Tatka Khobor

Tatka Khobor Breaking the news, not your vibe! Fresh updates, hot stories, and everything you need to stay in the loop—delivered with a spark!
(3)

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ছেলে হাবিবুর রহমান সোহান, স্ট্রোক প্লেয়ার। কবজির শক্তি, রাইট পজিশন আর ব্যাটিং সুইং অসাধা...
01/12/2025

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ছেলে হাবিবুর রহমান সোহান, স্ট্রোক প্লেয়ার। কবজির শক্তি, রাইট পজিশন আর ব্যাটিং সুইং অসাধারণ। ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড গড়া সোহানকে ৫০ লাখ টাকায় দলে টেনেছে নোয়াখালী এক্সপ্রেস!

প্রায় ৪ বছর আগে প্রথম দেখা রাজশাহীতে। জাতীয় দলের স্পিনার শেখ মেহেদীকে টানা ছক্কা মেরেছেন। ভীষণ মুগ্ধ হই, এমন ব্যাটিং দেখা আনন্দদায়ক। বাউন্ডারির চেয়ে ছক্কায় আগ্রহ বেশি সোহানের। টি-টোয়েন্টির আদর্শ ব্যাটার সোহান।

তখনও প্রচুর ম্যাচ খেলতো, টেপ টেনিস। এরপর ক্রিকেট বল, কখনো টেপ টেনিস এভাবেই পরিচিতি বাড়ে সোহানের। খেপ খেলতে খেলতে অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে থাকে। রাজশাহীর টুর্নামেন্ট দিয়ে দেশ জুড়ে আলোচনায় আসে সোহান।

বিপিএলে ডি' ক্যাটাগরির ১৮ লাখ টাকার ভিত্তি মূল্য থেকে ৫০ লাখ টাকায় ওঠে সোহান। অতি আশ্চর্য হওয়ার তেমন কিছুই ছিলো না। সোহানের মারমুখী, আগ্রাসী ব্যাটিং এই দাম এনে দিয়েছে। যেখানে জাতীয় দলের অনেক ক্রিকেটার-ই ৪০ লাখের নিচে দল পেয়েছেন।

সুযোগ পাবে নিয়মিত, এটাই প্রত্যাশা। ৩০/৪০ রানের ক্যামিও'তে আটকে না থেকে বড় ইনিংস কন্টিনিউ করবে, এটাও প্রত্যাশা। সুশৃঙ্খল, গোছানো ও সুন্দর জীবনের প্রভাব খেলার মাঠে পড়ুক, এটাও প্রত্যাশা।

বাই দ্যা ওয়ে, পেস বোলার থেকে বিধ্বংসী ব্যাটার হয়েছেন হাবিবুর রহমান সোহান।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।রবিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ম...
01/12/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দৈনিক ভোরের পাতার সিনিয়র স্পোর্টস রিপোর্টার জহির উদ্দিন ভূঁইয়া (৫২) গুরুতর আ*হত হন।

প্রথমে মুগদা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে জহির ভাই স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

(জহির ভাইকে খু*ন করা হয়েছে। প্রতিটি দুর্ঘটনা এক একটা খু*ন। বাইক দেখলেই টিজিং করে প্রাইভেট গাড়ি, বাস, ট্রাক। রাত হলে তো উপরে তুলে দেয়, ধাক্কা দেয়।)

বুকে সাহস না থাকলে এটা করতেন না বিজয়। বড় গলা তখনই হয় যখন নিজে স্বচ্ছ হয়। এখানে ঐ বাগধারা প্রযোজ্য নহে! সৈকত, শফিউল সবাই ...
01/12/2025

বুকে সাহস না থাকলে এটা করতেন না বিজয়। বড় গলা তখনই হয় যখন নিজে স্বচ্ছ হয়। এখানে ঐ বাগধারা প্রযোজ্য নহে!

সৈকত, শফিউল সবাই করুক। প্রয়োজনে তামিম ইকবাল করুক।

এটা ক্রিকেটারদের অস্তিত্বের প্রশ্ন। মান ইজ্জতের প্রশ্ন। পরিবার, স্বজন, সমাজ, বন্ধু-বান্ধব, ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে নিজের সম্মান টিকে রাখার লড়াই।

এই লড়াইয়ে 'কোয়াব' কোথায়? এই লড়াইয়ে কোয়াব প্রধান ক্রিকেটার মোহাম্মদ মিথুন কোথায়? কোয়াব হলো ক্রিকেটারদের সংগঠন!

৯২ লাখ টাকায় তৌহিদ হৃদয়কে দলে টেনেছে রংপুর রাইডার্স আর ৩৫ লাখ টাকায় জাকের আলী নোয়াখালী এক্সপ্রেসে!
30/11/2025

৯২ লাখ টাকায় তৌহিদ হৃদয়কে দলে টেনেছে রংপুর রাইডার্স আর ৩৫ লাখ টাকায় জাকের আলী নোয়াখালী এক্সপ্রেসে!

বিপিএল নিলামে অবিক্রিত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং ১০০ টেস্ট খেলা মুশফিকুর রহিম।
30/11/2025

বিপিএল নিলামে অবিক্রিত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং ১০০ টেস্ট খেলা মুশফিকুর রহিম।

নাঈম শেখ ১ কোটি ১০ লাখ টাকায় নিলো চট্টগ্রাম রয়্যালস। আর ৭৫ লাখ টাকায় টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে নিয়েছে রংপুর রাইডার্...
30/11/2025

নাঈম শেখ ১ কোটি ১০ লাখ টাকায় নিলো চট্টগ্রাম রয়্যালস। আর ৭৫ লাখ টাকায় টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে নিয়েছে রংপুর রাইডার্স।

30/11/2025

মেডেল পড়িয়ে দিচ্ছেন আসিফ ও আশিক

30/11/2025

ফুটবলার আসিফ ও আশিক

30/11/2025

ফুটবলের বাজপাখি জিকো

বিপিএল নিলাম তালিকা থেকে বিজয়, মোসাদ্দেক'কে বাদ দেয়া হইছে। সেই তালিকায় আরও কয়েকজন ক্রিকেটার আছেন। এ ব্যাপারে বিপিএল গভর্...
30/11/2025

বিপিএল নিলাম তালিকা থেকে বিজয়, মোসাদ্দেক'কে বাদ দেয়া হইছে। সেই তালিকায় আরও কয়েকজন ক্রিকেটার আছেন। এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিল কোন কারণ জানায় নাই। যেমন খুশি তেমন ইচ্ছে বিপিএল, বিসিবি'র!

শুনলাম, তালিকায় একজন সাংবাদিকও আছেন। কে সেই সাংবাদিক, কোন দলের সাথে ছিলো, কি করছে সে, সব জানাতে হবে। নইলে ক্রিকেট বয়কট করেন!

হ্যা, আপনি একজন সাধারণ দর্শক, আপনার জানার অধিকার আছে কেন বিজয়, মোসাদ্দেক বাদ পড়লো? কি কারণে একজন সাংবাদিক দোষী হলেন? নইলে ক্রিকেট বয়কট করেন!

বিসিবি, বিপিএল, দেশের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেন। দর্শক সরে গেলে ক্রিকেট হবে হাডুডু, দর্শক বয়কট করলে ক্রিকেট হবে টেবিল টেনিস!

পয়েন্টে আসি, মিনা কার্টুনের একজন মিঠু আছে বিপিএল গর্ভনিং কাউন্সিলে। অদ্ভুত তার কথার ঢং, আগাগোড়া মিথ্যায় মোড়ানো। সৌরভ গাঙ্গুলীর বন্ধু পরিচয়ে বিসিবি'তে প্রবেশ। পাপনের পা চাটা, ফারুকের পা চাটা এখন বুলবুলের পা চাটা চাটুকার।

ধরেন, আমি বললাম মিঠুর নজড় খারাপ, এই অভিযোগে বিসিবি'র পরিচালক থেকে তাকে পদত্যাগ করতে হবে। প্রমাণ ছাড়াই এই অভিযোগ, এটা কি যুক্তিযুক্ত হবে?

উত্তর হলো 'না'! তাহলে শুধুই অভিযোগের ভিত্তিতে কেন ৭ ক্রিকেটারকে জাতির কাছে 'চোর' বানাইলেন? কেন ৭ ক্রিকেটারকে 'দুর্নীতিবাজ' বানাইলেন। কেন ৭ ক্রিকেটারকে 'দেশদ্রোহী' বানাইলেন?

প্রমাণ দিতে হবে মিঠু, প্রমাণ প্রকাশ করতে হবে মিঠু। নইলে মিঠুর বিরুদ্ধে বা বিপিএল'র বিরুদ্ধে বা বিসিবি'র বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে বিজয়-সৈকত-শফিউল। সেই মামলায় মানসিকভাবে ক্রিকেটারদের পাশে থাকবে কোটি ক্রিকেট ভক্ত।

৯০০ পৃষ্ঠার প্রতিবেদন, মাই ফুট! দুই লাইনে বলে দে, কি করছে বিজয়-সৈকত-শফিউলরা। ব্যস, মানুষ বুঝে নেবে দেশের ক্রিকেটে এদের দরকার আছে নাকি নাই। নিজেদের দোষ ঢাকতে ক্রিকেটারদের ঢাল বানানো চলবে না।

প্রমাণ দে, নইলে গদি ছেড়ে দে।

29/11/2025

পেনাল্টিতে গোল খেলো আসিফের দল

29/11/2025

পেনাল্টি শুটে উপদেষ্টাদের হারিয়েছে বিদেশী কূটনীতিবিদরা

Address

Mirpur 2
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tatka Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share