01/12/2025
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ছেলে হাবিবুর রহমান সোহান, স্ট্রোক প্লেয়ার। কবজির শক্তি, রাইট পজিশন আর ব্যাটিং সুইং অসাধারণ। ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড গড়া সোহানকে ৫০ লাখ টাকায় দলে টেনেছে নোয়াখালী এক্সপ্রেস!
প্রায় ৪ বছর আগে প্রথম দেখা রাজশাহীতে। জাতীয় দলের স্পিনার শেখ মেহেদীকে টানা ছক্কা মেরেছেন। ভীষণ মুগ্ধ হই, এমন ব্যাটিং দেখা আনন্দদায়ক। বাউন্ডারির চেয়ে ছক্কায় আগ্রহ বেশি সোহানের। টি-টোয়েন্টির আদর্শ ব্যাটার সোহান।
তখনও প্রচুর ম্যাচ খেলতো, টেপ টেনিস। এরপর ক্রিকেট বল, কখনো টেপ টেনিস এভাবেই পরিচিতি বাড়ে সোহানের। খেপ খেলতে খেলতে অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে থাকে। রাজশাহীর টুর্নামেন্ট দিয়ে দেশ জুড়ে আলোচনায় আসে সোহান।
বিপিএলে ডি' ক্যাটাগরির ১৮ লাখ টাকার ভিত্তি মূল্য থেকে ৫০ লাখ টাকায় ওঠে সোহান। অতি আশ্চর্য হওয়ার তেমন কিছুই ছিলো না। সোহানের মারমুখী, আগ্রাসী ব্যাটিং এই দাম এনে দিয়েছে। যেখানে জাতীয় দলের অনেক ক্রিকেটার-ই ৪০ লাখের নিচে দল পেয়েছেন।
সুযোগ পাবে নিয়মিত, এটাই প্রত্যাশা। ৩০/৪০ রানের ক্যামিও'তে আটকে না থেকে বড় ইনিংস কন্টিনিউ করবে, এটাও প্রত্যাশা। সুশৃঙ্খল, গোছানো ও সুন্দর জীবনের প্রভাব খেলার মাঠে পড়ুক, এটাও প্রত্যাশা।
বাই দ্যা ওয়ে, পেস বোলার থেকে বিধ্বংসী ব্যাটার হয়েছেন হাবিবুর রহমান সোহান।