কিছু একদমই বাজে, মুখে দেয়া যায় না।

কেউ দেখতে আসে, কেউ ছবি/ভিডিও তুলতে, কেউ বউয়ের চাপে, কেই গার্লফ্রেন্ডের চাপে। আমি গেছি জানতে, কি হয় দেখতে!

09/10/2025

ফ্রাইড রাইস বিক্রি করেন অনিশা। আগারগাঁও ভাইরাল কেক বিক্রির স্পটে ব্যতিক্রমী উদ্যোক্তা। এইচ.এস.সি পরীক্ষার্থী অনিশার স্বপ্ন একদিন বড় উদ্যোক্তা হবেন।

আড়াই ঘন্টায় শেষ সব খাবার। বেজায় খুশি তিনি। নিজ।হাতের রান্না সবাইকে খাওয়াতে পারছেন, এতেও খুশি অনিশা।

09/10/2025

আগারগাঁও ঘুরে দেখা মিললো অথেনটিক, সুস্বাদু কেকের। হ্যা, এই কেক খেলে শান্তি পাবেন। আমি প্রমোট করছি না। আমার ভালো লাগছে।

'কেক ভাইয়া' নামটাও ইউনিক। কখনো গেলে খেতে পারেন এদের কেক।

09/10/2025

'আমরা জিতবো ইনশাআল্লাহ'

09/10/2025

হাসিমুখের হামজা 😀

Address

Mirpur 2
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tatka Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share