কাব্য

কাব্য লেখক - লেখিকা✍️
(4)

এটাই বাস্তব - হা হা হা 😁😁😁
14/10/2025

এটাই বাস্তব - হা হা হা 😁😁😁

10/10/2025
স্কুলে যাওয়ার জন্য দুই শিক্ষার্থীকে রেডি করছেন একজন নারী। চিরুনি দিয়ে চুল গুছিয়ে বেঁধে দিচ্ছেন। সম্ভবত ফুটপাথেই বসবাস। এ...
10/10/2025

স্কুলে যাওয়ার জন্য দুই শিক্ষার্থীকে রেডি করছেন একজন নারী। চিরুনি দিয়ে চুল গুছিয়ে বেঁধে দিচ্ছেন। সম্ভবত ফুটপাথেই বসবাস। এক বেলা ভাত জোটে না, লেখাপড়া ছাড়ে নাই। কি অবিশ্বাস্য গল্প!

এই নারী মা হতে পারেন, দাদি বা নানিও হতে পারেন। রসগোল্লা পেজ থেকে দাবি করা হয়েছে, মতিউল নামের কেউ একজন ছবিটা তুলেছেন। বিভিন্ন ব্যক্তি, পেজ থেকে ছবিটা ভাইরাল হয়েছে।

সকালে ওদের দেখেই মনটা ভালো হয়ে গেছে। ওদের গোছানো স্কুল ড্রেস, নারীর স্নেহ দেখে ভরে গেছে মন। আবার আঁতকে উঠছি, চমকে গেছি এই ভেবে, এভাবে আর কয়দিন?
আল্লাহ, ওদের তুমি দেইখো।

অনেকেই ওদের খোঁজ নিচ্ছেন। ব্যবস্থা হবে নিশ্চয়ই। আল্লাহ, কারো না কারো মাধ্যমে ওদের শিক্ষা ও অন্যান্য সুযোগ তৈরি করে দেবেন।

লোকেশন : আজিমপুর, পলাশী থেকে নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণের ফুটপাথ, ইডেন বিল্ডিং সংলগ্ন।

২০২৩ সালে, যখন ঘূর্ণিঝড় 'ওটিস' চুরমার করে দিয়েছিলো মেক্সিকোর আ্যাকাপুলকো অঞ্চলটিকে, নিশ্চিহ্ন করে দিয়েছিলো বাড়িঘর, পুরো ...
07/10/2025

২০২৩ সালে, যখন ঘূর্ণিঝড় 'ওটিস' চুরমার করে দিয়েছিলো মেক্সিকোর আ্যাকাপুলকো অঞ্চলটিকে, নিশ্চিহ্ন করে দিয়েছিলো বাড়িঘর, পুরো এলাকায় হাহাকার পড়ে গিয়েছিলো একমুঠ খাবারের জন্য, চারদিকে ধ্বংসস্তূপ, লাশ, এবং শিশুরা মুমূর্ষু হয়ে পড়ছিলো মায়ের বুকের দুধের অভাবে, ওসময়েই একটি রাস্তায় দেখা গিয়েছিলো অভূতপূর্ব এক দৃশ্য! স্বর্গ নেমে এসেছিলো বিরান পথটার একপাশেঃ

মেক্সিকো সিটি'র উদ্ধারকর্মীদের একজন দলনেত্রী─ অফিসার আরিৎস্‌বেথ দিয়োনিসিয়ো আমব্রোসিয়ো─ একটি অনাহারে জর্জরিত শিশুকে কোলে তুলে নিয়ে নিজ সন্তানের মায়ায় পান করাচ্ছিলেন নিজের বুকের দুগ্ধ! পেশাগত দায়িত্বে নিজের শিশুসন্তানকে ঘরে রেখে আসা আমব্রোসিয়োর কি তখন মনে হচ্ছিলো─ এও তো আমারই সন্তান! জগতের সমস্ত শিশুই তো মায়ের সন্তান। অফিসারের অদূরে তখন বিহ্বল হয়ে বসে ছিলেন শিশুটির উপোসে-দুগ্ধহীন অশ্রুসজল মা।

গায়ে ইউনিফর্ম, কোমরে অস্ত্র, বুকে স্তন্যপানরত অচিন শিশু─ এই দৃশ্যের কী নাম দেবেন আপনি?

05/10/2025

বাংলাদেশের পুলিশ কখনোই ঠিক হবে না | 🫵

বাংলাদেশে আসছে নতুন সিম কোম্পানি! বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL) চালু করতে যাচ্ছে MVNO সিম।MVNO মানে হল...
01/10/2025

বাংলাদেশে আসছে নতুন সিম কোম্পানি!
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL) চালু করতে যাচ্ছে MVNO সিম।
MVNO মানে হলো ভার্চুয়াল মোবাইল অপারেটর। এরা নিজেরা কোনো টাওয়ার বা নেটওয়ার্ক বসাবে না। বরং দেশের বর্তমান মোবাইল অপারেটরদের (যেমন গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক) নেটওয়ার্ক ভাড়া নিয়ে গ্রাহকদের কল ও ইন্টারনেট সার্ভিস দেবে।💠এর সুবিধা কী?
⏩কম দামে কল ও ডাটা পাওয়া যাবে।
⏩নতুন প্রতিযোগিতা তৈরি হবে, ফলে গ্রাহকরা লাভবান হবেন।
⏩ আলাদা ভয়েস ও ইন্টারনেট প্যাকেজ মিলবে।
⏩কিছু প্ল্যানে থাকতে পারে আনলিমিটেড কলিং আর আনলিমিটেড ডাটা!
⏩OTT (যেমন ইউটিউব, ফেসবুক) ব্যবহার ফ্রি বা আলাদা অফার আসতে পারে।
⏩এমনকি ফোন কিস্তিতেও দেওয়ার সুযোগ থাকতে পারে।
মানে সহজভাবে বললে, BTCL-এর এই নতুন সিম দিয়ে গ্রাহকরা আগের চেয়ে সাশ্রয়ী দামে বেশি সুবিধা পাবেন। 📱

"তাহলে এটাই আমাদের শেষ কথা? তুমি সত্যি সত্যি চলে যাবে?"পনেরো বছরের সাজানো সংসারটার দিকে তাকিয়ে রাহাতের গলাটা ধরে এলো। তা...
01/10/2025

"তাহলে এটাই আমাদের শেষ কথা? তুমি সত্যি সত্যি চলে যাবে?"
পনেরো বছরের সাজানো সংসারটার দিকে তাকিয়ে রাহাতের গলাটা ধরে এলো।

তার স্ত্রী নীলা, শান্তভাবে তার স্যুটকেস গোছাচ্ছিলো। সে মুখ না ঘুরিয়েই বললো,
"হ্যাঁ। কাগজপত্রে সই তো হয়েই গেছে। একসাথে থেকে আর একে অপরকে যন্ত্রণা বাড়ানোর কোনো মানে হয় না।"

"গত পনেরোটা বছর... সবকিছু কি তাহলে মিথ্যা ছিলো, নীলা?"

"মিথ্যা ছিলো না। কিন্তু এখন আর কিছু অবশিষ্ট নেই। তোমার পৃথিবীতে তুমি একা, আর আমার পৃথিবীতে আমি। আমাদের মাঝে আর কোনো সংযোগ নেই।"

"আমি তো তোমার সব চাহিদা পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করেছি। ভালো বাড়ি, গাড়ি, সম্মান,কী দিইনি আমি তোমাকে?"

নীলা এবার স্যুটকেসটা বন্ধ করে রাহাতের দিকে ফিরলো। তার চোখে কোনো অভিযোগ ছিলো না, ছিলো একরাশ শূন্যতা। সে শান্ত গলায় বললো,
"তুমি সবকিছুই দিয়েছো, শুধু যা চেয়েছিলাম, তা ছাড়া।"

রাহাতের মনটা তিক্ত হয়ে উঠলো।
"কী এমন জিনিস চেয়েছিলে তুমি, যা আমি দিতে পারিনি?"

নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে বললো,
"এক কাপ চা।"

কথাটা শুনে রাহাত যেন আকাশ থেকে পড়লো।
"চা? এক কাপ চায়ের জন্য তুমি পনেরো বছরের সংসার ভেঙে দিচ্ছো? তুমি কি মজা করছো আমার সাথে?"
নীলা কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলো।

রাহাত একা দাঁড়িয়ে রইলো তাদের বিশাল, সুন্দর ফ্ল্যাটটার মাঝখানে। 'এক কাপ চা' এই কথাটা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। তার মনে পড়ে গেলো পনেরো বছর আগের কথা। যখন সে ছিল এক সামান্য চাকুরে। তারা থাকতো এক কামরার একটা ভাড়া বাসায়। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর সে যখন রাতে বাড়ি ফিরতো, নীলা এক কাপ গরম চা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতো। তারপর তারা দুজনে মিলে ছোট্ট বারান্দায় বসে সেই চা খেতো আর সারাদিনের গল্প করতো। সেই এক কাপ চা যেন তাদের সব ক্লান্তি, সব কষ্ট ধুয়ে দিত।

তারপর ধীরে ধীরে রাহাত উন্নতি করতে লাগলো। তার ব্যস্ততা বাড়লো। সে এখন অনেক বড় কোম্পানির মালিক। সে নীলাকে কাজের লোক দিয়েছে, দামী কফি মেশিন কিনে দিয়েছে। কিন্তু সে আর কোনোদিনও রাতে ফিরে নীলার সাথে বারান্দায় বসেনি। নীলা কত রাত চা বানিয়ে অপেক্ষা করেছে, আর সে বলেছে,
"বাইরে থেকে খেয়ে এসেছি।"
অথবা
"আমি খুব ক্লান্ত, এখন কথা বলতে ইচ্ছে করছে না।"

হঠাৎ টেবিলের ওপর একটা খামের দিকে রাহাতের চোখ গেলো। নীলা রেখে গেছে। সে কাঁপা কাঁপে খামটা খুললো। ভেতরে কোনো বিদায়ী চিঠি ছিলো না, ছিলো একজন মনোরোগ বিশেষজ্ঞের একটি রিপোর্ট।

রিপোর্টের বিষয়: নীলা রহমান।
রোগের বিবরণে লেখা: Severe Depression & Chronic Loneliness.

রিপোর্টের শেষ পাতায় ডাক্তারের পর্যবেক্ষণে লেখা ছিলো:
"রোগীর মনে এক গভীর শূন্যতা এবং একাকীত্ব বোধ কাজ করে। তার ধারণা, তিনি তার স্বামীর জীবনে থাকা সত্ত্বেও নেই। তিনি বারবার তার বিবাহ জীবনের প্রথম দিকের একটি ঘটনার কথা বলেন,রাতে একসাথে এক কাপ চা খাওয়া। রোগীর মতে, সেই 'এক কাপ চা' শুধু একটি পানীয় ছিলো না, ছিলো তার স্বামীর ব্যস্ত জীবনের মধ্য থেকে পাওয়া কিছুটা সময়, মনোযোগ এবং ভালোবাসা। যখন থেকে তাদের জীবন থেকে সেই 'এক কাপ চা' হারিয়ে গেছে, তখন থেকেই রোগী নিজেকে তার স্বামীর পৃথিবী থেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করেছেন।"

রিপোর্টের নিচে নীলার নিজের হাতে লেখা ছোট্ট একটা চিরকুট:
"আমি তোমার কাছে দামী শাড়ি বা বড় গাড়ি চাইনি, রাহাত। আমি শুধু তোমার ব্যস্ত জীবনের দিনশেষে, তোমার ক্লান্ত পাঁচটা মিনিট চেয়েছিলাম। যে পাঁচ মিনিটে আমরা একসাথে এক কাপ চা খাবো। আর আমার মনে হবে, এই বিশাল পৃথিবীতে আমি এখনও একা হয়ে যাইনি।"

(সমাপ্ত.....) #অণুগল্প াপ_চা

চিটাগাং গিয়েছি ... শুটকি কিনবো বলে একটা দোকানে যেয়ে জিজ্ঞেস করলাম,,,,“এটার দাম কতো?’‘সাসশো’“কতো ... সাতশো ??” 🙃🙃🙃...
01/10/2025

চিটাগাং গিয়েছি ... শুটকি কিনবো বলে একটা দোকানে যেয়ে জিজ্ঞেস করলাম,,,,

“এটার দাম কতো?’

‘সাসশো’

“কতো ... সাতশো ??” 🙃🙃🙃

‘উহু ... একদাম সাসশো’

“কতো? চারশো??”😉

‘‘বাই সিম্পল খতা বুজেন না? খাগজ খলম এনে লিকে দিতে হবে নাকি যে?'
.. ইচ্ছে হচ্ছিলো, শুটকি রেখে এই কিউট বান্দাটারে কোলে করে ঢাকা নিয়ে আসি।

শুধু চিটাগাং না... বাংলাদেশের যে প্রান্তেই যান; একবার তো সিলেটে যেয়ে একজন আমাকে বলছে, "আফনারে আমি বালাফাই... অন্য কেউরর লগে মাততাম ফারিনা"
.. বুঝলাম না, প্রথম পরিচয়েই মাতামাতির কি আছে 😑

দিনাজপুরের লোক, অপরিচিতদের তুই করে বলে... কিন্তু বাক্যের শেষে যেয়ে আপনিতে ফিরে আসে।

“কিরে তুই হামার বাড়িত আইসলেন না”

ময়মনসিংহের মানুষ তো কথায় কথায় ইংলিশ বলে; “বাড়িত গেস লাইন??”

অন্য কেউ হয়ত হুট করে শুনলে ভাব্বে তার বাসার Gas line নিয়ে কোন প্রশ্ন করা হচ্ছে।

কিন্তু আদতে জিজ্ঞেস করা হচ্ছে 'বাড়ি গিয়েছিলেন?'
..একবার ‘ইঞ্জেকশান ভয় পায়’ এমন কিশোরগঞ্জের একজনকে জোরপূর্বক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো;

ডাক্তারঃ আপনার সমস্যা কি?

রোগীঃ মাতা বেদ্‌না। এইবাই বালা ঐয়া যায়াম, ইঞ্জিশন লাকতো না।

ডাক্তারঃ আর কোন সমস্যা?

রোগীঃ শইল্ল জ্বর। বরি খাইলেই বালা অইয়া যায়াম, ইঞ্জিশন লাকতো না।

ডাক্তারঃ বাথরুম ঠিকমত হয়? বেশী নরম না তো?

রোগীঃ অয় মানে, কি কইন ?!! মিল্লা মারলে আইন্নের কফাল ফাইট্টা যাইবো ... এরুম শক্ত। ইঞ্জিশন লাকতো না।
..নোয়াখালীর মানুষ নিয়ে কথা বলা শুরু করলে লেখা শেষ করা যাবে না... সামান্য পানি, তাদের কাছে honey 😋

মনে আছে কয়েকদিন আগে বরিশালের লঞ্চের ডাইনিং রুমে এক ওয়েটারকে বললাম, “তরকারী এনে দেন তো এক বাটি”।

সে উত্তর দিলো, ‘ট্যাংগা শালুনের হুররা চুক্কা’

আমি মুখ চোখা করে কিছুক্ষণ তাকিয়ে রইলাম তার দিকে... মনে মনে ভাবছি এটা কি কোড ল্যাংগুয়েজ? আলফা রোমিও টেঙ্গ টাইপ?

পরে শুনলাম তারা তেতুলকে বলে ট্যাংগা, তরকারির ঝোলকে বলে শালুনের হুররা আর টককে বলে চুক্কা।

হোম পেইজে দেখলাম UNESCO has declared the Bengali language to be the sweetest language of the world.

আসলেই ব্যাপারটা সঠিক নাকি জানি না... না সঠিক না হওয়ার কোনও কারণ অবশ্য নেই।

শুধু দেশের মাটিতে না, বিদেশের মাটিতেও আমরা এটা ধরে রাখতে পেরেছি

কয়েকদিন আগে ইংল্যান্ডে থাকে এমন এক বাসায় দাওয়াত খেতে গেলাম... তারা সিলেটি

সেই বাসার পিচ্চি বাচ্চার জন্য আমি কিছু প্ল্যাস্টিকের তেলাপোকা নিয়ে গেলাম।

সে সেটা দেখেই বলে উঠলো, “আই এম স্কেএএআর্ড”

আমি তার প্রনানসিয়েশান শুনে মুগ্ধ... একদম ব্রিটিশ টান।

আমি আবার তার প্রনাউন্সিয়েশান শুনার জন্য ওকে তেলাপোকা গুলো দেখালাম,,,,

সে আবার বলে উঠলো, “আই এম স্কেএএআর্ড... আমি বুইফাই,,😆

30/09/2025

😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

বিবাহিত নারীদের জন্য একটি স্পেশাল পরামর্শ- আপনার স্বামীর সাথে কখনো ঝগড়া করবেন না, বেশি রাগ অভিমান হলে- শুধুমাত্র দুপুর ব...
30/09/2025

বিবাহিত নারীদের জন্য একটি স্পেশাল পরামর্শ- আপনার স্বামীর সাথে কখনো ঝগড়া করবেন না, বেশি রাগ অভিমান হলে- শুধুমাত্র দুপুর বা রাতের খাবার এইভাবে পরিবেশন করবেন। আশা করি এতে তিনি আপনার মনের অবস্থা বুঝতে পারবেন- আইডিয়াটা কেমন দিলাম কমেন্ট করে জানাবেন। পুরুষদের জন্য এই পোস্টে আপাতত কমেন্ট করা নিষেধ | 🫵

মানুষ তার নিজের প্রয়োজনে- সকল নিয়ম বানায়!
30/09/2025

মানুষ তার নিজের প্রয়োজনে- সকল নিয়ম বানায়!

Address

বাংলা মটর
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share